স্মৃতিময় অধ্যাপনা জীবন
বিষয় : আত্মজীবনী
লেখক : মেঘনাদ সাহা
প্রকাশক : খড়িমাটি
প্রচ্ছদ : মনিরুল মনির
প্রথম সংস্করণ : ২০২০
পৃষ্ঠা সংখ্যা : ২৬৪
দেশ : বাংলাদেশ
ভাষা : বাংলা
ISBN : 978-984-8052-84-6
আমি চাইতাম যারা লেখাপড়ায় নিয়মিত তারা যেন আর একটু বেশি লেখাপড়া করে, পরীক্ষার ফলাফল ভাল করার জন্য। এখানে উল্লেখ্য যে মাতা-পিতা- অভিভাবক-অধ্যাপকের যথার্থ ও সময়োচিৎ অনুশাসন ছাত্র-পোষ্য-সন্তানের মধ্যে যথার্থ গুণাবলী বিকাশ ঘটাতে সাহায্য করে।
ছাত্রদের উদ্দেশ্যে বললাম, "জীবনটা অর্জনের বর্জনের ন্যয় জগতটা নিয়মের, অনিয়মের নয়, সমাজটা শৃঙ্খলার বিশৃঙ্খলার নয়।"
ছাত্র শিক্ষক সম্পর্ক প্রবাহমান নদীর উজান ভাটির। যেমন নিবিড় সম্পর্ক ও নির্ভরতা থাকে সেরকম-উভয়ের পক্ষ সমুদ্র। প্রবাহমান স্রোতস্বিনী যেমন দুকুলকে সরস ও সজীব করে শিক্ষার্থী শিক্ষক একইভাবে সমাজকে সমৃদ্ধ করতে ভূমিকা রাখে।
এসব শিক্ষানুরাগী ছাত্র-ছাত্রীর কারণে আমি সারদিন কলেজে খাটাখাটি করলেও কখনও ক্লান্তিবোধ করিনি আরো বেশি কাজ করার উৎসাহ পেয়েছি। একইভাবে আমার আলোকিত ছাত্রবন্ধুদের কাছে যেতে সকালেই উদগ্রীব হয়ে এবং বিকালে কলেজ থেকে আসতে আসতে ভাবতাম আবার পরের সকালে কত তাড়াতাড়ি কলেজে যাব। আর ছাত্রদের মুখোমুখী হব। মোট কথা আমার পছন্দের পেশা অধ্যাপনায় এসে এখানে বেশ আনন্দ পেতাম।"
মেঘনাথ সাহা :
জন্ম: ১৮ জুলাই ১৯৪৮
পিতা: মনোমোহন সাহা
মাতা: রাজ বিলাসী সাহা
জন্মস্থান:
মজুমদারখীল, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।
শিক্ষা:
এসএসসি-রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় এইচএসসি- রাঙ্গুনিয়া কলেজ বিএসসি (অনার্স) ও এমএসসি- ঢাকা বিশ্ববিদ্যালয়
কর্মস্থল
ভাওয়াল বদরে আলম কলেজ, গাজীপুর (প্রভাষক) এমসি, কলেজ, সিলেট (প্রভাষক ও সহ অধ্যাপক) সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম (বিভাগীয় প্রধান) চট্টগ্রাম কলেজ (বিভাগীয় প্রধান) সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা (বিভাগীয় প্রধান) ফেনী সরকারি কলেজ (উপাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ) সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম (অধ্যক্ষ)