মাধবীলতা
বিষয় : কবিতা
লেখক : কানিজ ফাতেমা
প্রচ্ছদ : মনিরুল মনির
সংস্করণ : ফেব্রুয়ারি ২০১৮
পৃষ্ঠা সংখ্যা : ৪৮
ভাষা : বাংলা
আইএসবিএন : ৯৭৮-৯৮৪-৯৩৪২৮-২-৩
বই ছাপানোর উদ্দেশ্যে লিখবো তা কখনো ভাবিনি। মূলত নিজের চারপাশের জীবনগুলোর প্রতি একান্ত অনুভূতি প্রকাশ করার অন্যতম উপায় হয়ে উঠেছিল এই কবিতা লেখা। কিছু কিছু লেখা জীবনের বিভিন্ন চরিত্রকে কেন্দ্র করে, আবার কিছু কবিতা প্রকৃতিকে কেন্দ্র করে। তবে কবিতাগুলো বই আকারে প্রকাশ করার পেছনে আগ্রহ জুগিয়েছেন আমার স্বামী। সে সব-সময়ই আমার লেখার বিষয়ে উৎসাহ দেখিয়েছে। আমার দুই সন্তানও তাদের বাবার সাথে আমার লেখাগুলোর প্রথম পাঠক ও শ্রোতা হয়েছে। তাদের প্রতি এবং পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। এছাড়া বইটি প্রকাশনার ক্ষেত্রে আমার স্বামীর সহকর্মী মঞ্জুরুল ইসলাম মঞ্জু ভাই (যিনি নিজেও একজন কবি, মানজুর মুহাম্মদ নামে লিখেন) তাঁর মূল্যবান সময়, মেধা ও শ্রম দিয়েছেন। তাঁর প্রতি রইল আমার বিশেষ কৃতজ্ঞতা।
....
কানিজ ফাতেমা
কানিজ ফাতেমা :
তাঁর জন্ম কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপশহরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। বাবা আবুল কালাম একজন বিশিষ্ট ব্যবসায়ী মা আনজেরা বেগম সুগৃহিনী
কবিতার প্রতি বিশেষ ভালোলাগা থেকে উচ্চ মাধ্যমিকে পড়া অবস্থায় অনেকটা শখের বশে লেখালেখির হাতেখড়ি।
কবিতা, ছড়া ও ছোটগল্প লেখার প্রতি তার ঝোঁক রয়েছে। এছাড়া ছোটবেলা থেকে গানের প্রতি রয়েছে বিশেষ অনুরাগ। রবীন্দ্র সংগীত, আধুনিক ও দেশাত্মবোধক গান গাওয়া তার পছন্দ। নিজ জন্মস্থান মফস্বল শহরেই তার শৈশব ও কৈশোর কাটে এবং কাটে তার স্কুল ও কলেজজীবন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে লালমাটিয়া মহিলা কলেজ, ঢাকা থেকে তিনি রাষ্ট্রবিজ্ঞানে ২০০৫ সালে স্নাতক (সম্মান) ও ২০০৬ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
অবসর সময়ে তার বই পড়তে ও গান শুনতে ভালোলাগে।
কানিজ ফাতেমা বিবাহিত জীবনে এক কন্যা (রাইসা জাহান ঊষা) ও এক পুত্র (রেদোয়ান ইসলাম রাইয়ান) সন্তানের জননী।
স্বামী মোহা: রফিকুল ইসলাম (বিসিএস প্রশাসন ক্যাডারের ২৪তম ব্যাচের অফিসার) বর্তমানে প্রথম সচিব হিসেবে বাংলাদেশ হাইকমিশন, সিঙ্গাপুরে কর্মরত।