মাহবুবুল ইসলাম তরুণ
মাহবুবুল ইসলাম
মাহবুব তরুণ-
বিবর্তনের ডানায় মুখ লুকানো একটাই রোদ। মাঝখানে সকাল, দুপুর আর ঘোরলাগা বিকেলের আনাগোনা। বদলে যাওয়া উত্তাপের সাথে এবার খর্বকায় হলো নামের রূপান্তর।
প্রথম নামে লেখা-কালের শুরু দৈনিক, সাপ্তাহিক, মাসিকে। সম্পাদনাতেও বহমান ছিলো এই অনাচার।
মাঝেরটা অধিবিদ্যাবিৎ। অথচ এ কেতাবি নামে ইতোমধ্যে প্রকাশিত হলো:
সুতোয় বাঁধা একটি দুপুর (কাব্যগ্রন্থ) যে নদী বঙ্গতীর্থে (কাব্যগ্রন্থ) সমান্তরাল ছায়াসমষ্টি (গল্পগ্রন্থ) উল্টো আঙুল (ছড়াগ্রন্থ) সাম্প্রতিক চৈত্রচর্চা (কাব্যগ্রন্থ)।
এবার শুরু শেষ নামে-নতুন বিনয়ে, পারিবারিক সম্বোধনের চিহ্ন ধারণ করে। সহৃদয় বিবেচনার আকাঙ্ক্ষায় বিবিধ বৃষ্টিপাত এবং তার নতুন নামের কবিকে অপার আগ্রহে প্রাজ্ঞ পাঠকের হাতে তুলে দেওয়া হলো।