জীবনের সকল বৃত্তান্তই- অতি পুরোনো হয়ে যাওয়া! তবুও তা নিত্য নবীন! সেই জীবন, এই ধুলোর সংসারের থ্যাবড়া অঙুলির বিষম নির্দেশ মান্য করে করে চলতে বাধ্য থাকে! থাকে সে- অপ্রাকৃত বৈরী শক্তির কঠিন নিয়ন্ত্রণে! থাকে সামাজিকগণের ক্রূর বিরুদ্ধতা ও হীন রটনার বেষ্টনে! থাকে তীব্র প্রতিকূল রাষ্ট্রসংঘের পেষণে! থাকে অবিদ্যা ও মূঢ়তা আকীর্ণ সমকালে! এইসকল দিয়ে তাড়িত হতে থাকা জীবন- কখনো কখনো লড়াকু হয়ে ওঠে বটে; তবে প্রায় প্রায়ই সে হাল ছেড়ে দেয়! হয়ে যায় পর্যদুস্ত, পরাভূত!
তারপরেও ওই জীবনেরই খুব ভেতরে নিরন্তর জ¦লে যেতে থাকে একটি প্রদীপ! গোপন প্রদীপ! সে দীপের অন্য নাম আশা, বা তাকে স্বপ্ন বলেও ডাকা যেতে পারে! বা, তারেই মনুষ্যগণ প্রেম বলে জানে!
পুনরাবৃত্ত হতে থাকা অই পুরোনো জীবন-বৃত্তান্তই এই বইয়ে পেয়েছে সুষমাসৌকর্যমণ্ডিত শব্দ-শরীর!
মনিরুল মনির