এ জীবন সনেটের মতো (২০২৪)
বিষয়: কবিতা
লেখক:ফাউজুল কবির
প্রচ্ছদ: পাবলো পিকাসো। সিটেড উম্যান, ১৯৫৩
সংস্করণ: প্রথম
পৃষ্ঠা সংখ্যা : ১২০
ভাষা: বাংলা
আইএসবিএন: 978-984-97981-5-6
"অনেক অনেক দূর যাওয়া আসা হয়
হয়েছিলো: মহাকাল সম্ভাষণ তবু শেষ হয় না ভ্রমণ সন্ধানী প্রাণের খোঁজে চলে পরিক্রমা
মানবের ক্লান্তি আছে দুঃখ আছে কষ্ট আছে
আছে বেদনার স্পর্শবোধ ভ্রমণের নেই ভ্রমণের নেই ভ্রমণের নেই।
স্বপ্ন দেখা থেমে গেলে: যদি থেমে যায় অকস্মাৎ মানুষেরা মরে যায় মানুষের মৃত্যু হয়- মৃত্যু হলে কবিতা থাকে না থেমে কবিতা ভ্রমণ করে জলে স্থলে আকাশে হাওয়ায় মন খুঁজে বন খুঁজে নীলিমার বুক খুঁজে স্বাধীনতা মুক্তির অবাধ কবিতার মৃত্যু নেই কবিতা অক্ষয় মানস অক্ষর
কবিতা সন্ধান: সন্ধানের মৃত্যু নেই।”
..
ফাউজুল কবির
ডিসেম্বর ২০২৪
.
ফাউজুল কবির জন্মগ্রহণ করেছেন ০৭ আগস্ট ১৯৫৫ খ্রিস্টাব্দে। পিতা আহমেদ ছোবহান, মাতা: দেলাফরোজ খানম (উভয়েই প্রয়াত)। জন্মস্থান: চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার উত্তর ইছাখালী গ্রামে। বর্তমান গ্রাম ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের তেমুহানী। লেখাপড়া করেছেন আবুরহাট উচ্চ বিদ্যালয়, ফেনী কলেজ, চট্টগ্রাম কলেজ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক (সম্মান) সহ এমএ ডিগ্রি অর্জন করেন।
১৯৮০ খ্রিস্টাব্দের ০৩ ডিসেম্বর থেকে অধ্যাপনা পেশায় নিয়োজিত আছেন। সাহিত্য ও সাংস্কৃতিক কার্যক্রমে নিজেকেই সমর্পিত রেখেছেন সারাজীবন।
ফাউজুল কবির তার কবিতাকর্মের উজ্জ্বল অবস্থানের জন্য ২০০৫ খ্রিস্টাব্দে চট্টগ্রামের কবি সাহিত্যিক, নাট্যজন ও সাংস্কৃতিক সুধীজনদের পক্ষ থেকে তার ৫০ বছরপূর্তি উপলক্ষে 'রাঙাও প্রাণের পরাণের রঙে' শীর্ষক অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধিত হয়েছেন চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে। ২০১০ খ্রিস্টাব্দে কবিতার জন্য পেয়েছেন 'মিরসরাই এসোসিয়েশন সম্মাননা'। ২০১২ খ্রিস্টাব্দে পেয়েছেন 'মনন সাহিত্য সম্মাননা'। চিন্তা মনন ও সৃজনশীলতায় তিনি এক পৃথক সত্তা অর্জন করেছেন।
ফাউজুল কবির একজন বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধখ্যাত চট্টগ্রামের মিরসরাই অঞ্চলে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। ২০১৪ খ্রিস্টাব্দের ১৪ ডিসেম্বর চট্টগ্রাম জেলা প্রশাসন তাকে মুক্তিযোদ্ধা হিসাবে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করেন। কবিতাশিল্পের জন্য তিনি ২০১৬ খ্রিস্টাব্দে চট্টগ্রাম সিটি কর্পোরেশন-এর 'একুশে সাহিত্য পুরস্কার' লাভ করেন।