নৈঃশব্দের মানুষেরা
বিষয় : গল্প
লেখক : রফিকুল আনোয়ার রাসেল
প্রকাশক : খড়িমাটি
প্রচ্ছদ : আল নোমান
প্রথম সংস্করণ : ২০২১
পৃষ্ঠা সংখ্যা : ৮৪
দেশ : বাংলাদেশ
ভাষা : বাংলা
ISBN : 978-984-8241-76-9
গল্প বলা থেকে শুরু। দৃশ্যের পর দৃশ্য। একদম সিনেমার মতো। রফিকুল আনোয়ার রাসেল সিনেমার মানুষ। মনেপ্রাণে তিনি গল্প লালন করেন। জীবনের গল্প, বোধবুদ্ধি ও চিন্তা চর্চার গল্প। বলে যেতে চান- মানুষের অন্তর্গত আলোড়ন, আক্ষেপ ও প্রেরণার মিশ্রণ।
নৈঃশব্দ্যের মানুষেরা রফিকুল আনোয়ার রাসেলের প্রথম গল্পগ্রন্থ। এত এত মানুষ, তবুও কোথাও এক পশলা নিরবতা ছেয়ে থাকে। কেউ একা থাকে, কেউ একা রেখে যায় কিছু অনুধ্যান। সেই আলাদা মানুষ কিংবা ভিন্ন মানুষের জগতে ছড়িয়ে থাকে বহু কথা। তা নিয়ে এই বইয়ের গল্প। এ বইয়ের নাম।
তিনি দীর্ঘদিন ধরে গল্প লিখছেন। এর মধ্যে বেশ কটি গল্প বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে। পাঠকের প্রতিক্রিয়াও তাকে অনুপ্রাণিত করেছে। এই জীবন, এই পরিপার্শ্ব। এখান থেকে স্বল্প পরিসরে অনুভূতি ধরে রাখতে চান। যা অনুসরণ করবে সচেতন কিছু মুহূর্ত।
¦¦¦¦
মনিরুল মনির
রফিকুল আনোয়ার রাসেল :
জন্ম ১৫ অক্টোবর, ১৯৭৮ সালে চট্টগ্রাম জেলায়। ইংরেজি সাহিত্যে এম এ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে। পেশায় চলচ্চিত্র নির্মাতা এবং শিক্ষক।
১৯৯৮ সাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্র আন্দোলনের সাথে যুক্ত হন। ২০০৬ সালে চট্টগ্রামে প্রতিষ্ঠা করেন 'অযান্ত্রিক' নামের ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ সেন্টার। ২০০৮ সালে 'হাইজ্যাক' নামের স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্রের মাধ্যমে তিনি চলচ্চিত্র নির্মাণের সাথে যুক্ত হন। ধীরে ধীরে তথ্যচিত্র, টিভি প্রোডাকশন এবং নানা স্বল্পদৈর্ঘ্য কাহিনীচিত্র নিয়ে কাজ করেন। সময়, তাড়া, দেয়াল, লাইটম্যান ইত্যাদি স্বল্পদৈর্ঘ্য কাহিনীচিত্রের তিনি চিত্রনাট্যকার, চিত্রগ্রাহক, অভিনয় এবং প্রযোজনাসহ নানাভাবে যুক্ত থাকেন। চলচ্চিত্র পাঠ ও নির্মাণ বিষয়ে তিনি সমালোচক এবং স্বাধীন গবেষক হিসেবে কাজ করে চলেছেন।
২০১৪ সালে তিনি 'দ্য অ্যাডভেঞ্চারার' চলচ্চিত্রের মাধ্যমে দেশে বিদেশে পরিচিতি লাভ করেন। ২০১৫ সালে উক্ত চলচ্চিত্রের জন্য মুক্তিযুদ্ধের ইতিহাস প্রতিযোগিতায় শর্টফিল্ম বিভাগে শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ২০১৯ সালে কলকাতায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কো প্রোডাকশন মার্কেট ডক এজ ২০১৯ সেশনে অংশগ্রহণ করেন, এরপর বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘরের 'এক্সপজিশন অফ ইয়াং ফিল্ম ট্যালেন্ট', ২০১৯ কর্মশালা প্রতিযোগিতায় 'আ মেন্ডলিন ইন এস্কাইল' তথ্যচিত্র প্রজেক্টের জন্য 'সেরা প্রজেক্ট' পুরস্কার জয়লাভ করেন। ঢাকা ডকল্যাব ২০১৯ সেশনে একই প্রজেক্টের জন্য প্রশংসিত হন। ২০১৯ এর নভেম্বরে ভারতে গোয়া আন্তর্জাতিক কো প্রোডাকশন মার্কেট ফিল্ম বাজারে তার পূর্ণাঙ্গ সাইকো থ্রিলার কাহিনীচিত্র 'স্বপ্নচারী'র জন্য 'প্রডিউসারস ওয়ার্কশপ' নির্বাচিত হন। বর্তমানে টিভি, অনলাইন এবং চলচ্চিত্রে পেশাদার চিত্রনাট্যকার এবং চলচ্চিত্র নির্মাণ প্রক্রিয়ার সাথে যুক্ত আছেন। নির্মাণের পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসবে চলচ্চিত্র বিষয়ে পাঠ দান করে আসছেন।