ঘুমের বাজার
বিষয় : কবিতা
লেখক : নাজিমুদ্দীন শ্যামল
প্রচ্ছদ : মোস্তাফিজ কারিগর
সংস্করণ : ফেব্রুয়ারি ২০১৬
পৃষ্ঠা সংখ্যা : ৪৮
ভাষা : বাংলা
আইএসবিএন : ৯৭৮-৯৮৪-৯১৪৯৮-৪২
এই সময়ের কবিতার ধারায় নাজিমুদ্দীন শ্যামল সরল কাব্যভঙ্গি নিয়ে বোধের চূড়ায় পৌছে গেছেন। তাঁর কবিতার গভীরতা মৌলিক ও জীবনলগ্ন।
ঘুমের বাজার তাঁর এগারতম কবিতার বই। এখানে মায়া-জীবন ও সংসারকে অনুষঙ্গ করে যেন অনূদিত করে চলেছেন প্রতিদিনের অনুবোধ কবিতার খাতায়।
তিনি সেই আশির দশকের শেষার্ধে কবিতা ও রাজনীতিকে মূলধারাপাতে এনে যাত্রা শুরু করেছিলেন। প্রথম কবিতার বই বেরিয়েছিল ১৯৮৮ সালে। কবিতা, নাটক ও চলচ্চিত্র আন্দোলনে সক্রিয় ছিলেন। এই ধারাবাহিকতায় পয়েটিক প্ল্যাটফর্মে তাঁর শক্ত ভিত আমরা দেখতে পাই।
ছন্দ নয়, তত্ত্ব নয়, শুধু জীবন ও তাঁর যাপিত স্বপ্নগুলো অসীম ভালোবাসা ও বিশ্বাসে কবিতায় নির্ণায়ন করেছে তিনি। রাজনীতি, মানবিকতা ও ব্যাক্তিগত সততার বিশ্বাস তাঁর কবিতাকে অনন্য দর্শনে ঋদ্ধ করেছে। ফলে নাজিমুদ্দীন শ্যামলের কবিতা হয়তো পাঠককে ছুঁয়ে যাবে কিংবা কবিতা নিয়ে নতুন ভাবনার জগতে নিয়ে যেতে সমর্থ হবে।
...
মনিরুল মনির
নাজিমুদ্দীন শ্যামল
জন্ম: ১০ সেপ্টেম্বর ১৯৬৮ গোলআরব চৌধুরী বাড়ি, সফিনগর, পশ্চিম ধলই হাটহাজারী, চট্টগ্রাম। সমুদ্র তীরবর্তী পতেঙ্গায় তাঁর বেড়ে ওঠা। পিতা প্রকৌশলী এস এম এ বারী মাতা বেগম নীলুফা বারী
পড়াশোনা ইস্টার্ন রিফাইনারী মডেল হাইস্কুল, হাজী মুহম্মদ মহসিন কলেজ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে। তিনি ১৯৯০ -এর স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম ছাত্রনেতা।
তিনি দুই দশকেরও বেশি সময় ধরে সাংবাদিকতায় যুক্ত আছেন। তিনি মুক্তকণ্ঠ ও দি ইন্ডিপেনডেন্ট-এর ব্যুরো প্রধানের দায়িত্ব পালন করেছেন। তিনি দি এশিয়ান এইজ ও দৈনিক সকালের খরব-এর চট্টগ্রাম ব্যুরো প্রধান ও থমসন রয়টার্স-এর চট্টগ্রাম করসপন্ডেন্ট হিসেবে দায়িত্বে আছেন।
তিনি চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের দুই দুইবার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কার্যকরী পরিষদের সদস্য ছিলেন। তিনি চট্টগ্রাম চলচ্চিত্র সংসদের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘ দেড় দশক তিনি চলচ্চিত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। সেই সময় তিনি নাট্য আন্দোলনের সাথে যুক্ত ছিলেন।