একটা অনুরণন প্রতিদিন বাজে। বিশদ প্রাণে বাজে। কাঁপে এক অপরূপ ছায়া। মনের গহীনে এই রুপালি ছায়া মিশে যায়।
কামরুন ঋজুর কবিতা ঠিক ছায়া পাখির মতো ওড়ে বেড়ায়। ঠিক, 'সে এখন তোমার পৃথিবী থেকে অনেক দূরে.../অনাহূত এই মৃত্যু- বিভীষিকা আর/হৃদয়ে অতৃপ্ত ভালোবাসা নিয়ে/সে হয়তো তোমার স্মৃতিতে, মননে/বারবার আসবে ফিরে!'
অনুরাগের নূপুর কবিতাগ্রন্থের কবিতা ভাবনায় কবি জীবন থেকে নিংড়ানো আয়োজনকে অব্যাহত রেখেছেন। গভীর বোধ ও বিপন্নতা নিয়েই এই সাধারণপাঠ। এভাবেই হয়তো ভাবতে হয়, প্রেমের কাছে থাকে কিছু বৃষ্টি-সফল দিন। 'স্মৃতিরা ততক্ষণে নিয়েছে বিদায়,/তবু কিছু স্মৃতি থেকে যায় গহীনে/যা মনের মুকুরে প্রতিবিম্বিত হয় বারবার।'
কবির মধ্যে ব্যর্থ দিনের অবসরটুকুই কবিতায় প্রতিফলিত হয়। এই হয়তো স্মৃতিবোধ। সহজ প্রকাশ।