গুরুদক্ষিণা
বিষয় : জীবন স্মৃতিগদ্য
লেখক : অভীক ওসমান
প্রচ্ছদ : খালিদ আহসান
সংস্করণ : ২০১৯
পৃষ্ঠা সংখ্যা : ১২০
ভাষা : বাংলা
আইএসবিএন : ৯৭৮-৯৮৪-৮০৫২-৬৪-৮
জীবনের উপলব্ধিগুলো স্বতস্ফূর্তভাবে গদ্যে সাজিয়েছেন অভীক ওসমান। তিনি কথা বলতে পারেন বেশ শব্দ ফেলে ফেলে। তার কথন ভঙ্গিমা মনে করিয়ে দিচ্ছে গুরুদক্ষিণার সময়টুকু। গুরুকে বয়ে নিয়ে যাচ্ছেন। গভীর শ্রদ্ধাভরে আয়োজন করছেন। থামছেন, হাঁটছেন আবার থামছেন, আর শির উঁচু করে বলছেন জীবন-অঙ্গীকারের কথা। এই তো জীবন। স্মৃতি থেকে কুড়িয়ে নেওয়া সম্পর্কগুলো উড়ছে। মনের মধ্যে দোলে ওঠছে দিগন্তে ভেসে যাওয়া সফলতার দোলনা। আহা স্মৃতি, কেবলই স্মৃতি অমলিন।
অভীক ওসমান নাটকের মানুষ, কবিতাও লিখেন। ভাবেন চট্টগ্রামসহ এই জনপদের উন্নয়ন- অর্থনৈতিক সমৃদ্ধির কথা।
এই জনপদ তথা সারস্বত সমাজের আন্তর্জাতিকভাবে স্বীকৃত শীর্ষ ব্যক্তিদের সান্নিধ্য পেয়েছেন অভীক ওসমান। অধ্যাপক মমতাজউদদীন আহমদ, ড. আনিসুজ্জামান, ড. মনিরুজ্জামান, ড. অনুপম সেন, রীতা দত্ত ও রাজীব হুমায়ুনকে শ্রেণি কক্ষে বা শ্রেণি কক্ষের বাইরে বিভিন্ন সঙ্গ-অনুষঙ্গে পেয়েছেন। এতে করে তাঁর একাডেমিক জীবন ঋদ্ধ হয়েছে। তাছাড়া ব্যক্তি ও সৃজনশীল কর্মে অনুপ্রেরণা ও অনুঘটক হিসেবে কাজ করেছে।
গুরুদক্ষিণা গ্রন্থটি তারই যথার্থ অর্ঘ্য দান। তাদেরকে আগামী প্রজন্মের যারা চাক্ষুস দেখবেন না বা বিদ্যার্থী হতে পারবেন না তাদের জন্য এটি আকরগ্রন্থ হয়ে থাকবে।
....
মনিরুল মনির
অভীক ওসমান :
১৯৫৬ সালে চট্টগ্রামের চন্দনাইশের বরমায় জন্মগ্রহণ করেন তিনি।
তিনি ‘দেশ কৃষ্টি’ গ্রন্থবিরোধী আন্দোলন, একাত্তরে মুক্তিযুদ্ধে অংশ নেন। সত্তর দশকের তুখোড় ছাত্রনেতা শিক্ষকতা দিয়ে তার জীবন শুরু করলেও পরবর্তীতে চিটাগাং চেম্বার সচিবালয়ে সচিব ও প্রধান নির্বাহী হিসেবে তিন দশক দায়িত্ব পালন করেন।
তা ছাড়া জাপান, আমেরিকাসহ এশিয়ার দেশগুলোতে বিভিন্ন ফেলোশিপ নিয়ে ম্যানেজমেন্ট, ইনফরমেশন ডিসিমিনেশন, মানবসম্পদ ইত্যাদির ওপর বিভিন্ন কোর্স সম্পন্ন করেন। একই সময় ক্ষুদ্র ও মাঝারি নারী শিল্পোদ্যাক্তাদের বিকাশে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন।
জিপিএইচ ইস্পাতের মিডিয়া অ্যাডভাইজার হিসেবে কর্মরত আছেন।
অভীক ওসমান-এর গ্রন্থসমূহ :
প্রবন্ধ: গদ্যকথা, পৃথিবীর করুণ ডাঙ্গায় প্রয়াত ৫ ও ইবসেন
কাব্যগ্রন্থ: বিষাদের জার্নাল
শুধু তোমার জন্যে ওই অরণ্যে হে সংসার হে লতা
নাটক: রাতফেরার, অবশেষে জেনারেল শংখ উপাখ্যান অভীক ওসমানের ৩ নাটক নাট্য চতুষ্টয়
সম্পাদনা: চির উন্নত শির
মোতাহের হোসেন চৌধুরীর অপ্রকাশিত গান ও কবিতা মাওলানা মনিরুজ্জামান এছলামাবাদীর অপ্রকাশিত হতাশ জীবন ও অন্যান্য প্রসঙ্গ
মুক্তিযুদ্ধ: শহীদ মেজর নাজমুল হক: ৭ নম্বর সেক্টর কমান্ডারের উপাখ্যান
সম্মাননা
নাগরিক সংবর্ধনা (১৯৯৯)
গণনাটকের জন্য একুশে পদক (২০০৫)
চির উন্নত শির গ্রন্থ সম্পাদনার জন্য নজরুল পদক (২০০৭) গণায়ন নাট্য সম্প্রদায়ের ৪০ বছর পূর্তিতে নাট্য ব্যক্তিত্ব হিসেবে সম্মাননা (২০১৫)
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগ সম্মাননা (২০১৫)
চন্দনাইশ সমিতি পুরস্কার (২০১৭)
চট্টগ্রাম সিটি কর্পোরেশন সাহিত্য পুরস্কার (২০১৭)