বিস্মৃত দিনের নক্শা (২০২৪)
বিষয়: কবিতা
লেখক: সৌমিত্র প্রিয় বড়ুয়া চৌধুরী
প্রচ্ছদ: মনিরুল মনির
সংস্করণ: প্রথম প্রকাশ একুশে বইমেলা ২০২৪
পৃষ্ঠা সংখ্যা: ১০৪
ভাষা: বাংলা
আইএসবিএন: 978-984-98203-8-3
বিস্মৃত দিনের নক্শা কবি সৌমিত্র প্রিয় বড়ুয়া চৌধুরীর প্রথম কবিতার সংকলন। মূলত এই বইয়ের কবিতায় স্বদেশ প্রেমের প্রতিচ্ছবি ফুটে আছে। রয়েছে বাঙালি জাতির আগামী কর্ণধার নিষ্পাপ- নিষ্কলঙ্গ নবপ্রজন্মের বোধের জাগরণের অবিনাশী কবিতা ও গান।
বাংলাদেশের ক্ষণজন্মা মহান নেতা 'হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি', বাঙালির অহংকার, স্বাধীনতার মহানায়ক, জাতির জনক, বাংলার সিংহ পুরুষ, নির্ভীক সংগ্রামী ব্যক্তিত্ব চিরনমস্য 'বঙ্গের বন্ধু' শেখ মুজিবুর রহমানের সুদীর্ঘ রাজনৈতিক সংগ্রামী জীবনালেখ্য। একাত্তরের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে স্বাধীনতাকামী ত্রিশ লক্ষ শহীদ, দুই লক্ষের অধিক মা-বোনের সম্ভ্রম হননের শোকগাথা। বায়ান্নর ভাষা আন্দোলনে শহীদদের উৎসর্গিত হয় এই কবিতামালা।
কবির স্বচ্ছ চিন্তা-চেতনা ও নিভৃত মননে কবিতার প্রকাশ। প্রকাশের মানসে একে একে যে শব্দ সমষ্টির জন্ম হয়, সেই শব্দ সমষ্টি পরবর্তী পর্যায়ে কবিতা রূপে ভাবের সমন্বয় ঘটায়। স্বছন্দ-ছন্দে সন্নিবিষ্ট হয়ে তা বহুতর ব্যাপ্তি ও ব্যঞ্জনায় অনুরণিত হয় পাঠকের মনে। এখানেই লেখকের অভিপ্রেত অর্থের সঙ্গে পাঠকের সম্যক সাক্ষাৎ ঘটে। বাচিকশিল্পী এই পরিচয়ের সূত্র ধরেই তার স্বকীয় অভিজ্ঞতাও একান্ত অনুভবের প্রজ্ঞালোকে কবিতাকে সজীব-সরসে যথার্থভাবে আবিষ্কার করেন।
১ম খণ্ড কবিতা সংকলনটির সমগ্র কবিতা আত্মসচেতন, প্রতিবাদী, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে সবসময় সোচ্চার, দেশপ্রেম বিধৃত হয়েছে। প্রত্যাশা রাখি যা পাঠকের ভালো লাগবে।
সৌমিত্র প্রিয় বড়ুয়া চৌধুরী
কবি ও লেখক
তিনি চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলাধীন 'বৌদ্ধপল্লী জনপথ' সুনন্দিত 'তেকোটা' গ্রামে ১৯৬৩ সালের ২৪ জানুয়ারি জন্মগ্রহণ করেন।
তিনি ১৯৮৭ সালে বিএসসি ডিগ্রি অর্জন করেন। কর্মময় জীবনে তিনি মহান পেশা শিক্ষকতায় নিয়োজিত ছিলেন সুদীর্ঘ ৩০ বছর। এরপর ২০২০ সালে অবসর গ্রহণ করেন।
কলেজ জীবন থেকেই তার বিভিন্ন বিষয় নিয়েই লেখালিখির হাতেখড়ি হয়। কৈশোরকাল থেকেই তিনি অন্যায় অনিয়মের বিরুদ্ধে অকপটে কঠোর অবস্থানে সোচ্চার থাকতেন।
তার প্রিয় শখ বই পড়া, কবিতা রচনা করা, গান গাওয়া এবং গান শোনা।