পাখিটি আর জলে নামেনি
বিষয় : কবিতা
লেখক : কামরুল বাহার আরিফ
প্রকাশক : খড়িমাটি
প্রচ্ছদ : জন মুহাম্মদ
প্রথম সংস্করণ : ২০২০
পৃষ্ঠা সংখ্যা : ৪৮
দেশ : বাংলাদেশ
ভাষা : বাংলা
ISBN : 978-984-8052-68-6
পাখিটি আর জলে নামেনি, কামরুল বাহার আরিফের নবতম প্রকাশ। কবিতায় প্রেম বহুস্বরে ও বহুসুরে আবহমান কাল ধরে পেয়েছি আমরা। প্রেমের অজস্র অনুভূতিমালা, প্রেম বিষয়ক পর্যবেক্ষণ জারিরাখা চোখে লেখা কবি কামরুল বাহার আরিফের এই গ্রন্থ। ঠোঁট হাসলে, মানবীর সমগ্র সত্তা হেসে ওঠে, এই অবলোকন পেয়ে যাই এখানে। প্রেমিকার চোখের হাসিতে কবির হৃদয় বেজে ওঠে মৃদঙ্গ হয়ে। চিত্রকল্পকে বাস্তব বিচ্যুত করেননি কবি। কবিতায় প্রেমের ঘরানার সঙ্গে প্রকৃতির ঘরানার সংমিশ্রণ চেতনাবোধের নিবিড়তা এনেছে। প্রেম আর প্রকৃতি, তার সঙ্গে বাঁচার সংগ্রাম এখানে পরস্পরের পরিপূরক। অনুরণনের ব্যঞ্জনায় বাজছে প্রেম। প্রেমের ভিতরে একাকার হয়েছে সমুদ্র তার বিশালতায়, তেমনি আছে মৃত্যু চেতনা, এই ভেবে যে, মৃত্যুর পথ ঘুরে কবি নবজন্ম নেবেন প্রেমের আরেক রূপে। মৃত্যুকে কামনা করছেন কবি, কিন্তু সমুদ্রে, অন্য কোথাও নয়। মৃত্যুকে সমুদ্র নিয়ে যায় মহাচেতনায়, যেখানে মৃত্যু ইতিবাচক পুনর্জন্মের প্রতীক। সেই প্রতীকটি জীবনের সমস্ত ভাষাজগত ও মনোজগতের সঙ্গে সম্পৃক্ত। সেই প্রতীকটিকে আমরা পেয়ে যাই পরিষেবার ভিতর, যেখানে এক মানুষ অপর মানুষের সেবায় নেমে পড়ে। যখন কবি হাসপাতালের বিছানায় অঘোর অবস্থায় শায়িত, নার্সের সেবাপূর্ণ হাতটিকে মনে হয় প্রকৃত প্রেমিকার। প্রেমবিষয়ক এই বোধ তখন শুধু চাঁদনী রাতের রোমান্সেই সীমাবদ্ধ থাকে না। কবি প্রেমকে দেখেছেন বিভিন্ন ঘরানায়। এই গ্রন্থে কবি বিভিন্ন রঙের সঙ্গে ভালোবাসাকে একাকার করেছেন। রঙে পুড়তে চেয়েছেন। আবহমানের এই চিরন্তন মেজাজ কখন যে পাঠকের মনকে আচ্ছন্ন করে দেয়, তার সময় ও নির্ঘণ্ট না জানলেও চলে।
¦¦¦¦
অলোক বিশ্বাস
কবি ও সম্পাদক, কবিতা ক্যাম্পাস, ভারত
কামরুল বাহার আরিফ :
জন্ম: নভেম্বর ৭, ১৯৬৫, খুলনা বেড়ে ওঠা, শিক্ষা জীবন অতঃপর বসবাস রাজশাহীতে পিতা চিশতী এস. এম. এস. দাহার মাতা চিশতী জাহান আরা দাহার হিসাব বিজ্ঞানে স্নাতকসহ স্নাতকোত্তর
পেশা:
উপ-পরিচালক (বােেন্ট), রাজশাহী বিশ্ববিদ্যালয়।
প্রকাশিত কাব্যগ্রন্থ:
সূর্যের ম্যাপ ছুঁয়ে (২০০৮) গোধূলির পাণ্ডু নীলিমায় (২০১২) কে ডাকে আগুনপথে (২০১৩) বর্ষা তো জলের বর্ণ (২০১৫) রাঙারোদ ছুঁয়েছে পৌষের শরীর (২০১৫, দ্বিতীয় সংস্করণ ২০১৬ বইমেলা) কে ওড়ে নদীপারের নায়ে (২০১৭) প্রেমবৃত্তে জল ও নারী (২০১৮) পাতার ওপর লেখা আছে আমার কিছু (২০১৯)
সম্পাদনা: মৃদঙ্গ ও কবিকুঞ্জ। যুগ্মসম্পাদক, কবিকুঞ্জ, রাজশাহী যুগ্মসম্পাদক, সম্মিলিত সাংস্কৃতিক জোট, রাজশাহী