ডিসেম্বর রেন ও কবিতামাখা চুল : রাজাদিত্য বন্দ্যোপাধ্যায়
(কবিতা -২০২৪)
সংস্করণ: প্রথম সংস্করণ
পৃষ্ঠা সংখ্যা : ৪৮
ভাষা: বাংলা
আইএসবিএন: 978-984-95348-5-3
জীবনের অন্তঃকরণ থেকে কিছু অনুভূতি ব্যক্তিগত হয়ে ওঠে। আচ্ছন্ন করে রাখে কবিতায়। সদ্য ফুটে থাকা ফুল। চেতনায় বাহ্যিক উপমা সংশ্লেষ করে যায়। ঘোরলাগা পংক্তি বেঁচে থাকে। নিজস্ব ঘর-আলাপ কেবল নিজের মধ্যে সীমাবদ্ধ নয়। পাঠ ব্যবস্থায় ছড়িয়ে পড়ে পড়ুয়ার মনে মনে।
এই তো বেঁচে থাকা, এই তো কবিতা। রাজাদিত্য বন্দ্যোপাধ্যায় দৃশ্য-উপমার নিরব-পালা রচনা করে যাচ্ছেন। একটা দাগ থেকে যাচ্ছে। একটা বিন্দু থেকে অন্য বিন্দু পর্যন্ত। একটা বৃত্তের মধ্যে থেকেও বাইরে যেতে চাইছেন কবি 'মমির মতন ঘুমিয়ে পড়ি/প্রকাণ্ড একটা ভাঙাচোরা বাসে ধোঁয়ার ভেতরে কোথাও একটা চলেছি/তুমি বললে আমার সিনেমা, কবিতায় নৈরাশ্যের মেঘ ঝুলে থাকে/আমিও ঠিক বুঝতে পারছি না বাসটা ঠিক কোথায় নিয়ে যাচ্ছে/মানুষের পৃথিবীতে কোনো কিছু নিয়েই মাথা ঘামানো উচিত নয়/কান্না বা হাহাকারের ভেতরে তবুও একটা দুটো দ্বন্দ্ব/শান্তি না লটারি?"
এভাবে একতরফা পথ থেকে ভালোভাবে সরে পড়ে ভালোবাসা, যার যাত্রা মহাকালে। ওই তো মহাকাল মৃত্যুকে আলিঙ্গন করে নিয়েছে। এখনও ভয় হয় ডিসেম্বরে বৃষ্টি দেখে। কে তুমি বৃষ্টি মেখেছো? এমন ক্লান্তি নিয়ে কবি ওঠে দাঁড়ান।
অসংখ্য কবিতা ছড়িয়ে যায় ফ্যাকাশে আকাশে। মন্ত্রচৈতন্যে ভরে ওঠে। ডিসেম্বর রেন ও কবিতামাখা চুল কাব্যগ্রন্থে রাজাদিত্য বন্দ্যোপাধ্যায়ের সাথে আমাদের আড্ডা প্রাণখোলা। তিনি চাইছেন আগামীর পৃথিবীতে থাকুক 'ভালোবাসার মতনই প্রখর আমার আত্মসম্মান ও ঘৃণা।'
¦¦¦¦
মনিরুল মনির
কবি
রাজাদিত্য বন্দ্যোপাধ্যায় :
অভিনেতা, চলচ্চিত্র পরিচালক ও মানবতাবাদী। সোশ্যাল ইমপ্যাক্ট চলচ্চিত্র নির্মাতা হিসেবে ইতিমধ্যেই বিশ্ব চলচ্চিত্রের ম্যাপে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। নির্মাণ করেছেন বেশ কয়েকটি সাড়া ফেলা তথ্যচিত্র যেমন: ডায়িং আর্ট অফ দ্য বহুরূপিজ অফ বেঙ্গল, অদ্ভুৎ-দ্য আনটাচেবল, লস্ট ফর ওয়ার্ডস, ডেথ অফ ডেথ, ড্যাম? ড্যামড? ক্র্যাকিং দ্য গ্লাস সিলিং, ওয়াটারওয়ালা, দ্য আদার ইন্ডিয়া।
দলছুট, স্কুল ভয় পাওয়া এই মানুষটি জন্ম দিয়েছেন একটি অনবদ্য আন্তর্জাতিক নাট্যগোষ্ঠী। স্কুলে শেষ বেঞ্চে বসতে ভালোবাসতেন বলে হয়তো গ্রুপের নাম দিয়েছেন ব্যাকবেঞ্চার্স। জন্ম পশ্চিম বঙ্গের বীরভূম জেলার সদর সিউড়িতে। বাবা দেবাশিস বন্দ্যোপাধ্যায়, প্রয়াত প্রখ্যাত কথা সাহিত্যিক, সাংবাদিক ও আনন্দমেলার (এবিপি গ্রুপ, ওয়াটারওয়ালা) প্রাক্তন সম্পাদক। দাদা প্রয়াত প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়।
প্রেসিডেন্সি কলেজের স্নাতক, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ। এস্তোনিয়ার রাজধানী টালিনের বল্টিক ফিল্ম এন্ড মিডিয়া স্কুল থেকে ফিল্মমেকিং এ ডিপ্লোমা।
পিতা দেবাশিস বন্দোপাধ্যায়ের গল্প অবলম্বনে রাজাদিত্য বন্দ্যোপাধ্যায় নির্মিত প্রথম পূর্ণদৈর্ঘ্যের ফিচার ফিল্ম ডেথ সার্টিফিকেট বহু আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কৃত ও সমাদৃত।
পৃথিবীর নানান প্রান্তে ঘুরে বেড়ান নিজের সিনেমা ও থিয়েটার নিয়ে। জীবনের দু'দশকের বেশি সময় কেটেছে ইউরোপের নানান দেশে, মূলত ফিনল্যান্ডে। আদতে নিজেকে জীবন, ওয়ার্ল্ড সিনেমা ও থিয়েটারের ছাত্র ভাবতে ভালোবাসেন। ছবি তোলা, সিনেমা, থিয়েটার, কিছু লেখা লিখি, গোল্ডেন রিট্রিভার ভোম্বল ও মাকে নিয়ে ওনার সুখের সংসার।