দিগন্তে নিভৃত ডানা (২০২৪)
বিষয়: কবিতা
লেখক: হাসান আল জামী
প্রচ্ছদ: মনিরুল মনির
সংস্করণ: দ্বিতীয় সংস্করণ মার্চ ২০২৪
পৃষ্ঠা সংখ্যা: ৬৪
ভাষা: বাংলা
আইএসবিএন: 978-984-98979-6-5
এখানে নিরল ছায়া, বেদনার সুর সমারোহ/ অবেলার বালিয়াড়ি অচেনা বোধের ছবি আঁকে/ গোধূলির রোদে লাল। উড়ে যাচ্ছে সোঁদা গাঙচিল/ মোহনায় বৃত চোখ: জীবন পেরিয়ে খুব একা'
বোধ ও মননের এমন নিবিড়তম স্পর্শের অভিজ্ঞতাই হচ্ছে হাসান আল জামী'র কবিতার একধরনের খুঁটিনাটি। জীবনরসে পরিপূর্ণ প্রশ্নমালা নিয়ে তিনি প্রায়শই পরিভ্রমণ করন সৃজনভাবনার বাড়িতে। কবি শৈল্পিক পরিশীলন আর অঙ্গীকারের সততায় মননশীল মুনশিয়ানাতে ঠিকুজিও খোঁজেন।
হাসান আল জামী ছন্দ ও উপমার শিল্পাচরণে আবহমান বাঙালির এক ভিন্নতর প্রবক্তা। রাজনৈতিক ও সামাজিক টানাপোড়েনের অভিজ্ঞান তাঁর কবিতাকে ঋদ্ধ করেছে। জীবনের প্রতি প্রগাঢ় দায়বোধ থেকে তিনি নিজেকে উন্মীলিত করেছেন- স্বপ্নে, প্রেমে, দ্রোহে ও বিক্ষোভে। তাঁর উদ্দেশ্য অনাকাঙ্ক্ষিত আবর্জনা থেকে ঘনিষ্ট উচ্চারণের 'কবিতা'কে রক্ষা করা। দিগন্তে নিভৃত ডানায় রয়েছে কম্পমান পাতার ভাজে রোদের সেই বিচিত্র ছবিরই নির্মাণ। দেহগত চৈতন্যের প্রবল আর্তনাদও তাঁর কবিতাকে বিশিষ্ট করেছে। সময়ের দাবী যাই থাক, এই আর্তনাদই সৃষ্টির লীলাসুর; আদিম ও অকৃত্রিম স্বভাবের পবিত্রতায় পুষ্ট।
মানুষের সামগ্রিক অস্তিত্ব বিষয়ে তিনি তাঁর নিজস্ব শব্দভঙ্গির সঞ্চয় থেকে বর্ণাঢ্য এক কাব্যধারা আবিষ্কার করেছেন। জীবন চেতনার নানাবিধ কোলাহলে ধ্বনিময় নদীতে সাঁতার কেটেছেন বারবার। বাকশৈলীর স্নিগ্ধ, সজীব ও সপ্রতিভ উত্তরণের চর্চায় কবিতা যেন এক অপার নীলিমা; কখনো সে বেগমান শাব্দিক অনুরণনে নিজেকে নিয়ে প্রোজ্জ্বল। অনুভবের এমন প্রাবল্যের কারণেই চিকিৎসক হয়েও হাসান আল জামী একজন নিভৃতচারী অথচ পরিশুদ্ধ ও প্রাণবন্ত কবি। যিনি সেই সত্তর দশক থেকেই সকল নৈতিকতা, সকল নিষ্ঠা ও বিশ্বাসের দিগন্তে তাঁর রোদেলা ডানা মেলে উড়ছেন...
.
আইউব সৈয়দ
কবি ও শিশুসাহিত্যিক
হাসান আল জামী
শিশুতোষ লেখালেখি দিয়ে যাত্রা শুরু। প্রথম লেখা ছাপা হয়েছিলো ১৯৭১ সালে দৈনিক আজাদ এর মুকুলের মহফিলে। তারপর থেকে ধারাবাহিকভাবে লিখে গেছেন বিভিন্ন পত্র-পত্রিকার পাতায়। ১৯৭৬ সালে চিকিৎসা-বিজ্ঞানের ছাত্র হওয়ার পর এই ধারাবাহিকতায় ছেদ পড়ে। বেশ কিছু বছর বিচ্ছিন্ন ছিলেন কবিতার মোহন জগৎ থেকে। যদিও এর চর্চা থেকে পুরেপুরি বিচ্যুত হননি কখনো। সৃষ্টির উচ্ছ্বাস ও জীবন-বোধের প্রবল তাড়না থেকেই তিনি লিখে গেছেন একান্ত-নিভৃতে। এটা তাঁর প্রথম কবিতার বই।
কবি হাসান আল জামী পেশায় একজন চিকিৎসক। ঢাকাস্থ স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ থেকে গ্র্যাজুয়েশন এবং তৎকালীন আইপিজিএমআর (বর্তমানের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়) থেকে চিকিৎসাশাস্ত্রে উচ্চতর ডিগ্রি নিয়েছেন। দেশ-বিদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মজীবন শেষ করে বর্তমানে তিনি নিজ শহর নরসিংদীতে নিয়মিতভাবে শিশুরোগিদের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন।
হাসান আল জামীর জন্ম হয়েছিলো কুমিল্লা শহরে ১৯৫৭ সালে। বাবা মোহাম্মদ ওয়ালিউল্লাহ আর মা সৈয়দা আফরোজ চৌধুরী। দুজনেই প্রয়াত হয়েছেন। স্ত্রী ফরিদা ইয়াসমিনের সঙ্গে পাতানো সংসারে তাঁর এক পুত্র আর দুই কন্যা সন্তান রয়েছে।