এক ছিলিমের দম আছে
বিষয় : কবিতা
লেখক : গোঁসাই পাহ্লভী
প্রচ্ছদ : মুজিবুল হক
সংস্করণ : ফেব্রুয়ারি ২০১৯
পৃষ্ঠা সংখ্যা : ৬৮
ভাষা : বাংলা
আইএসবিএন : ৯৭৮-৯৮৪-৮০৫২-৪৩-৩
ব্রহ্মাণী জগতের সৃষ্টি করিতেছেন, ব্রহ্মা কখনই সৃষ্টি করিতে সমর্থ হয়েন না, অতএব মহেশ্বরি! ব্রহ্মা শব সন্দেহ নাই। বৈষ্ণবী-শক্তি রক্ষা করিতেছেন, বিষ্ণু কখনই রক্ষা করিতে সমর্থ নহেন, অতএব মহেশ্বরি! বিষ্ণু প্রেত সন্দেহ নাই। দেবি! রুদ্রাণী সংহার করিতেছেন, রুদ্র কখনই সংহার কার্য্যে সমর্থ হয়েন না, অতএব মহেশ্বরি! রুদ্রও শব সন্দেহ নাই। ফলতঃ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর প্রভৃতি সকলেই জড়স্বরূপ; কারণ, শক্তি ব্যতিরেকে কেহই কোন কার্য্য করিতে সমর্থ নহেন। বস্তুতঃ শক্তিসমবেত ব্রহ্মা সৃষ্টি করেন, শক্তিসমবেত বিষ্ণু পালন করেন, শক্তিসমবেত রুদ্র সংহার করিয়া থাকেন; শক্তি ব্যতিরেকে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরকে যেরূপ জড় বলা যায়, ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর ব্যতিরেকে শক্তিকেও সেইরূপ জড়স্বরূপ বলা যাইতে পারে; কারণ, শক্তি ও শিব পরস্পর পৃথক হয়েন না, উভয়ের অবিনাভাব সম্বন্ধ মূলপ্রকৃতি হইতে জগতের চরমসৃষ্টি পর্যন্ত চলিয়া আসতেছে।
গোঁসাই পাহলভী :
জন্ম: ১ মার্চ ১৯৮৩
প্রকাশিত বই-
সংবিধিবদ্ধ সংবিধান (২০০৯)
ভাবসম্প্রসারণ (২০১৫)
কা ফের (২০১৮)
তথ্যচিত্র-
গোষ্ঠলীলা (২০১৪)
সুগন্ধা (২০১৭)
শিল্পকর্ম প্রদর্শনী-
মেটা লু (২০১৫)
মূলাধার (২০১৬)
সুগন্ধা (২০১৭)