কার্নিশে মাধবীলতা (২০২৪)
বিষয়: কবিতা
লেখক: ডালিয়া নাহার
প্রচ্ছদ: আল নোমান
সংস্করণ: প্রথম প্রকাশ ফেব্রুয়ারি ২০২৪
পৃষ্ঠা সংখ্যা: ৪৮
ভাষা: বাংলা
আইএসবিএন: 978-984-97886-9-0
একটু জোরে কদম ফেলো' জীবনের তাগিদটা তেমন। কবিতার জন্য সাহস করো।
অনেক সাহস। শব্দের চন্দ্রিমাতে কবিতা হয়ে ওঠে রোমাঞ্চকর। কবি বলেন, 'অনেকটা পথ হেঁটে চলা/ তীরে জলের চিহ্নরেখা অনেকটা জল গড়িয়ে গেলো।' আরো বেশি তেজ ধারণ করে যাওয়া এই পদ্য পাগলের দেশে ছড়িয়ে পড়ে কবিতা।
ডালিয়া নাহার-এর কবিতার বই কার্নিশে মাধবীলতা, মূলত কবিতায় বহুদিনের টলোমলো সরোবর। এটি প্রথম কাব্য প্রয়াস।
এখানে কবিতার স্নিগ্ধ স্মরণ প্রতিদিনকার মতো মায়ার দ্যুতি ছড়ায়। পাঠপ্রভায় ঘোর লাগা কথা কিংবা মরমের কাহিনি রোদের আরাম দেয়।
ভাববিশ্বে যে প্রেম অনুভূতি ছুঁয়ে যায় স্বপ্নচারী মন, সেখানে আনন্দ পাই এই সকল কবিতায়। তাই কবির মতো করে বলে রাখি, 'অনেক বৃষ্টি ঝরে তুমি এলে যেন একমুঠো রোদ্দুর/সেদিনের সন্ধ্যাগুলো মনোরম বৈচিত্র্যময়।'
পড়ি কবিতা।
.
মনিরুল মনির
ডালিয়া নাহার
জন্ম : ৫ই মার্চ
ডাঃ নুরুন নাহার ডালিয়া কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন। বাবার চাকুরির সুবাদে তার শৈশব ও বেড়ে ওঠা হ্রদ পাহাড়ে ঘেরা মনোরম কাপ্তাই শহরে। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে ১৯৮৯ সালে এম.বি.বি.এস পাশ করেন। বর্তমানে তিনি চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালে ডেপুটি চিফ মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছেন। ছোটবেলা থেকেই কবিতা ও ছন্দের সাথে তার সখ্য। নিজের পেশাগত ব্যস্ততার ফাঁকে ফাঁকে তিনি কবিতা পড়েন, কবিতা লিখেন। তার লেখা প্রথম কবিতা দৈনিক আজাদী পত্রিকায় প্রকাশিত হয়। দৈনিক আজাদী, দৈনিক পূর্বকোণ সহ বিভিন্ন জনপ্রিয় দৈনিকে লেখা কবিতা বিভিন্ন সময়ে প্রকাশিত হয়েছে। বিভিন্ন সময়ে প্রকাশিত এসব কবিতা থেকে বাছাইকৃত কিছু কবিতা এবং আরও নতুন কিছু কবিতা দিয়ে এই বইটি সাজানো হয়েছে।