দিনান্তিকা
বিষয় : কবিতা
লেখক : বুলা নিগার
প্রচ্ছদ : সুকান্ত চৌধুরী
সংস্করণ : ফেব্রুয়ারি ২০১৯
পৃষ্ঠা সংখ্যা : ৭২
ভাষা : বাংলা
আইএসবিএন : ৯৭৮-৯৮৪-৮০৫২-৫১-৮
দিনান্তিকায় নানা ভাবনায় ছেয়ে যায় মন, প্রকৃতি তার অমোঘ রূপের ডালি নিয়ে প্রতিনিয়ত উপস্থিত। আর সে রূপের মুগ্ধতায় মনের গলিতে খেলা করে টুংটাং জলতরঙ্গ, শব্দকণা। সাজানোর প্রচেষ্টায় মিলনে হয়তো বা মনের কিছু কথা এক হয়। কবিতায় রূপ নেয় হয়তো কখনো। যেন হৃদয় গিটারে সুর বাজে অনুরাগের, অনুভবের, আকাঙ্ক্ষার প্রিয় মানুষের সান্নিধ্যের, আবার তার অবহেলায় গিটারে করুণ সুর ভেসে আসে। কখনো কষ্টের করুণ সুর, অনুতাপে বিউগলে বাজে একান্ত আঁধারে।
জীবনের বাঁকে বাঁকে কতো যে বেদনার বাঁশির সুর রাগিনী আলাপে। তবে দিন
শেষে সে সুর মন ভরিয়ে দেয় নির্মলতায়। কখনো স্বপ্ন দেখা, স্বপ্ন বোনা, এভাবে দিন
কেটে যায় কবিতায়, ছন্দে-আনন্দে। এই কবিতাগুলো তাই মনেরই চাওয়া-পাওয়ার বিচ্ছুরণ। কবিতা একান্ত নিজস্বতার ভেতরে বাস করা শব্দচয়ন। কবিতা মনের আবেগে আন্দোলিত হৃদয়স্ফুরণ।
কবিতা শোনার কিছু মুহূর্ত আছে
অনেকটা লগ্নের মতো, যখন-তখন কবিতা আসে না আসে না লেখার ইচ্ছে যতো।
তাই কবিতার জন্য ভালোবাসা। পাঠকের জন্য শুভকামনা।
বুলা নিগার :
পূর্ণ নাম: মেহের নিগার [বুলা]
শৈশব কেটেছে সিভিল সার্ভিসের কর্মকর্তা পিতার (প্রয়াত মুহাম্মদ আজিজুল হক, সাবেক যুগা-সচিব) সঙ্গে দেশের জেলায় জেলায়। জন্মস্থান মেহেরপুর থেকে রাজধানী পর্যন্ত। পড়াশোনা প্রাথমিক বিদ্যালয় থেকে ইডেন মহিলা মহাবিদ্যালয় পর্যন্ত। অধ্যয়নের পাঠশালায় পড়াশোনার মাঝেই ১৯৮২ সনে সূচিত হয় যুগল জীবন। সমুদ্রচারী জীবনসঙ্গীর সঙ্গে সমুদ্রগামী জাহাজে সাত- সাগরের তরঙ্গের দোলায় বেশ কয়েক বছর; বন্দর থেকে বন্দরে, দেশ থেকে দেশে কিছুদিন রাণীর দেশ যুক্তরাজ্যেও বসবাস। সংসারেও আবির্ভূত হয় এক পুত্র (দীপ্র) এবং দুই কন্যা (দ্যুতি ও দিয়া)।
লেখালেখির সূচনা নীলাকাশ আর লাবণ্যময় সমুদ্রের নীলিমার মাঝে। ধাপে ধাপে জমা হয়েছে কবিতার কথা। ২০১৮ সনের একুশে বইমেলায় জীবনসঙ্গীর সঙ্গে প্রকাশিত হয়েছে 'যুগল কলমে সাগর নীলে পংক্তিমালা'। আর এমুহূর্তে এবারের বইমেলায় উপস্থাপিত হল বুলা নিগারের দ্বিতীয় প্রকাশনা দিনান্তিকা