পৃথিবীর কোন্ প্রান্তে কোথায় যুদ্ধ লেগেছে, দুর্ভিক্ষে কোথায় মানুষ মরছে সেখানে যেতে লেখকের মন আকুলিবিকুলি করেছে। তিনি মেরু-অঞ্চলের বরফ-ডাকা ইগলুতে গিয়ে বসবাস করতে, মাচাইমারা-সেরেঙ্গাতির পশুদের দলবদ্ধ বিচরণ দেখতে সেখানেও ছুটে গেছেন। হিমালয়-পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ তাকে টেনেছে ভিতর থেকে। পাখিদের উড়ে-যাওয়া তাঁর মাঝে বহুবার দূরের পথে উড়াল দেওয়ার ডানা ঝাপটিয়েছে। এতৎসত্ত্বেও, সামর্থ্য আর অবস্থান যখন দূরের পথে দুর্লঙ্গ্য হয়ে নিশ্চুপ দাঁড়িয়ে থাকে, তখন দূরের প্রেমে দূরের টানে তিনি বুঁদ হয়ে থাকেন।
১৯৯৪ সাল থেকে মোহাম্মদ এমদাদুল ইসলাম প্রথম দূরের পথের পথিক হয়ে অনুসন্ধিৎসু মনে ঘর থেকে বেরিয়ে পড়েন। এরপর তিনি কত দেশ-দেশান্তর ভ্রমণ করেছেন। ঘুরে-বেড়ানোর সেইসব স্মৃতিময় গল্পের কিছু খণ্ডাংশ এই দূরের পথিক। এখানে গল্প আছে, বিচিত্র অনেক ঘটনা আছে। পাঠকের জন্য লেখক তার অভিজ্ঞান অসংকোচে প্রকাশ করেছেন। এটা নিশ্চিত এই বইয়ের মাধ্যমে পাঠক পৃথিবীর অনেক রূপের সাথে পরিচয় পাবেন।
ভ্রমণ স্মৃতিকথা ২০২৪
২০২৪