একুশের কিশোর গল্প
বিষয় : কিশোর গল্প
লেখক : রফিকুর রশীদ
প্রচ্ছদ : রাজীব দত্ত
সংস্করণ : ২৭ সেপ্টেম্বর ২০১৮
পৃষ্ঠা সংখ্যা : ৯৬
ভাষা : বাংলা
আইএসবিএন : ৯৭৮-৯৮৪-৯৩৪২৯-৮-৪
ছোটদের জন্যে লেখা রফিকুর রশীদের গল্প মানেই আলাদা কিছু, অনারকম প্রাণের ছোঁয়া, কিশোরমনের বিচিত্র সব আকুলি-বিকুলি। তাঁর কিশোর গল্পের কেন্দ্রে থাকে দেশ। আর দেশ বলতে তাঁর চোখের সামনে খুলে যায় বিশাল ক্যানভাস। দেশের মাটি ও মানুষ তো আছেই, এই দেশেরই ফুলের গন্ধ, পাখির কাকলি, নদীর কলতান, বাতাসের মর্মরধ্বনি- সবই তাঁর কিশোর গল্পে নিটোল ছায়া ফেলে যায়। সেই সঙ্গে দেশের ইতিহাস-ঐতিহ্যের মিশেল দিয়ে কিশোরদের জন্যে তিনি রচনা করেন অন্য স্বাদের গল্পভুবন।
মহান একুশ নিয়ে আমাদের অহংকারের অন্ত নেই। বাঙালির কাছে একুশ কেবল গাণিতিক সংখ্যামাত্র নয়। বাঙালি জাতির হাজার বছরের চলার পথে উজ্জ্বল মাইল ফলক এই হিরন্ময় একুশ। বাঙালির মাতৃভাষা বাংলা। এই ভাষার মর্যাদা প্রতিষ্ঠার জন্য এ-দেশের ছাত্র-জনতা অমিত সাহসে লড়াই-সংগ্রাম করেছে। ১৯৫২ সলের একুশে ফেব্রুয়ারি বুকের রক্ত ঢেলে দিয়েছে রাজপথে। মাকে নিয়ে তো বটেই, মাতৃভাষা নিয়ে এমন আবেগ আর আত্মত্যাগের দৃষ্টান্ত গোটা দুনিয়ায় সত্যি বিরল। এ তো শুধু বাংলা ভাষার মর্যাদার প্রশ্ন নয়, বুকের রক্ত দিয়ে বাঙালি প্রতিষ্ঠা করেছে পৃথিবীর সব মানুষের মাতৃভাষায় জীবনচর্চার অধিকার। আর তাই আজ একুশে ফেব্রুয়ারি হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশ হয়েছে বাঙালির কাছে আলোরদিশারী।
মায়ের ভাষার মর্যাদা রক্ষার প্রশ্নে আপোসহীন বাঙালির লড়াই-সংগ্রাম ফেব্রুয়ারির একুশে এসে রক্তস্নাত হয়, বেগবান হয় এবং সর্বোপরি জাতীয় মুক্তি ও স্বাধীনতা অভিমুখী হয়ে ওঠে। নির্বাক শহিদমিনার যেনবা আলোকবর্তিকা হয়ে পথ দেখিয়েছে গোটা জাতিকে। বাঙালির গৌরবময় ইতিহাসের এইসব খুঁটিনাটি বিষয় রফিকুর রশীদ গল্পের বাঁধনে বেঁধে মেলে ধরেছেন কৌতূহলী কিশোর পাঠকের সামনে।
একুশের কিশোরগল্প জুড়ে আছে মহান ভাষা-আন্দোলনের নানান প্রেক্ষিত। প্রাসঙ্গিকভাবেই এসেছে প্রিয় স্কুলের কথা, শহিদমিনারের কথা, প্রভাতফেরি এবং ভাষা-শহিদের কথা। ইতিহাস নয়, ইতিহাসের কথা ছোটদের জন্যে গল্পের আদলে শৈল্পিক বুননে নিপুণভাবে পরিবেশন করা হয়েছে এ গ্রন্থের প্রতিটি কিশোরগল্পে। গল্প আছে গল্পের মতোই, কিশোর মনের উজ্জ্বল রঙের ছোঁয়ায় তা হয়ে উঠেছে জীবন্ত।
ছোটদের তো বটেই, আশা করি সব বয়সের পাঠকেরই ভালো লাগবে এ বইটি।
...
মনিরুল মনির
রফিকুর রশীদ :
তিনি ১৯৫৭ সালের ২৭ সেপ্টেম্বর, মেহেরপুরে জন্মগ্রহণ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজীবন শেষে ১৯৮৩ সালে সিলেটের এক চা-বাগানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে শুরু হয় তাঁর কর্মজীবন। মন টেকে না চা-বাগানে। অচিরেই যোগ দেনে কলেজ-শিক্ষকতায়। জীবনের ৩৩ বছর কাটিয়ে দেন এই পেশাতেই।
নিভৃতে কাব্যচর্চা দিয়ে লেখালেখির সূচনা হলেও সত্তর দশকের শেষভাগে পত্রপত্রিকায় গল্প লিখেই তাঁর সাহিত্যজগতে আত্মপ্রকাশ। দেশের উল্লেখযোগ্য প্রায় সব কাগজে বিরামহীন লিখে চলেছেন গল্প আর গল্প, সঙ্গে উপন্যাসও। ছোটদের বড়দের সকলের জন্য।
ছোটদের জন্যে লেখা গল্প এবং উপন্যাসে রফিকুর রশীদ এনেছেন বিপুল বিষয়বৈচিত্র্য। প্রিয় প্রসঙ্গ মুক্তিযুদ্ধ তো আছেই, বিপুল উৎসাহ-উদ্দীপনা, কৌতূহলে ভরা বিচিত্র বর্ণে বর্ণিল ছোটদের নিজস্ব ভুবনের আলোকিত উপস্থাপন ঘটে চলেছে তাঁর লেখা শিশু ও কিশোরসাহিত্য। স্বপ্নজয়ের কথাসাহিত্যিক রফিকুর রশীদ এরই মাঝে অর্জন করেছেন এম নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার, অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কার, অরণি সাহিত্য পুরস্কার, অধ্যাপক খালেদ শিশুসাহিত্য পুরস্কার, বগুড়া লেখক চক্র সম্মাননা ও স্বীকৃতি, সাতক্ষীরা সাহিত্য একাডেমি সম্মাননা, কাজী কাদের নওয়াজ জন্মশতবর্ষ সম্মাননা, চন্দ্রাবতী একাডেমি শিশুসাহিত্য সম্মাননা, কবি সিকান্দার আবু জাফর পদক ও পুরস্কার, কথাসাহিত্য কেন্দ্র পদকসহ বিভিন্ন সম্মাননা।