শিরোনাম : সবুজ মেঘলা
বিষয় : উপন্যাস
লেখক : শাহানা চৌধুরী
প্রকাশক : খড়িমাটি
প্রচ্ছদ : সাইমুম সোহরাব
প্রথম সংস্করণ : ২০২২
পৃষ্ঠা সংখ্যা : ৭২
দেশ : বাংলাদেশ
ভাষা : বাংলা
ISBN : 978-984-96406-5-3
প্রাণচাঞ্চল্য আর উদ্দামতায় ভরপুর এটি শাহানা চৌধুরীর দ্বিতীয় উপন্যাস। প্রথম উপন্যাস সোনার নাকফুল-এর সাফল্যের পর তিনি সমানে লিখে যাচ্ছেন। কবিতা, গান, ফটোগ্রাফি, চিত্র, সংবাদপত্র, টেলিভিশন সাহিত্যের সকল শাখায় তার বিচরণ প্রশংসনীয়।
সবুজ মেঘলা মূলত পারিবারিক সম্প্রীতি আর মিষ্টি মধুর ট্র্যাজে-কমেডি উপন্যাস। এই শূন্যগর্ভ মর্তে প্রচার সর্বস্বতার যুগেও প্রবাসী লেখিকা শাহানা চৌধুরী আপন প্রতিভার বলে একটু একটু করে তার আকাঙ্ক্ষিত স্থান অধিকৃত করে নিচ্ছেন।
অন্যরকম করে গল্প বলায় তিনি দক্ষ। সামান্য কথা তার বলার ধরনে অসামান্য হয়ে যায়। গল্পের নায়িকা মাহির আকস্মিক মৃত্যুর মধ্যদিয়ে উপন্যাসটি শেষ হলেও মাহি আমাদের শিখিয়ে দিয়ে যায় কীভাবে জীবন যাপন করতে হয়। সবুজ মেঘলা উপন্যাসের পাঠক প্রিয়তা কামনা করছি।
শাহানা চৌধুরী
জন্ম: যশোর, বাংলাদেশ
বাবা: শহীদুল ইসলাম চৌধুরী
মা: মনোয়ারা চৌধুরী
প্রকাশিত বই:
বিবর্ণ ক্যানভাস (কাব্যগ্রন্থ, ২০১৭)
প্রিয় রবি (কাব্যগ্রন্থ, ২০১৮)
সোনার নাকফুল (উপন্যাস, ২০১৯)
তিনি একাধারে একজন গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী, চিত্রশিল্পী, সংবাদ পাঠিকা তার জনপ্রিয় গানগুলির মধ্যে: ঈদ এসেছে, কেনো যাও দূর সুদূরে, ডাগর ডাগর চোখ ইত্যাদি উল্লেখযোগ্য।
অস্ট্রেলিয়া প্রবাসী খ্যাতনামা, মাল্টি-ট্যালেন্টেড এই লেখিকা ব্যক্তিগত জীবনে এমবিএ সম্পন্ন করে ফটোগ্রাফি বিষয়ে সাউথ এশিয়ান ইন্সটিটিউট (পাঠশালা)-এ ট্রেনিং নেন, ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে আলিয়স ফ্রঁসেজ এবং ইন্সপিরেশন ইন্সটিটিউট অব ডিজাইন অ্যান্ড টেকনোলজি থেকে ডিপ্লোমা করেন।
সিডনির জনপ্রিয় বাংলা টিভি চ্যানেলগুলোর পারফর্মার এবং একটি সাহিত্য বিষয়ক অনলাইন পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি 'প্রহর' নামে একটা মিউজিক প্রোডাকশন হাউসের কর্ণধার।