কবিতা কে তিনি মস্তিষ্কের সূক্ষ্ম তন্ত্র থেকে নির্মাণ করেন। প্রচলিত কাব্য ও কাব্য ভাষাকে সচেতনভাবে এড়িয়ে যেয়ে বিজ্ঞান, জীব ও প্রাণ সৃষ্টির বিপুল রহস্য, যুক্তি এবং পরবাস্তব বোধ কে তিনি নিজের অস্তিত্ব ও বিকাশের সমান্তরালে স্থান দেন। তাঁর নিজস্ব জীবন বোধের সাথে কবিতার ভাষা, উপমা, বলার ভঙ্গি ক্রমাগত অনস্তিত্ব থেকে অস্তিত্বের ভেতর আসতে থাকে। তিনি সচেতনভাবেই তাঁর কবিতায় অস্তিত্ববাদ, পরাবাস্তববাদ এবং মরমিবাদ এর পরিমিত মিশ্রণ ঘটিয়েছেন, যেখান থেকে সৃষ্টি হয়েছে তাঁর বিচিত্র এবং ব্যতিক্রম আঙ্গিকের কবিতা। কবিতা বিষয়ক তাঁর চিন্তা, উপলব্ধি, প্রকাশ একান্তই তাঁর নিজের- বৈচিত্র্যময় এবং বেপরোয়া এক সম্ভাবনা। তাঁর কবিতায় জীবনের অর্থ হচ্ছে ক্রমাগত ক্ষত-বিক্ষত হয়েও সামনের দিক পথ চলতে থাকা, এবং জীবন যন্ত্রণাদায়ক হওয়ার পরেও তার সাথে আরও কিছু দূর এগিয়ে যাওয়া, সেই সাথে হারতে হারতে জিতে যাওয়ার সম্ভাবনা তৈরি করা। তিনি সাধারণ জীবন যাপনের বলা এবং না বলার মাঝে থাকা কথার সূক্ষ্ম ফাঁক গুলো পর্যবেক্ষণ করেন এবং তা কবিতায় মূর্ত করে তোলেন। বিষয়ের ভেতর ভাবের বিচিত্র কারুকাজ, বুদ্ধিদীপ্ত, সংযত এবং সংহত আবেগের প্রকাশ তাঁর লেখার বৈশিষ্ট্য। মেদ ও অতি কথনের দোষমুক্ত তাঁর কবিতা সাবলীল এবং প্রাণবন্ত। শব্দ প্রয়োগ তীক্ষ্ণ; তীব্রভাবে তা নিজের ভেতরের অন্তর্নিহিত ভাব প্রকাশ করে। তাঁর কবিতার বিষয়বস্তু নির্বাচন বৈচিত্র্যময়। একটা ক্ষুদ্র কীট থেকে প্রাচীন উপাখ্যান পর্যন্ত তিনি নির্লিপ্তভাবে পরিভ্রমণ করেন। মানুষের শুদ্ধ-অশুদ্ধ দুই ধরনের আবেগ তাঁর কবিতায় মূর্ত হয়ে আছে, একই সাথে ছন্দের ব্যবহার লক্ষণীয়ভাবে দৃষ্টিগোচর হয়। অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত, স্বরবৃত্ত সাথে ফ্রিভার্সও তিনি ব্যবহার করেছেন কবিতার নির্মাণ শৈলীতে।
"মুনির আহমদ"
পিতা: সুলতান আহমদ। মাতা: নূর জাহান বেগম।
জন্ম: ২৬ আগস্ট ১৯৬৩
মঞ্জিল, ৪৩, বাগমনিরাম রোড, চট্টগ্রাম
নূর তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদ বিজ্ঞান বিভাগে কৃতিত্ব সহকারে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
১৯৯১ সনে তিনি বাংলাদেশ চা বোর্ডে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। তিনি বিভিন্ন সময়ে চা বোর্ডের নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
চা বিষয়ে যুক্তরাজ্যের সিলসো কলেজ এবং ভারতের কোথারি এগ্রিকালচারাল ম্যানেজমেন্ট সেন্টারে তিনি উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন।
শ্রীমঙ্গলে অবস্থিত টি মিউজিয়াম প্রতিষ্ঠার সাথে তিনি সরাসরি সম্পৃক্ত ছিলেন। এছাড়াও টি মিউজিয়ামের একটি অংশে তার সংগৃহীত বিভিন্ন ধরনের দুষ্প্রাপ্য কলমের সংগ্রহশালা খোলা হয়েছে।
তিনি চা বোর্ডের উপপরিচালক (পরিকল্পনা) হিসাবে ২০১৫ সালে দায়িত্ব নেন এবং ২৫ আগস্ট ২০২২ অবসর নেন। তার প্রথম কাব্যগ্রন্থ আত্মপ্রতিকৃতি (এপ্রিল, ১৯৯১), দ্বিতীয় কাব্যগ্রন্থ কাঠের পুতুল (অক্টোবর, ১৯৯৫), তৃতীয় কাব্যগ্রন্থ মৃত্যু স্বর্ণলতা (জুন, ২০২৪) ও চতুর্থ কাব্যগ্রন্থ
দীপ্ত হৃৎ-অরণ্য (জুন, ২০২৪), পঞ্চম কাব্যগ্রন্থ আদি ও অন্তিমের সাক্ষাৎ (আগস্ট, ২০২৪) প্রকাশিত হয়।