রোদগুলো হেঁটে এলো পড়ন্ত বিকেলে (২০২৪)
বিষয়: কবিতা
লেখক: নাজিমুদ্দীন শ্যামল
প্রচ্ছদ: কিংশুক দাশ চৌধুরী
সংস্করণ: প্রথম প্রকাশ ফেব্রুয়ারি ২০২৪
পৃষ্ঠা সংখ্যা: ৬৪
ভাষা: বাংলা
আইএসবিএন: 978-984-97524-5-5
নাজিমুদ্দীন শ্যামল
জন্ম: ১০ সেপ্টেম্বর ১৯৬৮, গোল আরব চৌধুরী বাড়ি, সফিনগর, পশ্চিম ধলই, হাটহাজারী, চট্টগ্রাম। সমুদ্র তীরবর্তী পতেঙ্গায় তাঁর বেড়ে ওঠা। পিতা- প্রকৌশলী এস এম এ বারী, মাতা- বেগম নীলুফা বারী। পড়াশোনা ইস্টার্ন রিফাইনারী মডেল হাই স্কুল, হাজী মুহাম্মদ মহসিন কলেজ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে।
তিনি নব্বইয়ের স্বৈরাচার বিরোধী প্রগতিশীল ছাত্র আন্দোলনের অন্যতম ছাত্র নেতা। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসাবে তিনি ছাত্র আন্দোলনে কার্যকর ভূমিকা রাখেন। তিনি চট্টগ্রাম চলচ্চিত্র সংসদের সাধারণ সম্পাদক হিসাবে ১৯৯১ থেকে ৯২ পর্যন্ত দায়িত্ব পালন করেন। পরবর্তীতে চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসাবে ১৯৯৩ সাল থেকে ২০০০ পর্যন্ত দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের সভাপতি। তাছাড়া তিনি বিশ্ববিদ্যালয় থিয়েটারের সদস্য ছিলেন। পরবর্তীতে গনায়ন নাট্য সম্প্রদায়ের সদস্য হন। 'পথনাট্য সম্প্রদায়' নামে নিজে একটি পথ নাটকের দল গঠন করে ছিলেন। তিনি সর্বমোট ১৭টি মঞ্চ নাটক নির্দেশনা দেন ও ২০টির অধিক মঞ্চ নাটকে অভিনয় করেন।
পেশাগত জীবনে তিনি সাংবাদিকতার সাথে জড়িত। বর্তমানে তিনি ইংরেজি দৈনিক দি ফিনান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিবেদক এবং আন্তর্জাতিক সংবাদ সংস্থা থমসন রয়টার্সের চট্টগ্রাম প্রতিনিধি হিসাবে কাজ করছেন। তাছাড়া তিনি দি বাংলাদেশ পোষ্ট, দি এশিয়ান এইজের চট্টগ্রাম ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিবেদক এবং দৈনিক সকালের খবরের চট্টগ্রাম ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিবেদক হিসেবে কাজ করেন। তিনি জাতীয় ইংরেজি দৈনিক দি ইন্ডিপেনডেন্ট পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিবেদক হিসাবে কর্মরত ছিলেন। তিনি জাতীয় বাংলা দৈনিক মুক্তকণ্ঠের চট্টগ্রাম ব্যুরো প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি দৈনিক ঈশান ফিচার সম্পাদক পদে কাজ করেছেন।
তিনি চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতির (২০১৮ থেকে ২০২০) দায়িত্ব পালন করেন। তাছাড়া তিনি চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের পর পর দুই বার সাধারণ সম্পাদক (২০০৮ থেকে ২০১২) নির্বাচিত হন ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির নির্বাচিত সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন।
শিল্পের দায়বদ্ধতা কবিতায় চিরকালের মীমাংসা। কোথাও কোনো পক্ষপাতিত্ব নেই। অপূর্ণতা নেই। প্রতিদিনকার মতো সৌন্দর্য ও পূর্ণতার প্রতীক কবিতা। যেন কবির রোজনামচা। কবি নাজিমুদ্দীন শ্যামল প্রকৃত জিজ্ঞাসার মানবিক প্রতিবেশ রচনা করতে চেয়েছেন। তাই কবিতার প্রবহমান স্পর্শ আমাদের পুলকিত করে।
রোদগুলো হেঁটে এলো পড়ন্ত বিকেলে কবিতার বইয়ের কবিতাগুলোতে কবি সহজ রূপক পঙক্তির আকরে পাঠকের কাছে তুলে ধরেছেন। যেখানে শব্দের অভিজ্ঞতায় গতি, তরঙ্গ ও দ্রোহ রয়েছে। যাতে ভেসে ওঠে গূঢ় মায়া ও প্রেম।
পাঠক দৃশ্য বিন্যস্ত করে কবিতাকে চোখের সামনে দাঁড় করাতে চায়। তাদের জন্য এ কাব্যগ্রন্থের কবিতায় রুচি ও মেজাজের দিকে ভিন্নতর হবে।
...
মনিরুল মনির