হে সংসার হে লতা
বিষয় : কবিতা
লেখক : অভীক ওসমান
প্রচ্ছদ : খালিদ আহসান
সংস্করণ : ফেব্রুয়ারি ২০১৬
পৃষ্ঠা সংখ্যা : ৪৮
ভাষা : বাংলা
আইএসবিএন : ৯৭৮-৯৮৪-৯২০০৫-৭-৪
এক গভীর নিশিথে দোভাষীদের লঞ্চ তাকে গ্রাম থেকে বিচ্ছিন্ন করেছিল। সেই থেকে নিখিল জীবনের ক্রন্দন গ্রাম, শংখ ও তার জনপদ। নগরকে তিনি ভাবেন 'ইলেকট্রিকের তার ও একটি কাক' বসে আছে। নগরে যখন এলো তখন তপ্ত হচ্ছে রাজনীতির কড়াই। অভীক ওসমান ১৯৬৯ এর কৃষ্টি আন্দোলনে পথে নামেন, মুক্তিযুদ্ধ, তারপর সুখ সাম্যের আন্দোলনে এ যাবত। তার আর ঘরে ফেরা হয় না। এক্সপেরিমেন্টাল থিয়েটার মুভমেন্টের আর্টিজান। শিক্ষকতা দিয়ে শুরু করে দেশের তরুণতম অধ্যক্ষ পদে বসেন। এরপর ১৬ বছর শতবর্ষী ট্রেডবডি চিটাগাং চেম্বারের 'সচিব ও প্রধান নির্বাহী' সহ টানা তিন দশক ধরে কাজ করেন। পেশার এই স্কুলিং সাহিত্যের ছাত্র হয়েও তার আগ্রহ ইকনমি ও ডেভলপমেন্ট স্টাডিজে। অমিত আবেগে মোগল অশ্বারোহী ও স্বাপ্নিক। তিনি ভ্রমণে ও পাঠে বৈশ্বিক নাগরিক। অবসর নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগে অতিথি শিক্ষকতা করছেন। তার প্রিয়তম উষ্ণতা সর্বভূক অধ্যয়ন। একা সম্রাট, স্বরাটের মতো বাঁচতে পছন্দ করেন।
..
মনিরুল মনির
.
অভীক ওসমান :
১৯৫৬ সালে চট্টগ্রামের চন্দনাইশের বরমায় জন্মগ্রহণ করেন তিনি।
তিনি ‘দেশ কৃষ্টি’ গ্রন্থবিরোধী আন্দোলন, একাত্তরে মুক্তিযুদ্ধে অংশ নেন। সত্তর দশকের তুখোড় ছাত্রনেতা শিক্ষকতা দিয়ে তার জীবন শুরু করলেও পরবর্তীতে চিটাগাং চেম্বার সচিবালয়ে সচিব ও প্রধান নির্বাহী হিসেবে তিন দশক দায়িত্ব পালন করেন।
এ সময় নির্বাহী হিসেবে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নির্মাণ, সিআইটিএফ আয়োজনসহ আর অ্যান্ড ডি, পিআর অ্যান্ড পাবলিকেশন্সে নতুন মাত্রা যুক্ত করেন। চেম্বারে তিনি জার্মান প্রকল্পগুলো, ওয়ার্ল্ড ব্যাংক, নেদারল্যান্ডসের পাম ইত্যাদি প্রকল্পের প্রধান ছিলেন। তা ছাড়া জাপান, আমেরিকাসহ এশিয়ার দেশগুলোতে বিভিন্ন ফেলোশিপ নিয়ে ম্যানেজমেন্ট, ইনফরমেশন ডিসিমিনেশন, মানবসম্পদ ইত্যাদির ওপর বিভিন্ন কোর্স সম্পন্ন করেন। একই সময় ক্ষুদ্র ও মাঝারি নারী শিল্পোদ্যাক্তাদের বিকাশে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন।
বর্তমানে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অতিথি শিক্ষক। জিপিএইচ ইস্পাতের মিডিয়া অ্যাডভাইজার হিসেবে কর্মরত আছেন।
গদ্য গবেষণা-মুক্তিযুদ্ধ-মনীষীদের জীবন ও কর্ম সম্পাদনা, নাটক, কবিতা নিয়ে তার প্রকাশিত বইয়ের সংখ্যা ১৮। বর্তমানে তিনি নিওনরমাল ইকোনমি, একবিংশের বৈশ্বিক ও সামগ্রিক অর্থনীতির ওপর লেখালেখি করছেন। তিনি চবি নাট্যকলা বিভাগ, চসিক সাহিত্য পুরস্কারসহ বিভিন্ন পদক ও সন্মাননায় ভূষিত হয়েছেন।
গ্রন্থসমূহ -
প্রবন্ধ: গদ্যকথা, পৃথিবীর করুণ ডাঙ্গায় প্রয়াত ৫ ও ইবসেন
কাব্যগ্রন্থ: বিষাদের জার্নাল শুধু তোমার জন্যে ওই অরণ্যে হে সংসার হে লতা
নাটক: রাতফেরার, অবশেষে জেনারেল শংখ উপাখ্যান অভীক ওসমানের ৩ নাটক
সম্পাদনা: চির উন্নত শির
মোতাহের হোসেন চৌধুরীর অপ্রকাশিত গান ও কবিতা মাওলানা মনিরুজ্জামান এছলামাবাদীর অপ্রকাশিত হতাশ জীবন ও অন্যান্য প্রসঙ্গ
মুক্তিযুদ্ধ: শহীদ মেজর নাজমুল হক: ৭ নম্বর সেক্টর কমান্ডারের উপাখ্যান
সম্মাননা
নাগরিক সংবর্ধনা (১৯৯৯)
চির উন্নত শির গ্রন্থ সম্পাদনার জন্য নজরুল পদক (২০০৭)
গণনাটকের জন্য একুশে পদক (২০০৫)
গণায়ন নাট্য সম্প্রদায়ের ৪০ বছর পূর্তিতে নাট্য ব্যক্তিত্ব হিসেবে সম্মাননা (২০১৫) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগ সম্মাননা (২০১৫)
চট্টগ্রাম সিটি কর্পোরেশন সাহিত্য পুরস্কার (২০১৭)