"হয়তো কবিতা নয়"
সমগ্র জীবন জুড়ে যে কবিতা থাকে, তা হয়তো কবিতা। তারপরও কিছু ভেদ থেকে যায়। উপাখ্যান হয়ে যায়। মন তো মানে না। মন সবসময় কবিতাই হয়ে রয়।
কবি জাবীদ মাইন্ডদ্দীন সক্রিয় থেকেছেন অবাক পৃথিবীর বহুকল্যাণে। প্রত্যক্ষদর্শীর মতো কলহাস্যে বলে গেছেন চরাচরের কথা, অনুভূতির কথা। তা-ই হয়তো কবিতা।
কিন্তু মিনমিনে আগুনের সামনে উত্তাপহীন দাঁড়িয়ে না থেকে আগুনেই ঝাঁপ দিয়েছেন। কবি পথ চলেন অনন্তের উদ্দেশ্যে। অজানা সেই গন্তব্য। সমস্ত কবিতাকে নামকরণ করেছেন হয়তো কবিতা নয়।
কবিতা নয়, এমন কিছুই কবিতা হয়ে ওঠে। এই কবিতার মধ্যদিয়ে হয়তো পাঠক অভিজ্ঞতার তীরে পৌঁছে যাবেন।
।।।
জাবীদ মাইন্ডদ্দীন
জন্ম ১৩ জানুয়ারি জন্মস্থান মেখল ফকিরহাট, হাটহাজারী, চট্টগ্রাম
পেশা ইংরেজি শিক্ষক টেকনাফ সরকারি কলেজ, কক্সবাজার
প্রকাশিত গ্রন্থ
শাড়ির কথাই বলি (২০১৯)
সম্মাননা ও পুরস্কার
বঙ্গবন্ধু আন্তর্জাতিক কবিতা উৎসব বিশেষ সম্মাননা (২০২৩)
আলাওল সাহিত্য পুরস্কার (২০২৩)
২০২৪