পিটি ও ড্রিল
বিষয়: পিটি ও ড্রিল
লেখক: শরিফুল ইসলাম
প্রচ্ছদ: হারুন অর রশিদ (মানিক), শরিফুল ইসলাম
সংস্করণ: প্রথম প্রকাশ: অক্টোবর ২০২৪
পৃষ্ঠা সংখ্যা : ১৩৬
ভাষা: বাংলা
আইএসবিএন: 978-984-97981-4-9
পড়াশোনার পাশাপাশি শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশে শারীরিক ব্যায়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে জীবনের পরিপূর্ণতা পায়। মানসগঠনে ব্যক্তি মানুষ উদ্ভাস নিয়ে সামাজিক হয়ে ওঠেন। পড়াশোনায় শিক্ষার্থীদের মনোযোগ বৃদ্ধি, শারীরিক ও মানসিক জড়তা দূর করাসহ বিভিন্ন সুবিধাদির কথা মাথায় রেখে বাংলাদেশে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পিটি ও ড্রিলের চর্চায় উৎসাহ প্রদান করা হয়।
স্কুল ও কলেজের বিভিন্ন রকম অনুষ্ঠানে বিভিন্ন রকম ড্রিলের প্রদর্শন করা হয়। যা শিক্ষা প্রতিষ্ঠানের সম্মান এবং সুশৃঙ্খলাকে নির্দেশ করে। বাংলাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেমন- শারীরিক শিক্ষা কলেজ, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস সায়েন্স বিভাগ, বিপিএড কোর্সে পিটি ও বিভিন্ন ধরনের ড্রিলের শিক্ষা হাতে কলমে দেওয়া হয়।
সর্বোপরি এই শিক্ষাকে ছাপার অক্ষরে পাঠদানের অংশ হিসেবে শরিফুল ইসলাম রচিত পিটি ও ড্রিল বইটি পাঠ ও চর্চায় সহায়ক হবে।
শরিফুল ইসলাম :
ক্রীড়ায় পরপর ছয়বার নির্বাচিত দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠান 'কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ' হতে প্রাইমারি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 'ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স' বিভাগ হতে প্রথম শ্রেণিতে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন।
তিনি ব্যক্তিগতভাবে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে প্রত্যক্ষভাবে ক্রীড়া জগতের সাথে সম্পৃক্ত রয়েছেন। খো খো খেলায় তার ক্রীড়া দক্ষতার পরিচয় দিয়েছেন। বিভিন্ন আঞ্চলিক ও জাতীয় পর্যায়ের টুর্নামেন্টসহ পরপর দুটি 'বাংলাদেশ গেমস' এ তিনি স্বর্ণ ও রৌপ্য পদক লাভ করেন। ২০১৬ সালে অনুষ্ঠিত এস এ গেমসে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ক্যাম্পেইনের সুযোগ পান। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল দলের একজন সক্রিয় খেলোয়াড়। এছাড়াও বিভিন্ন গেমসে তার বেশ পারদর্শিতা রয়েছে। পড়াশোনার পাশাপাশি তিনি তিনটি প্রতিষ্ঠানে ক্রীড়া শিক্ষক ও ক্রীড়া প্রশিক্ষক হিসেবে সময় দিচ্ছেন।
তার রচিত প্রথম বই খো খো খেলার আদ্যেপান্ত প্রকাশিত হয় সেপ্টেম্বর, ২০২১ এ। যা ক্রীড়া জগতে ব্যাপক সমাদৃত হয়। দ্বিতীয় বই ওয়ার্ম আপ স্ট্রেচিং কুলডাউন প্রকাশিত হয় ২০২৩ এ যা ক্রীড়া জাতীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন ক্রীড়া সংস্থায় বেশ জনপ্রিয়তা লাভ করেছে। পিটি প্যারেড ড্রিল তাঁর রচিত তৃতীয় বই।