শূন্যসূত্র (২০২৪)
বিষয়: কবিতা
লেখক: ইউসুফ মুহম্মদ
প্রচ্ছদ: অভিজিৎ মুখার্জি
সংস্করণ: প্রথম প্রকাশ ফেব্রুয়ারি ২০২৪
পৃষ্ঠা সংখ্যা: ২২৪
ভাষা: বাংলা
আইএসবিএন: 978-984-97178-8-1
কখনো মগজের, কখনো বন্ধুদের প্ররোচনা এড়িয়ে যাওয়া দুঃসাধ্য। এমন সুখময় কাঁদে পা দিয়ে নতুন ও পুরাতন কিছু কবিতা নিয়ে এ অপপ্রয়াস। উশকানি পাওয়া আবেগ বয়সের বেড়া ঠেলে কবিতার বই প্রকাশে ঝাঁপ দেয়। বই প্রকাশ মানে পাঠক ও বোদ্ধাদের সামনে পরীক্ষায় অবতীর্ণ হওয়া। ছাত্রাবস্থায় আমার পরীক্ষা ভীতি ছিলো উল্লেখ করার মতো। যে ভয় এখনো বিদ্যমান। এ ধরনের একটি ভীতির মধ্যেই এই বই প্রকাশে হাত দেয়া। বেশকিছু কবিতা বর্জনের তালিকায় ছিলো। তবু বুক শেলফের নানা স্থানে ছড়িয়ে থাকা কবিতাগুলো কুড়িয়ে ধুলো ঝেড়ে এক সঙ্গে বেঁধে দিলাম। কাগজের উচ্চমূল্য ও প্রাসঙ্গিক বিবেচনায় 'শূন্যসূত্র'-এর মলাটে জুড়ে দেয়া হলো তিনটি গ্রন্থ- (ক) 'শব্দ পুড়ে ছাই', (খ) 'টিনের আয়না' ও (গ) '৪৯ বায়ু'। এ গ্রন্থসমূহ আলোয় নিয়ে আসার ক্ষেত্রে আমাকে সবচেয়ে বেশি প্ররোচিত করেছেন কবি ফাউজুল কবির, কবি অজয় দাশগুপ্ত, কবি রিজোয়ান মাহমুদ ও কবি আবু মুসা চৌধুরী। বইয়ের প্রচ্ছদ ও অলঙ্করণের জন্য বিনা বাক্যব্যয়ে নিঃসঙ্কোচে শিল্পকর্ম ও পরামর্শ দিয়ে সহায়তা করেছেন ভারতের প্রখ্যাত শিল্পী অভিজিৎ মুখার্জি। আমি তাঁদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ঋণি হয়ে আছি খড়িমাটির সত্ত্বাধিকারী কবি মনিরুল মনির এবং আমার পাঠকবৃন্দের কাছেও।
.
ইউসুফ মুহম্মদ
ত্রয়ী কাব্যগ্রন্থ
.
“কবিতা তো সম্পর্কের লেনদেন- নির্বাচিত কথামালায়- একান্ত নিজস্ব ভঙ্গিতে। সচেতন মরমি পাঠকের কাছে কবি ইউসুফ মুহম্মদ 'দোহার কবি নামে ইতোমধ্যে খ্যাতি অর্জন করেছেন। ইউসুফ মুহম্মদের চোখে বিস্মিত হওয়ার ও বিস্মিত করার অপরিমেয় ক্ষমতা আছে। তাই তিনি কবি-প্ৰকৃত কৰি। সময়-জিজ্ঞাসা এবং তীক্ষ্ণ সচেতনত বোধ তাঁর কবি ও কাব্য চরিত্র। "বালিতে লিখেছো কত বছরের কথাকলি প্রেম! 'ভুলো না আমায়" অথবা 'টেবিলে সাজানো কেক তার বুক চিরে তুমি স্থাপন করেছ বাতি/ মোমের শিখায় ওড়ে প্রেম, ঘর জুড়ে সন্ধ্যার আরতি'-এ অনন্য আরতি খুব কাছে টানে, মর্মলোকে বাতি জ্বালে উজ্জ্বলিত করে ব্যক্তিপ্রাণ। প্রাণ রসকথা জানে। জানে স্পর্ধার কবি উচ্চারণ—'এখনই তো সময়- আমি হেঁটে গেলে আলোকিত হবে পথ।
ইউসুফ মুহম্মদের এমন উচ্চারণে শক্তি ও বিশ্বাসের প্রকাশ
আছে। ইউসুফ অন্ধকার তাড়ানো শব্দমন্ত্র জানা—কবি
কারিগর। কবির ভেতর জাদু আছে। আমি বিশ্বাস করি, 'শূন্যসূত্র' কাব্যগ্রন্থের জন্য কবি ইউসুফ মুহম্মদকে পাঠক ও নীলিমা মিলে সংবর্ধনা জানাবে। 'শূন্যসূত্র' কাব্যগ্রন্থের বিশেষত্ব এখানেই—এটি ত্রয়ী কাব্য। অর্থাৎ তিনে মিলে এক-তিনভুবনের বোধের জীবন : শব্দ পুড়ে ছাই' 'টিনের আয়না" আর "৪৯ বায়ু'। 'শূন্য' কাব্যে একজন কৰিবার্ণিকের আশ্চর্য প্রশ্নবোধক জিজ্ঞাসার বাণী আছে—আমাদের জন্য, পাঠক ও বিশ্বমানবের জন্য : 'কেউ জেগে আছো? শব্দ করছো না কেন? এ প্রশ্ন কী আমাদের চকিত করে না-টনটন করে না আমাদের হৃদয়।"
..
ফাউজুল কবির