আবু সাঈদ সাহিত্যচর্চায় এবং বিশ্লেষণে স্থান এবং কালকে বিবেচনায় নেন। ফলে তাঁর সাহিত্য বিশ্লেষণ সাহিত্যের গতানুগতিক ধারা অতিক্রম করে আর্থ-সামাজিক-রাজনীতিকে স্পর্শ করে। এ গ্রন্থও তার ব্যতিক্রম নয়।
এই গ্রন্থের মূল বিষয় ভারত-ভারতের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং সমাজমানসের ইতিবৃত্ত। ভারতের এক যুগসন্ধিক্ষণে গোরার জন্ম হয়, কিন্তু সে ভারতের অতীতকে খুঁজছে, বর্তমানকে বিশ্লেষণ করছে এবং ভাবী ভারতের রূপ নিয়ে ভাবছে। এ ভাবনাতেই তার পথ চলা। এজন্য এ বইয়ের আলোচনার বিষয় কেবল ভারতকেন্দ্রিক হয়ে থাকেনি, বৈশ্বিক প্রেক্ষাপটও চলে এসেছে। জাতীয়তাবাদের কথা যেমন এসেছে তেমনি আন্তর্জাতিকতাবাদও প্রসঙ্গক্রমে আলোচিত হয়েছে। তবে এ বিশ্লেষণে লেখক নিরপেক্ষতা বজায় রেখেছেন। নিজের মতকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেননি। গ্রহণ-বর্জনের মধ্য দিয়ে এগিয়ে যাবে সমাজ- এ বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে। এখানেই এ বইয়ের বিশেষত্ব।
।।
আবু সাঈদ:
জন্ম: ২৬ জুলাই, ১৯৭৯ চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার অন্তর্গত বক্তপুর গ্রামে।
তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন।
পেশা: অধ্যাপনা
প্রকাশিত বই: লেভ তস্তোয় (২০১৭)
প্রবন্ধ ২০২৪