কবি-ফোকলোরবিদ ড. তপন বাগচীর জন্ম ২৩ অক্টোবর ১৯৬৮, মাদারীপুর। পিতা তুষ্টচরণ বাগচী মরমি কবি; মাতা জ্যোতির্ময়ী বাগচী গৃহিণী, স্ত্রী কেয়া বালা অধ্যাপক। বাংলা একাডেমির উপপরিচালক। রচিত ৮৪ খানা গ্রন্থের মধ্যে রয়েছে কবিতা, ছড়া, গান, প্রবন্ধ প্রভৃতি। পুরস্কার: বাংলাদেশ রাইটার্স কাব সাহিত্য পুরস্কার, সুনীল গঙ্গোপাধ্যায় সাহিত্য পুরস্কার, স্টান্ডার্ড চার্টার্ড দ্য ডেইলি স্টার সেলিব্রেটিং লাইফ গীতিকাব্য পুরস্কার (৪ বার), চুরুলিয়া নজরুল পদক, অগ্রণী ব্যাংক শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কার, সুভাষ মুখোপাধ্যায় পদক, মহাকবি মাইকেল মধুসূদন পদক, নতুন গতি সাহিত্য পুরস্কার, মহাদিগন্ত সাহিত্য পুরস্কার, এম নূরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার, জেমকন সাহিত্য পুরস্কার প্রভৃতি। ঢাকার 'দৃষ্টি', নদিয়ার 'কথাকৃতি', আন্দামানের 'বাকপ্রতিমা' ও খুলনার 'রিভিউ' পত্রিকার বিশেষ সংখ্যা বেরিয়েছে তাঁর ওপর। তাঁকে নিয়ে বই লিখেছেন ড. তরুণ মুখোপাধ্যায়, শ্যামাপ্রসাদ ঘোষ, নরেশ মণ্ডল, ড. আখতারুজ্জাহান, ড. অনুপম হীরা মণ্ডল, মনীষা কর বাগচী, হরিদাস ঠাকুর, মুর্শিদা আহমেদ প্রমুখ।