শিরোনাম : সাম্প্রতিক চৈত্রচর্চা
বিষয় : কবিতা
লেখক : মাহবুবুল ইসলাম
প্রকাশক : খড়িমাটি
প্রচ্ছদ : আল নোমান
প্রথম সংস্করণ : ২০২২
পৃষ্ঠা সংখ্যা : ৪৮
দেশ : বাংলাদেশ
ভাষা : বাংলা
ISBN : 978-984-96406-7-7
শিল্পে ইমেজের অন্তরঙ্গ রূপের কদর্য বেশি। কবিতাও তেমন। শব্দে শব্দে ইমেজ। যার কারণে কবিতা মুক্ত ডানায় ভর করে পাঠকের মনে পৌঁছায়। শব্দের ওজন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কবিতায় কল্পনা ও সচেতন আর্তি-মুগ্ধ অভিজ্ঞতা সকলের মধ্যে প্রাণ সঞ্চার করে।
মাহবুবুল ইসলামের কবিতার বই সাম্প্রতিক চৈত্রচর্চা বহুরূপ-গন্ধ-অনুভূতির সহজাত প্রকাশ। তিনি জীবনের প্রকাশশৈলিকে কবিতায় এনেছেন। শব্দের অন্তরঙ্গ রূপ যারা আস্বাধন করতে চান, তাদের কাছে এ কবিতাগুলো হাওয়ামণ্ডলের আনন্দস্রোত বলে আবর্তিত হবে।
শব্দ যখন চিন্তাচর্চার নন্দন নিয়ে উপস্থাপিত হয়, তখন পাঠকেরও চৈতন্যের নানা ক্রিয়া ঘটে। এটাই কবিতার টান। আর আমরা জানি কবিতা সভ্যতাকে বদলে দেয়। মানুষও বদলে যায়, বলা যায় আরও পরিণত হয়।
তাই কবিতামনষ্ক মানুষের অনবদ্য পাঠ- আয়োজনে এই বইটি অন্তর্ভুক্ত হতে পারে।
.
মনিরুল মনির
কবি
মাহবুবুল ইসলাম
তাঁর জন্ম কুষ্টিয়া জেলার রমানাথপুর গ্রামে। কৈশোরেই লেখাকালের শুরু। অভিষেক বাংলা একাডেমির ধান শালিকের দেশ পত্রিকায়। এরপর স্থানীয় এবং জাতীয় দৈনিক, সাপ্তাহিক ও মাসিকে প্রায় নিয়মিত ছিলেন।
একসময় অনাকাঙ্ক্ষিত আত্ম-বিবাদে থেমে যান তিনি। দীর্ঘ প্রকাশবিমুখতার পরে ফিরেছেন প্রাক্তন অনুভবে, নতুন গন্তব্যের অনুসন্ধানে।
কবিতা, গল্প, উপন্যাসের পাশাপাশি ছড়া লিখছেন তিনি। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ:
সুতোয় বাঁধা একটি দুপুর
যে নদী বঙ্গতীর্থে
গল্পগ্রন্থ:
সমান্তরাল ছায়াসমষ্টি
ছড়াগ্রন্থ:
উল্টো আঙুল
সম্পাদিত সংকলন: বেরঙ, মৃত্তিকা