মীর মশাররফের গদ্য: নানা প্রবন্ধ (২০২৪) বিষয়: প্রবন্ধ লেখক: শারমিন মুস্তারী প্রচ্ছদ: মনিরুল মনির সংস্করণ: প্রথম প্রকাশ এপ্রিল ২০২৪ পৃষ্ঠা সংখ্যা: ৯৬ ভাষা: বাংলা আইএসবিএন: 978-984-99077-6-3
মীর মশাররফ হোসেন উনবিংশ শতাব্দীর মুসলমান সাহিত্যিকদের মধ্যে প্রতিভাবান শিল্পী। তিনি গদা, কবিতা, নাটক এবং জীবনারিত লিখেছেন। তাঁর ব্যাক্তিগত জীবন তৎকালীন বাংলার মুসলমান সমাজ সম্পর্কে অনেক উপাদান যুগিয়েছে। মীর মশাররফ হোসেন ছিলেন একজন সচেতন লেখক। তাঁর রচনায় তৎকালীন সমাজ পরিলেশের যে ছবি তিনি এঁকেছেন তা সমাজের অক্ষয় দলিন হয়ে রয়েছে। চরিত্র চিত্রনেও তিনি দক্ষ ছিলেন। লেখায় তিনি এমন সব চরিত্র ও ঘটনাকে পাঠকের সামনে হাজির। করেছেন যা কালকে অতিক্রম করতে সক্ষম হয়েছে। গদ্যের রচনাশৈলীর দিক থেকেও মশাররফ নৈপুণ্য দেখিয়েছেন। তিনিই প্রথম বাংলা সাহিত্যের সার্থক মুসলমান গদ্যশিল্পী। কিমিয়ে পড়া অতীতপ্রয়ী মুসলমান সাহিত্যিকদের তিনিই আহাবিশ্বাসে উদ্বুদ্ধ করেছেন। কাব্যসুষমাময়িত ভাষা, প্রকাশভঙ্গির অভিনবত্ব এবং বিষয়-বৈচিত্র্য- সব দিক থেকে মশাররফ বাংলা গদ্য সাহিতো বিশিষ্ট স্থানের অধিকারী। বাংলা সাহিত্যে তাঁর স্থান নির্দিষ্ট হয়ে আছে সহজ-সাবলীল প্রকাশভঙ্গি, জীবন্ত চরিত্র-সৃষ্টি এবং হিন্দু-মুসলমান চরিত্রের পক্ষপাতহীন রূপায়ণের জন্য। . শারমিন মুক্তারী পিতা ডাঃ দেলওয়ার হোসেন মাতা সুফিয়া বেগম জন্য ৮ জুন ১৯৮১, তিআসে পৈতৃক নিবাল চট্টহায়ে জেলার সান্দ্বীপ ধান্যর রহমফপুর গ্রামে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক, স্নাতকোত্তর, এম, ফিল এবং পিএইচডি।বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক। উনগর (গল্প), নজরুল নাট্যসমীক্ষা (প্রবন্ধ) এবং রিজিয়া রহমানের উপন্যাস: বিষয় ও পিরিতি (প্রবন্ধ)।
‘বই কিনুন, বই উপহার দিন’ সেই পুরনো সেøাগান আজও খড়িমাটি ধ্যানে রেখেছে। ‘সম্পর্কের বন্ধনে বই’ এই প্রতিপাদ্যকে পালন করে যেতে চাই। খড়িমাটি বই প্রকাশের রুচিশীল প্রতিষ্ঠান। লেখার মান, উৎকৃষ্ট মুদ্রণ, যুৎসই বাঁধাই নিশ্চিত করে বই প্রকাশ করা হয়। সাহিত্যের বিস্তারে বহুদূর যেতে চায়। অথই চিন্তা নিয়ে যে সমাজ এগোয়, সেখানে অগ্রনী হয়ে থাকতে চায়। ২০১৪ সাল থেকে নিয়মিত প্রকাশনায় এই পর্যন্ত ৪০০ বইয়ের অধিক প্রকাশিত হয়েছে। গল্প, উপন্যাস, কবিতা, প্রবন্ধ-নিবন্ধ, গবেষণা, স্মৃতিকথা, নাটক, সিনেমা, চিঠিপত্র ও স্মারক-সম্মাননা গ্রন্থ বেরিয়েছে। দেশের ছাপাখানা ও প্রকাশনা শিল্পের অনন্য জায়গাটিকে সুদৃঢ় করতে আগ্রহী।