দূরের পথিক (২০২৪) বিষয়: ভ্রমন স্মৃতিকথা লেখক: মোহাম্মদ এমদাদুল ইসলাম প্রচ্ছদ: আল নোমান সংস্করণ: প্রথম প্রকাশ এপ্রিল ২০২৪ পৃষ্ঠা সংখ্যা: ১৩৬ ভাষা: বাংলা আইএসবিএন: 978-984-98825-9-6
মেজর (অব.) মোহাম্মদ এমদাদুল ইসলাম জন্ম চট্টগ্রাম জেলার রাউজান থানার সুলতানপুর গ্রামে। অর্থনীতিতে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর। ১৯৮৩ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। মিয়ানমারে চার বছর (১৯৯৯-২০০২) দায়িত্ব পালন করেন বাংলাদেশ সরকারের কনস্যুলেট প্রধান হিসেবে। খাগড়াছড়িতে ২০৩ পদাতিক ব্রিগেড সদর দপ্তরে কর্মরত থাকার সময় নকব্বইয়ের দশকে কাউন্টার-ইনসারজেন্সি অপারেশনে তাঁর ভূমিকা উচ্চসিত ও প্রশংসিত। তিনি সদর দপ্তর ডাইরেক্টরেট অব ফোর্সেস ইন্টেলিজেন্সে নিয়োজিত থাকার সুবাদে পার্বত্য শান্তি চুক্তি আলোচনা এবং বাস্তবায়নে উল্লেখযোগ্য ভূমিকাপালন করেন। তিনি 'হার্ট অব ডার্কনেস' হিসেবে খ্যাত ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোয় 'পিসকিপার' হিসেবে প্রেরিত হন। কঙ্গোয় শান্তিরক্ষী হিসেবে লেন্দু ইনসার্জেন্ট গ্রুপ কর্তৃক জিম্মি হিসেবে আটক সাত নেপালি সৈন্যের উদ্ধার অভিযানে ব্যতিক্রমী, বীরোচিত এবং অসীম সাহসিকতা প্রদর্শনের জন্য তিনি জাতিসংঘ ফোর্স কমান্ডারের সর্বোচ্চ প্রশংসাপত্র লাভ করেন। মেজর এমদাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম সিনেটের একজন নির্বাচিত সদস্য ছিলেন। একজন শৌখিন গলফার। প্রকাশিত বই খরস্নায়ু (২০১৯), রোহিঙ্গা নিঃসঙ্গ নিপীড়িত জাতিগোষ্ঠী (২০২০), শেষ সীমান্তের পর কোথায় যাব আমরা (২০২০), বিষাদ সময় (২০২০), মানুষ-খেকোদের সাথে জঙ্গল জীবন (২০২১), অশ্রু (২০২৪) . পৃথিবীর কোন্ প্রান্তে কোথায় যুদ্ধ লেগেছে, দুর্ভিক্ষে কোথায় মানুষ মরছে সেখানে যেতে লেখকের মন আকুলিবিকুলি করেছে। তিনি মেরু-অঞ্চলের বরফ-ডাকা ইগলুতে গিয়ে বসবাস করতে, মাচাইমারা-সেরেঙ্গাতির পশুদের দলবদ্ধ বিচরণ দেখতে সেখানেও ছুটে গেছেন। হিমালয়-পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ তাকে টেনেছে ভিতর থেকে। পাখিদের উড়ে-যাওয়া তাঁর মাঝে বহুবার দূরের পথে উড়াল দেওয়ার ডানা ঝাপটিয়েছে। এতৎসত্ত্বেও, সামর্থ্য আর অবস্থান যখন দূরের পথে দুর্লঙ্গ্য হয়ে নিশ্চুপ দাঁড়িয়ে থাকে, তখন দূরের প্রেমে দূরের টানে তিনি বুঁদ হয়ে থাকেন। ১৯৯৪ সাল থেকে মোহাম্মদ এমদাদুল ইসলাম প্রথম দূরের পথের পথিক হয়ে অনুসন্ধিৎসু মনে ঘর থেকে বেরিয়ে পড়েন। এরপর তিনি কত দেশ-দেশান্তর ভ্রমণ করেছেন। ঘুরে-বেড়ানোর সেইসব স্মৃতিময় গল্পের কিছু খণ্ডাংশ এই দূরের পথিক। এখানে গল্প আছে, বিচিত্র অনেক ঘটনা আছে। পাঠকের জন্য লেখক তার অভিজ্ঞান অসংকোচে প্রকাশ করেছেন। এটা নিশ্চিত এই বইয়ের মাধ্যমে পাঠক পৃথিবীর অনেক রূপের সাথে পরিচয় পাবেন।
‘বই কিনুন, বই উপহার দিন’ সেই পুরনো সেøাগান আজও খড়িমাটি ধ্যানে রেখেছে। ‘সম্পর্কের বন্ধনে বই’ এই প্রতিপাদ্যকে পালন করে যেতে চাই। খড়িমাটি বই প্রকাশের রুচিশীল প্রতিষ্ঠান। লেখার মান, উৎকৃষ্ট মুদ্রণ, যুৎসই বাঁধাই নিশ্চিত করে বই প্রকাশ করা হয়। সাহিত্যের বিস্তারে বহুদূর যেতে চায়। অথই চিন্তা নিয়ে যে সমাজ এগোয়, সেখানে অগ্রনী হয়ে থাকতে চায়। ২০১৪ সাল থেকে নিয়মিত প্রকাশনায় এই পর্যন্ত ৪০০ বইয়ের অধিক প্রকাশিত হয়েছে। গল্প, উপন্যাস, কবিতা, প্রবন্ধ-নিবন্ধ, গবেষণা, স্মৃতিকথা, নাটক, সিনেমা, চিঠিপত্র ও স্মারক-সম্মাননা গ্রন্থ বেরিয়েছে। দেশের ছাপাখানা ও প্রকাশনা শিল্পের অনন্য জায়গাটিকে সুদৃঢ় করতে আগ্রহী।