চেতনা চড়ুই
বিষয় : কবিতা
লেখক : শ্যামল কান্তি দত্ত
প্রকাশক : খড়িমাটি
প্রচ্ছদ : মনিরুল মনির
প্রথম সংস্করণ : ২০২০
পৃষ্ঠা সংখ্যা : ৬৪
দেশ : বাংলাদেশ
ভাষা : বাংলা
ISBN : 978-984-8241-36-3
শ্যামল কান্তি দত্ত'র প্রথম কাব্যগ্রন্থ চেতনা-চড়ুই। তাঁর গতায়াত ভাষাবিজ্ঞান, ইতিহাস, সমাজ ইত্যাকার নানা বিষয়েই লক্ষ করা যায়। কিন্তু তিনি যে ছাত্রজীবন থেকেই নিরলস কাব্যচর্চার পথিক তা এ-কাব্যের সূত্রে জানতে পারা গেলো। সময়ের সে পরিসরও বড় কম নয়-বত্রিশ বছর। কাজেই এক দীর্ঘ ধারাবাহিকতার স্বাক্ষর বর্তমান কাব্যগ্রন্থ। সময়গ্রন্থির বিবিধ ক্রিয়া-প্রতিক্রিয়া কবির সৃজনান্বেষায় রূপ পেয়েছে দৃশ্য-চিত্রের প্রকল্পে, কিংবা ছন্দোবদ্ধ ব্যঞ্জনায়। উৎসসন্ধানী কবির চোখে ধরা পড়ে নৃতত্ত্বের রেখা- "দ্রাবিড়দের দাগকাটা নক্সি আঁকা আঁচলের আদর/ আমাদের ভালোবাসা বাঙালি চাদর।" শ্যামলের কবিসত্তাটিকে চিনে নেওয়া যায় তাঁর সম্পৃক্তিবোধের প্রত্যয় থেকে- "দিলওয়ারের সুরমাপাড়ে এমন আছে ক'জন/ ছড়ার রাজ্যে মস্ত দিলের অজিত রায় ভজন।" ইতিহাস-তা-ও আছে এবং তা রক্তাক্ত হলেও এড়ানো অসম্ভব- "রক্তের দাগ সিঁড়িতে দেয়ালে নয় শুধু প্রতিটি বাঙালি-মনে"। আছে মিথোজীবিতা ও সমকালের উপজীব্যতার সকরুণ সমন্বয়ের চিত্রকল্প- "বঙ্গোপসাগরে ডুবছে কতো মা তোর মানব-সন্তান/ কৈলাশ পাহাড়ে পৌছেনি কি এই দুঃখের ভাসান?" জীবনানন্দের শ্যামলী, সুদর্শনা, সুরঞ্জনা প্রভৃতির মতো তাঁরও থাকে শাশ্বতী, নৈরাত্মা, সিক্তা। কবির কল্পনাবিলাস দূরবিস্তারী হলেও বাস্তবের মাটিতেই তার অবস্থান, বর্তমানের সচেতনতাকে তিনি ধরে রাখেন যৌক্তিক ও কালচেতন রিক্ততার বোধের দ্বারা। ফলে তাঁর 'কল্পনার ধবল কবুতর "পাতার আড়ালে শাপলা দিঘির পাড়ের/ ঝাউগাছটায় সে বসে না এখনও/ হায়। আমাদের কল্পনার নোটন কবুতর।" এরকম ছোটো- ছোটো নিঃশ্বাসের যথেষ্টই ওঠানামা আছে শ্যামল কান্তি দত্ত'র কাব্যগ্রন্থে। কিন্তু অন্তিমে জীবনের উজ্জ্বল যাপনই তাঁকে ডাকে হাতছানি দিয়ে।
¦¦¦¦
মহীবুল আজিজ
বাংলা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
শ্যামল কান্তি দত্ত :
জন্ম : বিশে অক্টোবর, ১৯৭০; বৃহত্তর সিলেটের মৌলভীবাজারে।
পিতা বিমল বিন্দু দত্ত, মাতা সিন্ধু দত্ত। নয়াবাজার কৃষ্ণচন্দ্র বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং সিলেট মুরারীচাঁদ কলেজ থেকে এইচএসসি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ‘সিলেটের উপভাষা’ বিষয়ে গবেষণার জন্য পিএইচডি ডিগ্রি লাভ। বিসিআইসি পরিচালিত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কলেজের সহকারী অধ্যাপক। স্ত্রী তপতী রানী দে, কন্যাদ্বয় ঐশী পার্বতী দত্ত ও যশী শর্বাণী দত্ত এবং পুত্র সাম্য বিবেক দত্ত। সপরিবারে বসবাস কর্ণফুলীর মোহনার সন্নিকটে সরকারি নিবাসে।
দৈনিক সিলেট-বাণী পত্রিকায় প্রথম ছড়া প্রকাশ ১৯৮৬ তে। বর্তমানে দৈনিক ইত্তেফাক, ভোরের কাগজ, প্রথম আলো, আজাদী, পূর্বদেশসহ বিভিন্ন দৈনিকে অনিয়মিতভাবে কবিতা ও প্রবন্ধ লিখছেন। গবেষণামূলক প্রবন্ধ পাঠে অংশ নিচ্ছেন জাতীয় ও আন্তর্জাতিক সেমিনারে। বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে তাঁর গবেষণা-প্রবন্ধ। ভাষাবিজ্ঞান তাঁর গবেষণার বিষয়। তবে কবি ও কবিতাকে অধ্যয়নে অধীর আগ্রহী। অসীম সংসারের অব্যক্ত কথা তাঁর কাব্যময় মনে হয়। অনুভব করেন জীবনও অবশেষে কাব্যময়। স্বতঃস্ফূর্ত কাব্যভাষাতেই তিনি প্রকাশ করতে চান আপন অন্তরের কথা, আন্তরিক অনুভব।
প্রকাশিত বই : ‘সিলেটের উপভাষা: ব্যাকরণ ও অভিধান’। কবিতার বই : ‘চেতনা-চড়ুই’ (২০২১)