এই যুগে মিউজিশয়ান হয়ে গড়ে ওঠা আসলেই কঠিন। যেটা মোজার্টের সময়কার মিউজিশিয়ানদের জন্য অনেক সহজ ছিল। কারণ তখন মোজার্টের পরিসরে ছিল রাখ, হেইডেন অথবা ভিভালদি প্রমুখ কম্পোজারদের মিউজিক। কিন্তু এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে একজন তরুণকে শুধু পাশ্চাত্যের সঙ্গীতকে ধারণ করতে গেলে বাখ, মোজার্ট, বেতোভেন, শোপা, দেবুসি প্রমুখ ক্ল্যাসিক্যাল কম্পোজারদের কম্পোজিশান হজম করে আবার পা রাখতে হবে 'র্যাগ-টাইম কিং' স্কট-জপলিনের আনন্দময় দ্রুত-লয়ের সঙ্গীতে। তারপর আবার চোখ-কান খাড়া রেখে কুকুরের মতো ঘ্রাণ নিতে নিতে তরী ভিড়াতে হয় লুই আর্মস্ট্রং (কিং অব জ্যাজ)-এর জ্যাজ মিউজিকের জগতে। তারপর আবার নাও ভাসাতে হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী রক ফোক, কান্ট্রি, সোলসহ সর্বদা বাড়ন্ত হাজার রকমের মিউজিকের মোহনায়।
.
তরুণ প্রজন্মের জন্য এই বইটি সুখপাঠ্য হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। ঢাকা তথা বাংলাদেশের আধুনিক সঙ্গীতের শক্তিশালী ও দুর্বল দিকগুলো বুঝতে এবং সর্বোপরি বিশ্ব- সঙ্গীতকে কীভাবে আলিঙ্গন করতে হয়- সেটি জানতে যদি এই বইটি বিশেষ অবদান রাখে, তবে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা সফল বলে বিবেচিত হবে।
.
.
চিরহরিৎ
জন্ম ১৯৭১ সনে, চট্টগ্রামে। লেখালেখির সাথে জড়িত সেই স্কুল জীবন থেকেই । মূলত গান রচনা ও সঙ্গীত চর্চায় জীবনটাকে উৎসর্গ করলেও গল্প আর কবিতার সাথে সখ্যতা কখনও থেমে থাকেনি। গল্প, কবিতা, প্রবন্ধ ও গান মিলিয়ে এই পর্যন্ত প্রকাশিত বইয়ের সংখ্যা নয়টি ।