ফারহানা আহাসানের কবিতায় নিঃসঙ্গ পাখির চটপট লক্ষ করা যায়। তিনি বলছেন, ‘আড়াল যতো করিস আঁখি/আসবে পালক উড়ে/বাঁধিয়াছি যতো ঘর/হয়ে যাবে সব পর।' আপন এই ভুবনের সারল্য নিয়ে কবি আবার বলছেন, 'ধূসর রঙের মেলা শুধু এক বিন্দু/রৌদ্রমাখা একটি আকাশ চায়'। হয়তো এভাবে মনোসমীক্ষণের উষ্ণতা ছড়িয়ে পড়বে।
নির্দিষ্ট পথের কথা আলোকময় হয়ে রয় কবিতায়। যে পথ চিরকালীন চর্চায় মুখর থাকবে। কলরবে থাকবে নিপুণ এক মনোবীণা। ‘মনোহারী কুসুমকানন' কবির দ্বিতীয় কবিতার বই। এই উজ্জ্বল স্বপ্নপ্রাণ শব্দচর্চা এগিয়ে থাকুক।
..
ফারহানা আহাসান :
জন্ম ১৬ই সেপ্টেম্বর। বাবার চাকরীর সুবাদে দেশের বিভিন্ন অঞ্চলে থাকার সুযোগ হলেও মূলত শৈশব ও কৈশোর কেটেছে ঢাকায়। লেখালেখিই তার প্রথম ভালবাসা। কবিতা লিখতেই বেশি সাচ্ছন্দ্যবোধ করেন। এর পাশাপাশি আবৃত্তি চর্চা, ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফিতেও তার শখ অপরিসীম।
১ ছেলে ও ১ মেয়ের জননী ফারহানা আহসান পেশায় গৃহিনী। স্বামী মোহাম্মদ আশরাফুল আলম এর সাথে বর্তমানে ঢাকায় বসবাস করছেন।
১ম কাব্যগ্রন্থ : এক চিলতে (২০২১)