এইসব নিভৃত কুহক
বিষয় : উপন্যাস
লেখক : আকিমুন রহমান
প্রচ্ছদ : রাজীব দত্ত
সংস্করণ : ফেব্রুয়ারি ২০২০
পৃষ্ঠা সংখ্যা : ৮৮
ভাষা : বাংলা
আইএসবিএন : ৯৭৮-৯৮৪-৯২৯০১-৩-১
এইসব নিভৃত কুহক-এ গল্পকার মূর্ত করে তুলেছেন অমল আলো, সুদূর সুগন্ধ, অপার্থিব ইন্দ্রধনু আর স্বপ্নবাসনা। জীবনের প্রাত্যহিক রৌদ্রগন্ধ, কোলাহল, স্বেদ, বৃষ্টি, ক্ষুধার ভেতরে ক্রমে লুপ্ত হয়ে যায় যে দূর স্বপ্নবাসনা, তাকে শিল্পিত বাক্যে আমাদের ইন্দ্রিয়সকলের নিকট থেকে নিকটতর করে তুলেছেন লেখক; এই গল্পগ্রন্থে।
এই বইয়ের গল্পগুলো দূর প্রাচীন এক পৃথিবীর প্রেক্ষাপটে রচিত। সেইখানে ঋজু প্রাসাদ, সমাহিত আচার্য, সাধনার পথপরিক্রমণ, জ্ঞানতপস্যা, প্রণয়ব্যাকুলতা আর প্রাত্যহিকতাময় দৈনিন্দিন। সেইখানে এই সব প্রকাশ্যের ভেতরে আছে গোপন শঠতা ও বিশ্বাসহননের শিল্পকলা। আছে ধস। আছে তোষামদ। আছে ন্যায় ও শুদ্ধতার পরাজয়। এমনটা ঘটে চলেছে সভ্যতার সহস্র সহস্র বছর ধরে। এমনটি ঘটছে এখন! এই এখনো!
চিরকালের সেই সঙ্কট ও পচন ও যন্ত্রণার গল্প আছে এইখানে। গল্পে গল্পে আছে নিদানের সন্ধানও।
এতো শিল্পিত স্বাদু গদ্য- বিরল এই বঙ্গে। এতো সুষমা ও সৌন্দর্যসৃজন ও সত্যদর্শন- দুর্লভ এই ভূখণ্ডে।
আকিমুন রহমান :
ড. আকিমুন রহমানের জন্ম ১৯৬০ সালে নারায়ণগঞ্জে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে পিএইচডি করেছেন বহুমাত্রিক লেখক ড. হুমায়ুন আজাদের তত্ত্বাবধানে। গবেষণাপত্রটি ‘আধুনিক বাংলা উপন্যাসে বাস্তবতার স্বরূপ (১৯২০-৫০)’ নামে গ্রন্থাকারে প্রকাশিত হয় বাংলা একাডেমি থেকে। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে: বিবি থেকে বেগম, আধুনিক বাংলা উপন্যাসে বাস্তবতার স্বরূপ, সোনার খড়কুটো, পুরুষের পৃথিবীতে এক মেয়ে, রক্তপুঁজে গেঁথে যাওয়া মাছি, এইসব নিভৃত কুহক, জীবনের পুরোনো বৃত্তান্ত, নিরন্তর পুরুষ ভাবনা, পৌরাণিক পুরুষ, বাংলা সাহিত্যে বাস্তবতার দলিল (১৩১৮-১৩৫০ বঙ্গাব্দ), সাক্ষী কেবল চৈত্রমাসের দিন আদিপর্ব, যখন ঘাসেরা আমার বড়, অচীন আলোকুমার ও নগণ্য মানবী ইত্যাদি।
ড. আকিমুন রহমান লেখালেখির পাশাপাশি বর্তমানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে অধ্যাপনা করছেন।
প্রকাশিত গ্রন্থ সমূহ:
আধুনিক বাংলা উপন্যাসে বাস্তবতার স্বরূপ (১৯২০-৫০)
সোনার খড়কুটো
বিবি থেকে বেগম
পুরুষের পৃথিবীতে এক মেয়ে
রক্তপুঁজে গেঁথে যাওয়া মাছি
জীবনের রৌদ্রে উড়েছিলো কয়েকটি ধূলিকণা
পাশে শুধু ছায়া ছিলো
জীবনের পুরোনো বৃত্তান্ত
নিরন্তর পুরুষভাবনা
যখন ঘাসেরা আমার চেয়ে বড়ো
পৌরাণিক পুরুষ
বাংলা সাহিত্যে বাস্তবতার দলিল (১৩১৮-১৩৫০ বঙ্গাব্দ)
সাক্ষী কেবল চৈত্রমাসের দিন