ধুলো ও জলে লেখা জীবন
বিষয় : আত্মজীবনী
লেখক : শোয়াইব জিবরান
প্রকাশক : খড়িমাটি
প্রচ্ছদ : জায়েদ হোসাইন
প্রথম সংস্করণ : ২০২১
পৃষ্ঠা সংখ্যা : ১০৩
দেশ : বাংলাদেশ
ভাষা : বাংলা
ISBN : 978-984-8241-73-8
এই গ্রন্থের লেখাগুলো প্রধানত আত্মজৈবনিক। কিন্তু আত্মকথা বলতে যা বোঝায় এগুলো ঠিক তা নয়। আত্মকথায় জীবনে ঘটে যাওয়া ঘটনা সত্য করে বলার যে শর্ত থাকে এ লেখাগুলো সে ভার বহন করেনি। এ লেখাগুলো মূলত নানাবিষয় প্রসঙ্গে বা লেখার থিমকে কেন্দ্র করে এক একটি দৃষ্টিকোণে ফেলে আসা জীবনকে প্রসঙ্গক্রমে হঠাৎ পেছন ফিরে দেখা। ধুলো ও জলে যাপিত জীবনের এক আবছায়া, বিধূর স্মৃতির কুহক কথন। আর লেখাগুলো আরও আকর্ষণীয় হয়ে উঠেছে শোয়াইব জিবরানের গল্প বলার ভঙ্গি এবং অনবদ্য নিজস্ব গদ্যশৈলীতে।
লেখাগুলো দৈনিক সমকাল-এর কালের খেয়াতে প্রকাশের সময়ই পাঠককে আলোড়িত করেছিল। কবির ৫০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সে লেখাগুলোর গ্রন্থরূপ দেয়া হল। এ গ্রন্থের লেখাগুলোর ভেতর দিয়ে পাঠক এক অন্তরঙ্গ কবি শোয়াইব জিবরানকে আবিষ্কার করবেন।
শোয়াইব জিবরান :
তাঁর জন্ম ১৯৭১ সালের ৮ এপ্রিল কমলগঞ্জ উপজেলার সিদ্ধেশ্বরপুর গ্রামের আযমত শাহকুটিরে।
পড়ালেখা স্থানীয় কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়, সিলেট এমসি কলেজ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। উচ্চতর ডিগ্রি, প্রশিক্ষণ ও পাঠ গ্রহণ করেছেন সুকতাই থাম্মাথিরাত ওপেন ইউনিভার্সিটি, থাইল্যান্ড ও কুইন্স ইউনিভার্সিটি, কানাডা থেকে।
সাংবাদিকতা দিয়ে পেশা জীবন শুরু। কাজ করেছেন জাতিসংঘ শিশু তহবিলের শিক্ষা পরামর্শক হিসেবে। বর্তমানে স্কুল অব এডুকেশন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।
প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে কাঠ চেরাইয়ের শব্দ (বাংলা একাডেমি, ১৯৯৬, জেব্রাক্রসিং সংস্করণ, ২০১৭), দুঃখ ছেপে দিচ্ছে প্রেস (মঙ্গল সন্ধ্যা, ২০০৩), ডিঠানগুচ্ছ উঠান জুড়ে (শুদ্ধস্বর, ২০১০), ঘোর ও শূন্য জলধিপুরাণ (চৈতন্য, ২০১৭), প্রাচীন পুঁথিরপৃষ্ঠা হতে (জংশন, ২০২০)। গদ্য ও গবেষণাগ্রন্থের মধ্যে রয়েছে কমলকুমার মজুমদারের উপন্যাসের করণকৌশল (বাংলা একাডেমি, ২০০৯), কথা কবিতা ও শিক্ষা (ধ্রুবপদ, ২০১০)। তার সম্পাদিত বই কমলকুমার চরিতম্ (খড়িমাটি, ২০২০) প্রকাশিত হয়। এছাড়া শিক্ষা বিষয়েও রয়েছে উল্লেখযোগ্য প্রকাশনা।