চট্টগ্রামের ইতিহাস-ঐতিহ্য-ভাষা-সংস্কৃতি ও জীবন-সমাজ নিয়ে কিছু তথ্যচিত্র তুলে ধরেছেন রশীদ এনাম। রসনার জৌলুসে অনন্য চাঁটগা। চট্টগ্রাম নামের উৎপত্তি ইতিকথা, রসনা বিলাস, চাটগাঁইয়া মেজ্জান, সওদাগর প্রথার উৎপত্তি, লোকজ খেলাধুলা, বলীখেলা এবং প্রাচীন জলযান সাম্পান বিষয়ক গদ্যগুলো তথ্যগল্প নির্ভর।
হারিয়ে যাওয়া সংস্কৃতির আদি রূপ ও নিজস্ব জৌলুস নিয়ে লেখকের বিশ্লেষণ বইটিকে সমৃদ্ধ করেছে।
।।।
রশীদ এনামঃ
জন্ম ২ অক্টোবর, ১৯৮১ সালে চট্টগ্রাম জেলার পটিয়া পৌরসভা ৪ নং ওয়ার্ড 'মায়ের বাগান' লাল মিয়া গান্ধির বাড়ি। পিতা- ফিরোজ আহমেদ কৃষিবিদ (অবসরপ্রাপ্ত সরকারি কৃষি কর্মকর্তা) মাতা-জাহেদা আহমেদ (গৃহিণী)।
শিক্ষাজীবন: আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় থেকে
১৯৯৬ সালে এসএসসি, পটিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি,
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ হতে হিসাববিজ্ঞানে (সম্মান) ও চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ হতে হিসাববিজ্ঞানে (এম কম)।
পেশা: চাকরি। শখ: বই পড়া, ভ্রমণ ও বাগান করা। যে সকল সংগঠনের সাথে জড়িত প্রথম আলো বন্ধুসভা, চট্টগ্রাম একাডেমি, চট্টগ্রাম সমিতি-ঢাকা, বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি, বাংলাদেশ ইতিহাস সম্মিলনী, আজকের প্রজন্ম, পটিয়া ক্লাব, মালঞ্চ।
প্রকাশিত বই মুক্তিযুদ্ধভিত্তিক জীবনী গ্রন্থ: একাত্তরের শহীদ ছবুর, একাত্তরের জলপুত্র (মুক্তিযোদ্ধা সুনীল কান্তি জলদাস) শিশুতোষ গল্প: পরীর দিঘিতে ভূতের জাহাজ, ভূতের পেন্সিলে আঁকা ছোট কাকুর গল্প, রেললাইনে পাথর ভূত, শিয়াল ও বনমোরগের লড়াই।
ইতিহাস ঐতিহ্য ও রম্যরচনা: চাটগাঁইয়া মেজ্জান। সমন্বয় সহকারী হিসেবে নিয়মিত লিখেন ইতিহাসের খসড়া ম্যাগাজিনে।
অর্জন: ১০ ডিসেম্বর, ২০২২ সালে খুলনায় জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিতব্য বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর আয়োজনে 'আন্তর্জাতিক ইতিহাস সম্মিলনীর অষ্টম বার্ষিক সম্মেলনে' রশীদ এনামের লেখা 'যুদ্ধ শেষে যে ছেলেটি বাড়ি ফিরেনি' ফিচারটি সেমিনারে উপস্থাপিত হয়। 'একাত্তরের শহীদ ছবুর' বইটির সূত্র ধরে দীর্ঘ ৫১ বছর পর 'ছবুর' পরিবার শহিদ স্বীকৃতি, শহিদ ভাতা ও রেশন কার্ড পেয়েছেন।
২০২৪