পড়ন্ত বেলায় কবিতা শতক : মোহীত উল আলম (২০২৪)
সংস্করণ : প্রথম সংস্করণ
পৃষ্ঠা সংখ্যা : ১২৪
ভাষা : বাংলা
আইএসবিএন : 978-984-97981-0-1
'যে শিশু রোদ ছুঁয়েছে' তাঁকে আপনি পাঠ না করে, স্পর্শ না করে এড়িয়ে যেতে পারেন না।
কেন পারেন না? তাঁকে পাঠ না করার মানে হচ্ছে নিজেকে বঞ্চিত করা। এবং যে শিশু ক্রমশ রোদ ছুঁয়ে বড় হয়েছে-এবং বড় হতে হতে আপাদমস্তক বহুমুখি শিল্পমগ্নতার পাশাপাশি রচনা করেছেন ছয়টি কাব্যগ্রন্থ-তাকে আপনি এড়িয়ে যাবেন কেমন করে। এবং বয়সী হতে হতে যে কবি কখনো শিরীষ তলায়, কখনো বৃষ্টির অনুষঙ্গে, মহাবৃক্ষের ছায়ায়, কখনো মেরুন স্মৃতি আর জোনাকির আলোয়, কখনো মুক্তিযুদ্ধে আর বিচিত্র দেখাদেখির স্বপ্নে-লাবণ্যে বিস্ময়ের ঘোরে প্রেম ও ভালোবাসায় রচনা করে ফেলেন।
'দেশ-যেন এক ধ্রুবতারা'-মানে বাংলাদেশ: সে কবি অবশ্যই আপনার আকাঙ্ক্ষিত ও পাঠ্য।
কৈশোরের রোদে হাঁটতে হাঁটতে-যৌবনের স্বাদ- ঘ্রাণ পিপাসা ও সহজের কাব্যিক প্রজ্ঞা নিয়ে- একজন অনন্য কবি মোহীত উল আলম- যিনি পশ্চিমের বিকেলে অথবা বিকেলের পশ্চিমে সফেদ চুলের পরিব্রাজক ভ্রমণ করতে করতে আমাদের জন্য রচনা করেন ফেলেন পড়ন্ত বেলায় কবিতা শতক। এটি তাঁর সপ্তম কাব্যগ্রন্থ।
তিনি এমন এক শিল্পী গদ্যে-পদ্যে-লিরিকে সহজেই কথা বলতে জানেন সহজের ভাষায়- প্রজ্ঞাময় সহজে: এখানেই কবি হিসাবে তাঁর বিশিষ্টতা। আত্মসমীক্ষায় আত্মপরীক্ষায় সৃজন উত্তীর্ণতায় পারঙ্গম কবি তিনি।
প্রিয় পাঠক, আসুন পাঠ করি তীক্ষ্ণবোধের স্মরণ ও অনুসরণে পড়ন্ত বেলায় কবিতা শতক। পাঠ করি-প্রবীণ ও মহত্তের সাধনায় প্রীত-কবি মোহীত উল আলম।
..
ফাউজুল কবির
কবি
.
মোহীত উল আলম
সাহিত্যিক ও শিক্ষাবিদ।
জন্ম: চট্টগ্রাম, ১৩ই ডিসেম্বর ১৯৫২
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজির অধ্যাপক হিসেবে অবসরগ্রহণ ও পরে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি; আরও পরে ঢাকাস্থ ইউল্যাব (ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ)- এর কলা অনুষদের ডিন এবং ইংরেজি ও মানবিক বিদ্যা বিভাগের সভাপতি। এরপর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহের উপাচার্য। বর্তমানে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম-এর কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন এবং ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক।
তিনি ক্যানাডার 'লেইকহেড ইউনিভার্সিটি' থেকে ইংরেজিতে দ্বিতীয় এমএ ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উইলিয়াম শেক্সপিয়ারের নাট্য-সাহিত্যের উপর পিএইচডি করেন।
তাঁর ইংরেজি ভাষা-শিক্ষা-বিষয়ক গ্রন্থ গল্পে গল্পে ইংরেজি শেখা ১৯৯৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃক 'একুশে পুরস্কার' লাভ করে। এ ছাড়া তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) কর্তৃক ২০১৫ সালে সাহিত্য-পুরস্কার পান। একই বছরে তিনি কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের মিউজোকলজি বিভাগ থেকে এমিনেন্ট টিচার সম্মাননা পা।