ছায়ার মধ্যে বিরূপ আঁধার
বিষয় : কবিতা
লেখক : আবু তাহের মুহাম্মদ
প্রচ্ছদ : উত্তম সেন
সংস্করণ : ফেব্রুয়ারি ২০১৮
পৃষ্ঠা সংখ্যা : ৪৮
ভাষা : বাংলা
আইএসবিএন : ৯৭৮-৯৮৪-৯২৯০২-১-৬
নগর জীবন তাঁর রক্তে কথা বলে ওঠে। দোলা লাগায় রক্তে শিরায় প্রতি রন্ধ্রে। না, সেটা শুধু তিনি শহরের মাটির সন্তান, তাঁর বেড়ে ওঠার, বড় হয়ে ওঠার পাশাপাশি নগর কোলাহলে বাড়-বৃদ্ধি বলে নয়, আসলে চাটগাঁ শহরের হাওয়া তাঁর শিরদাঁড়ার হাড়ের বাঁশিতে ফুঁ দিয়ে মোহনীয়া সুর তোলে।
আবু তাহের মুহাম্মদের কবিতা তাঁর নাড়ি-কাটা মাটির নগরীর এই সুরেরই অনুরণন, আবহমান শেকড়ের নির্যাস, যা মাঝে মাঝে আমূল নাড়িয়ে দেয় পাঠক শ্রোতার মর্মমূলকেও আধুনিক কবিতার কোনো ধ্রুপদী ঐতিহ্য এখনও চট্টগ্রামে বিপুল সম্ভাবনার পটে গড়ে ওঠেনি, ঠিক যেমনটা কলকাতায় হয়েছে এবং হচ্ছে। অথচ মধ্যযুগীয় চট্টগ্রামী সাহিত্যের সমৃদ্ধির কথা ভাবলে মনে হয়, এ শহরেও এমনই এক সৌধ নির্মাণ করা যেতো নিশ্চয়। এবং এ আশার পালে সমকালীন যাঁরা হাওয়া লাগিয়ে আসছেন ক্লান্তিহীন গত প্রায় সাড়ে চার দশক ধরে, আবু তাহের মুহাম্মদ তাঁদের অগ্র-সারির অন্যতম। চট্টগ্রামের সমকালীন কাব্যসৌধের অন্যতম নির্মাতা হিসেবে যাঁর নাম নিজ শহরের সীমা ছাড়িয়ে স্বদেশে ছড়িয়ে পড়েছে দীর্ঘদিন এবং অপেক্ষমাণ চট্টগ্রামকে বিশ্বগ্রামে পৌঁছে দেবার ও সুবর্ণ আগামীর জন্যে।
আবু তাহের মুহাম্মদ :
আশির দশকের শক্তিমান এক নিভৃতচারি কবি।
নগরজীবন, প্রেম, নারী, বিরহ, আত্মগত অবক্ষয়, সার্বিক বৈরাগ্য, জীবনের খণ্ড খণ্ড দৃশ্যপটও তাঁর কবিতায় বিষয়।
কবিতার জন্য পেয়েছেন পালক সাহিত্য পুরস্কার।
দু'সন্তানের জনক এই কবির জন্ম চট্টগ্রাম মহানগরীতে।
সাংবাদিকতায় কেটেছে প্রায় তিন যুগ। বর্তমানে দৈনিক পূর্বদেশের যুগ্ম সম্পাদক। তিনি ২০০৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে রাষ্ট্রীয় অতিথি হিসেবে কোপেনহেগেন ২০০৯ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগদান করেন এবং সংবাদ কাভার করেন।
তিনি ইতিপূর্বে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করেছেন।