রমেন দত্তের কবিতা সংগ্রহ
বিষয় : কবিতা
লেখক : রথীন্দ্র প্রসাদ দত্ত সম্পাদিত
প্রকাশক : খড়িমাটি
প্রচ্ছদ : জন মুহাম্মদ
প্রথম সংস্করণ : ২০২০
পৃষ্ঠা সংখ্যা : ৪৮
দেশ : বাংলাদেশ
ভাষা : বাংলা
ISBN : 978-984-8052-90-7
রমেন দত্ত :
১৯৩২ সালে বৃহত্তর ময়মনসিংহ জেলার নেত্রকোণায় জন্ম। পিতা- ভূপন্দ্রে প্রসাদ দত্ত, মাতা- ইন্দু প্রভা দত্ত
নালিতাবাড়ি জুনিয়র হাই স্কুল, কেন্দুয়া জয় হরি-স্প্রাই ইন্সটিটিউশন এবং ওপার বাংলায় চন্দননগর কালচারাল কলেজে পাঠ চুকিয়ে যোগ দেন বিপ্লবী মতিলাল রায় প্রতিষ্ঠিত ঐতিহাসিক প্রবর্তক পত্রিকায়। টানা একযুগ সাংবাদিকতা করেন তিনি ওখানে। ১৯৫৮ সালে ঢাকায় প্রত্যাবর্তন করে বাম রাজনীতির সাথে সম্পৃক্তির কারণে আত্মগোপন অবস্থায় অতিবাহিত করেন প্রায় চার বছর। ১৯৬৫ সালে সাপ্তাহিক 'আমার দেশ' ও ১৯৬৭ থেকে ১৯৭১ অব্দি দৈনিক ইত্তেফাকের সম্পাদনা বিভাগে কর্মরত ছিলেন। মহান মুক্তিযুদ্ধকালে চাকুরি ছেড়ে তিনি সক্রিয় সংগঠকের ভূমিকায় অবতীর্ণ হন রণাঙ্গনে। কিন্তু কোনো প্রতিকূলতার কাছে স্তদ্ধ হয়নি রমেনের সৃষ্টিমুখরতা।
পঞ্চাশ দশকে ছাত্র জীবনে চন্দনগরে নারায়ণ মণ্ডলের সাথে যৌথ সম্পাদনায় প্রকাশ করতেন 'ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা।' ষাট-সত্তর দশকে দৈনিক ইত্তেফাক ও ঢাকার অন্যান্য পত্রিকার সাহিত্য পাতা তাঁর কাজের দালিলিক চিহ্ন ধরে আছে। ইত্তেফাকে ৭১-এর যুদ্ধ পর্যন্ত কর্মরত ছিলেন। মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের সাপ্তাহিক পত্রিকা 'মুক্তি'-র সম্পাদকের দায়িত্বে ছিলেন খন্দকার আবদুশ মালেক শহীদুল্লাহ আর বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করেন রমেন দত্ত। ১৯৭২ সালে সদ্য স্বাধীন দেশে মোহাম্মদ তোহা খান ও কবি আল মাহমুদসহ একান্ত বন্ধুদের সাথে 'গণকণ্ঠ' পত্রিকার সম্পাদকীয় বিভাগে যুক্ত হন। দেশের অগ্রণী প্রকাশনা প্রতিষ্ঠান 'মুক্তধারা' তাঁর গল্পগ্রন্থ 'শ্বেতপদ্মের রূপ' প্রকাশ করে ১৯৭৩ সালে।
প্রিয়তমা সহধর্মিণী স্ত্রী অঞ্জনা দত্তের মৃত্যুর দু'বছর পর ১৯৮৫ সালে তিনি মৃত্যুবরণ করেন। তার এক পুত্র সন্তান শৌভিক প্রসাদ দত্ত এখন জাপান প্রবাসী।