মুদ্রিত কামনা থেকে
বিষয় : কবিতা
লেখক : রিজোয়ান মাহমুদ
প্রকাশক : খড়িমাটি
প্রচ্ছদ : মোস্তফিজ কারিগর
প্রথম সংস্করণ : ২০২০
পৃষ্ঠা সংখ্যা : ৬৮
দেশ : বাংলাদেশ
ভাষা : বাংলা
ISBN : 978-984-8241-10-3
প্রকৃত কবির গন্তব্য কোথায়? ক্রম নিমগ্নতায়-অবিরাম ঋন্ধ মগ্নতার আনন্দ মুদ্রণের প্রলুব্ধ বিস্তারে। সমুজ্জ্বল আবিষ্কারের অভিজ্ঞতায় ভ্রমণে-ভ্রমণে আর শব্দব্রহ্মে নন্দিতস্পন্দিত আলোক-আত্মার নগ্নমগ্ন সুন্দর বিতরণে। কবি সুন্দরের কাজ একটাই-জীবন স্বপ্ন ও বাস্তবকে বোধ আর বোধির আপ্যায়নে আলিঙ্গন করা-সৃজন করা। সৃজনই কবিতা। কবিতা কবির ধ্যানলব্ধ অমৃত বচন। রিজোয়ান মাহমুদ ষোলোআনা কবি। চয়নে বয়নে বোধে ছন্দে পারঙ্গম কবি। রিজোয়ান ইতোমধ্যেই নিজেকে স্বীকৃত ও নির্বাচিত করেছেন বাংলা কবিতায় এক অপরিহার্য কবিতালেখক হিসাবে। রিজোয়ানের কবিতা পাঠকের অন্বেষণ চেতনা ও বোধের মাত্রা দাবি করে। তার কবিতায় আত্মমগ্ন আত্মলগ্ন জীবনের পরিশ্রুত ছবি আছে। আছে জীবনের প্রকৃতি-প্রকৃতির জীবন। আছে প্রাণবন্ত কথানক। শহর গ্রাম দেশ মানুষসহ মিলেমিশে পারিবারিক ও সামাজিক জীবনের অন্তর্গত কথন।
মুদ্রিত কামনা থেকে কাব্যগ্রন্থ রিজোয়ান মাহমুদের ষষ্ঠ কাব্যগ্রন্থ। ৩০টি সনেট আর পাশাপাশি স্কেচ অলংকরণ সমৃদ্ধ অতলান্তিক স্বপ্ন কামনার চেতন অবচেতন শিল্প ঋদ্ধ মুদ্রণ এই কাব্যগ্রন্থ। আমরা জানি কবিতা বন্ধন মুক্তির প্রার্থনায় যেমন দ্রোহী-বিদ্রোহী হয়েছে আত্মবিকাশে তেমনি বন্ধনের ভেতরেও মুক্তির আনন্দে খুঁজেছে। রেঁনেসা ও মানবচিত্ত মুক্তির স্বাপ্নিক পথিকৃৎ পেত্রার্ক প্রথম সনেটের বন্ধনের ভেতরে আনন্দ ও মুক্তির স্নান করেছেন। তারপর দীর্ঘ পরিক্রমায় সনেট আজ বন্ধনের ভেতরেও বহুকবির সাধনায় বহুরূপী হয়ে উঠেছে। আমার মনে হয় এবং বিশ্বাস করি-কবিদের কিছু একান্ত কথা বলবার থাকে যা সনেটের ফ্রেমের বন্ধনের মধ্যেই শোভন লোভন হয়ে ওঠে-চিরন্তনের বাক্যবন্ধ হয়ে স্মরণে জেগে থাকে। যদিও জানি সনেটে সিদ্ধি অর্জন কঠিনের কাজ-কিন্তু অসম্ভব আসাধ্য তো নয়। সেই সাক্ষ্য তো বাংলা কাব্যেই আছে অনেক। কবিতার বিষয়ও কাঠামোর সংশ্লেষ বুননে রিজোয়ানের সিদ্ধি আছে একথা আবেগী প্রশংসা নয় বা অতি কথন নয়। সনেটের চলন-বলন কথন অংকনে রিজোয়ানের সহজাত এবং অর্জিত শক্তি আছে। তার সনেট সে সচ্ছলতার দাবি করতে পারে। সে দাবি ন্যায্য ও বটে। আমি বিশ্বাস করি মুদ্রিত কামনা থেকে কবিতাপ্রেমী পাঠকেরা কাব্য আলিঙ্গনে যেতে প্রয়াসী হবেন।
¦¦¦
ফাউজুল কবির
ফেব্রুয়ারি ২০২০
রিজোয়ান মাহমুদ :
জন্ম ২৫ জানুয়ারি দক্ষিণ হালিশহর, সল্টগোলা, চট্টগ্রাম
পেশা: ব্যাংকার