চরণে ঘুঙুর
বিষয় : কবিতা
লেখক : স্বাগত ধর
প্রচ্ছদ : উত্তম সেন
সংস্করণ : ফেব্রুয়ারি ২০১৮
পৃষ্ঠা সংখ্যা : ৬৪
ভাষা : বাংলা
আইএসবিএন : ৯৭৮-৯৮৪-৯৩৪২৭-৮-৬
বেড়ে ওঠার সময়ে, কখনো মাটি হতে চেয়েছে শস্য ফলানোর জন্য, কখনোবা জল হয়ে সেচ দিয়েছে অনুর্বরকে উর্বর করতে, আবার কখনোবা অগ্নি হয়ে পুড়িয়ে দিয়েছে যত নষ্ট-পচা-গলা, কখনো কখনো বায়ু হয়ে উড়িয়ে দিতে চেয়েছে আবর্জনাকে, আবার আঁধার তাড়াতে হয়েছে আলো। অবশেষে কনকও হতে চেয়েছিল। কনক হতে পারেনি বটে, কনকের আভায় কৃষানির হাঁড়িতে অন্ন ফুটাতে চেষ্টা করে যাচ্ছে কবি।
বৃক্ষ-লতা-পাতা, পাহাড়, সমুদ্র তথা প্রকৃতিতেই ভাবের সংসার। অত্যধিক আড্ডাবাজী স্বভাব কবিতার বিষয় নির্ধারণে প্রভাবক হিসাবে কাজ করে। লেখার উৎসাহ উদ্দীপনা নিত্যদিনের জীবন সংস্কৃতি থেকেই হয় সুস্থির। প্রেরণা যুগিয়েছে অগ্রজ-অনুজ সমকালীনরা; বন্ধু শাহরিয়ার পারভেজ, সাইসিং অং, সঞ্জয় ঘোষ, কবিপত্নী প্রিয়াংকা নাগ ও শিল্পী উত্তম সেন তাদের মধ্যে অন্যতম। ২০০৩ সালে দৈনিক আজাদী'র আজমিশালীতে 'আলো জ্বালাবার দায়' ছোটগল্প-ই প্রথম আনুষ্ঠানিকভাবে প্রকাশিত কোনো লেখনী; যা ছিল অগ্রজ প্রাবন্ধিক- সাংবাদিক সিদ্দিক আহমেদের জোর আবদারে বিণীত আত্মসমর্পন।
স্বাগত ধর :
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর গ্রামে জন্মগ্রহণ করেন ১৯৭৪ সালে। মাতা রত্না ধর ও পিতা সুনীল ধর উভয়ই অবসরপ্রাপ্ত শিক্ষক। তাঁর পেশাগত জীবনও শুরু হয় শিক্ষকতা দিয়ে, বর্তমানে তিনি একজন উন্নয়ন কর্মী; কর্মরত আছেন মুক্তি কক্সবাজার এ প্রোগ্রাম ম্যানেজার হিসাবে। কর্মক্ষেত্রের কারণে কক্সবাজারে সাময়িক বসবাস। হৃদয়ে বান্দরবান- প্রাণের শহর; আবাসের জন্য স্বস্তিদায়ক অনন্য স্থান শঙ্খ নদীর পাড়ে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে তিনি বিপণন বিদ্যা বিভাগে বিবিএ, এমবিএ করেন বিশ্ববিদ্যালয়ের ২৮তম ব্যাচে। পরবর্তীতে ২০০৯ সালে এশিয়া ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে সমাজতত্ত্ব ও নৃবিজ্ঞান বিষয়ে আবারও এমএসএস করেন এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে প্রফেশনাল ডিগ্রি লাভ করেন ২০১৩ সালে। ২০১০ সালে কানাডার EQUITAS এ মানবাধিকার শিক্ষা নিয়ে স্বপ্নকালীন কোর্স সম্পন্ন করেন। এবং একই বছর আমেরিকার হাওয়াই ইউনিভার্সিটির ইস্ট ওয়েস্ট সেন্টারের আমন্ত্রণে এডুকেশন আউটরিচ প্রোগ্রামের অধিনে এডুকেটর হিসাবে ১২ দিনের শিক্ষা কার্যক্রমে যোগদান করেন। উন্নয়ন গবেষণার কাজে তিনি শ্রীলংকা, ভারত, ফিলিপাইন ও থাইল্যান্ডেও ভ্রমণ করেন বিভিন্ন সময়।