বর্তমান বিশ্বায়নের যতো বৈশ্বিক অর্থনীতিতে ব্যাংকিং এর গুরুত্ব অপরিসীম। ব্যাংকিং জগতেও একজন দক্ষ ব্যাংকারের ভূমিকাও বিশেষ তাৎপর্যপূর্ণ। আধুনিক ব্যাংকিং মানে টেকসই উদ্ভাবনী ব্যাংকিং।
উদ্ভাবনী ব্যাংকিং এর আধুনিক যে তত্ত্বসহ যে সব বিষয় এই গ্রন্থে সন্নিবেশিত হয়েছে তা নিম্নরূপ:
সাধারণ ব্যাংকিং/ঋণ/বৈদেশিক বাণিজ্য/ নেগোশিয়েবল ইনস্ট্রমেন্ট অ্যাষ্ট/মোবাইল ব্যাংকিং/ন্যারো ব্যাংকিং/অনলাইন ব্যাংকিং/রিলেশনশীপ ব্যাংকিং/সাসটেইনেবল ব্যাংকিং/কোর ব্যাংকিং/রিটেইল ব্যাংকিং/কর্পোরেট ব্যাংকিং/ডেভেলপম্যান্ট ব্যাংকিং/গোল্ড ব্যাংকিং/চেইন ব্যাংকিং ইনভেস্টম্যান্টে ব্যাংকিং/অর্থঋণ আদালত আইন/মানি লন্ডারিং প্রতিরোধ আইন/অন্যান্য ব্যাংকিং আইন/ঋণ শ্রেণিকরণ/ক্রেডিট রিস্ক গ্রেডিং (CRG)/Basel-III/বিবিধ ব্যাংকিং সংজ্ঞা/ Factoring/ ইসলামিক ব্যাংকিং/মার্চেন্ট ব্যাংকিং/মিক্স ব্যাংকিং/টেলি ব্যাংকিং ও ইলেট্রনিক ব্যাংকিং।
মোহাম্মদ ওসমান গণি :
জন্ম চট্টগ্রামে। সালটা ১৯৫৯। বাল্যকাল কেটেছে নিবীড় গ্রামের নিঝুম সবুজের স্বপ্ন ছায়ার মাঝে। বাল্যকালেই তার কবি প্রতিভার স্ফুরণ ঘটে। ৭২ সালে স্বাধীনতাউত্তর বাংলাদেশে প্রকাশিত 'সাপ্তাহিক বাংলাদেশ' পত্রিকায় প্রথম ছড়া কবিতা প্রকাশিত হয়। তারপর চট্টগ্রাম কলেজে পড়াকালীন 'চাঁদের হাট'-এর সক্রিয় সদস্য হিসেবে কবিতা, ছড়া আর গল্প লিখেন প্রচুর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে এম.এ. ডিগ্রি লাভের পর কর্মজীবনে প্রবেশ করেই হাত দেন উপন্যাস লেখায়। এ পর্যন্ত তাঁর ৩টি উপন্যাস ও একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। মোহাম্মদ ওসমান গণি'র উদ্ভাবনী ব্যাংকিং এর আধুনিক তত্ত্বসহ রচিত এই গ্রন্থটি ব্যাংকিং জগতেও একজন দক্ষ ব্যাংকারের দৈনন্দিন কর্মজীবনে বিশেষ ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।