শোয়াইব জিবরান কবিতা দূর উপকূলে ফুটে থাকা রঙিন ফুলের মতো উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হতে থাকবে পাঠক হৃদয়ে। তাঁর সাহিত্যকর্ম বড় একটা অংশ জুড়ে আছে সুফিবাদ, মরমীবাদ, বাউল ও বৈষ্ণবতত্ত্ব এবং অসাম্প্রদায়িক চেতনার বহমানতা। শিল্পস্বরে শোয়াইব জিবরান স্বতন্ত্র। অক্ষরের অক্ষয় মালবেরি যেন তাঁর সৃষ্টি ভুবন। তাঁর এ সৃষ্টি ভুবন পাঠকের জন্য এক মহাজাগতিক সফরনামা। (সম্পাদকীয়, দূরের সাইকেল শোয়াইব জিবরান সংখ্যা)