দ্বিধা-সংশয় ও টানাপোড়েনে মনের অসম গতি নিয়ন্ত্রিত হয়। মানুষ প্রাণ-বৈচিত্র্যে মনের সমাক্রান্ত চরিত্র ধারণ করে। মানুষই চিরকালীন এক সম্পর্কের রেখাচিত্রে এমন এক সংস্কৃতির স্বগত ভার নিয়ে নেয়; তাতে জীবন সম্পৃক্ত রূপকত্ব লক্ষণীয়। অনুভূতির ছায়া, সংগ্রামের দিকটি নানাসূত্রে প্রদর্শিত হয়। যেখানে লড়াই, প্রেম, মায়া পাশাপাশি অন্বিষ্ট সম্বন্ধ নিয়ে থাকে।
সাজিয়া আফরিন তেমনই গল্পের মধ্যে জীবন ও বাস্তব মুহূর্তকে একত্রিত করেছেন। নিরীক্ষা ও মনস্তত্বের দিকে তার গল্প বিস্তর ভাবনার অবকাশ রাখে। কেননা, ঘষা-মাজার জীবনে শত বিচিত্র ঘটনার মুখোমুখি হতে হয়। ডিটেইলে তার বিন্যাস দেখা যায়। পাঠ বিন্যাস সাধারণ্যে ছড়িয়ে যেতে থাকে। ঠিক মনের দিকে। হয়তো গল্পের অধিক মনের ব্যাপ্তি। তিনি নিছক গল্প কথক নন, গল্প নির্মাতা।
.
মনিরুল মনির
.
.
সাজিয়া আফরিন
জন্ম ০৭ জুন ১৯৮৫
ঢাকার শান্তিনগরে। চট্টগ্রামে বেড়ে উঠা। ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ থেকে এইচএসসি এবং ইউএসটিসি থেকে চিকিৎসাশাস্ত্রে স্নাতক ডিগ্রি লাভ করেন। বর্তমানে সিটি কর্পোরেশনে সিনিয়র মেডিকেল
অফিসার হিসেবে কর্মরত আছেন।
তাঁর প্রকাশিত বই -
অসূর্যম্পশ্যা (উপন্যাস, ২০২০)
দ্বিতীয় প্রহর (গল্প, ২০২০)
অনিকেত তোমাকে (পত্র উপন্যাস, ২০২১)