হাসান আল জামী
শিশুতোষ লেখালেখি দিয়ে যাত্রা শুরু। প্রথম লেখা ছাপা হয়েছিলো ১৯৭১ সালে দৈনিক আজাদ এর মুকুলের মহফিলে। তারপর থেকে ধারাবাহিকভাবে লিখে গেছেন বিভিন্ন পত্র-পত্রিকার পাতায়। ১৯৭৬ সালে চিকিৎসা-বিজ্ঞানের ছাত্র হওয়ার পর এই ধারাবাহিকতায় ছেদ পড়ে। বেশ কিছু বছর বিচ্ছিন্ন ছিলেন কবিতার মোহন জগৎ থেকে। যদিও এর চর্চা থেকে পুরেপুরি বিচ্যুত হননি কখনো। সৃষ্টির উচ্ছ্বাস ও জীবন-বোধের প্রবল তাড়না থেকেই তিনি লিখে গেছেন একান্ত-নিভৃতে। এটা তাঁর প্রথম কবিতার বই।
কবি হাসান আল জামী পেশায় একজন চিকিৎসক। ঢাকাস্থ স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ থেকে গ্র্যাজুয়েশন এবং তৎকালীন আইপিজিএমআর (বর্তমানের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়) থেকে চিকিৎসাশাস্ত্রে উচ্চতর ডিগ্রি নিয়েছেন। দেশ-বিদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মজীবন শেষ করে বর্তমানে তিনি নিজ শহর নরসিংদীতে নিয়মিতভাবে শিশুরোগিদের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন।
হাসান আল জামীর জন্ম হয়েছিলো কুমিল্লা শহরে ১৯৫৭ সালে। বাবা মোহাম্মদ ওয়ালিউল্লাহ আর মা সৈয়দা আফরোজ চৌধুরী। দুজনেই প্রয়াত হয়েছেন। স্ত্রী ফরিদা ইয়াসমিনের সঙ্গে পাতানো সংসারে তাঁর এক পুত্র আর দুই কন্যা সন্তান রয়েছে।
কবিতা ২০২৪