প্রসঙ্গ: চাকমা নাটক (২০২৪)
বিষয়: গবেষণা
লেখক: কুন্তল বড়ুয়া
প্রচ্ছদ: জাবের আহমেদ চৌধুরী
সংস্করণ: প্রথম প্রকাশ ফেব্রুয়ারি ২০২৪
পৃষ্ঠা সংখ্যা: ১৭৬
ভাষা: বাংলা
আইএসবিএন: 978-984-97886-2-1
পাঠক হিসেবে চাই অক্ষরচর্চা এগিয়ে থাকুক। ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর ভাষা ও সংস্কৃতিচর্চার ধারাবাহিক রূপ এই বই। ড. কুন্তল বড়ুয়ার প্রসঙ্গ চাকমা নাটক। তিনি 'চাকমা সম্প্রদায়ের নাট্যচর্চা' এই অভিসন্দর্ভের জন্য পিএইচডি অর্জন করেন। তারই ধারাবাহিক হিসেবে বেশ কিছু নাটক ও নাট্যকার নিয়ে তার এই গবেষণাপাঠ। ইতোমধ্যে এটি গুরুত্বপূর্ণ দলিলরূপে অনেককেই মুগ্ধ করেছে।
কেননা, এতে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর ভাষা, বিশ্বাস, আচার, জীবনযাপন, লোকাচার-শৃঙ্খলা ওঠে এসেছে। বহু বৈশিষ্ট্যের এই নৃগোষ্ঠীগুলো নানা বৈচিত্র্যে ভরপুর। চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা, চাক, লুসাই, পাংখোয়া, বম, স্রো, খেয়াং, খুমি এবং রাখাইনসহ মঙ্গোলীয়-তিব্বতি-বর্মি জাতিগোষ্ঠী উল্লেখ্য।
নতুন নতুন সাংস্কৃতিক বাতাবরণের দুয়ার উন্মোচিত হয়ে যায়, যখন একটু ভাববিনিময়ের উপলক্ষ তৈরি হয়। ঠিক এই বইটি আমাদের কাছে ভাবের বার্তা বয়ে নিয়ে এসেছে। বিভিন্ন পত্রিকা-সাময়িকীতে প্রকাশিত কয়েকটি গবেষণা-গদ্যই বইয়ে গ্রন্থিত হয়েছে।
এই বইয়ে প্রাচীন চাকমা আখ্যানপালা গেংগুলীগীদ- এর প্রয়োগরীতি ও ভাবনা, নানা নাট্য-আখ্যান, লোক- সাহিত্য, নৃত্যাচার, কৃত্যাচার এবং প্রচলিত-অপ্রচলিত সমাজধারণা ও প্রভাব নিয়ে আলোচিত হয়েছে। সূত্র উল্লেখপূর্বক বিশ্লেষণ ও গবেষণার অনন্য এই বইয়ে বহুরকম আনন্দ ছড়িয়ে আছে। পাঠের ভালোলাগা বা মজে যাওয়ার এখান থেকেই শুরু হোক।
মনিরুল মনির
কুন্তল বড়ুয়া:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের, ২০০৯ সালে পূর্ণাঙ্গ নাট্যকলা বিভাগের প্রতিষ্ঠিত শিক্ষকদের একজন। শিক্ষা, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে (আই.সি.সি.আর) স্কলারশিপ নিয়ে নাট্য নির্দেশনা . (অনার্স), এম.এ। ১৯৯১-১৯৯৩ সালে 'ইনস্টিটিউট অব ফিল্ম অ্যান্ড এ্যালাইড আর্ট (IFAA) পশ্চিমবঙ্গ, কলকাতা থেকে টেলিভিশন ও চলচ্চিত্রের উপর ডিপ্লোমা কোর্স সম্পন্ন করেন। ২০০৮ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে অধ্যাপক ড. সৌরেন বিশ্বাসের তত্ত্বাবধানে পিএইচ.ডি. লাভ করেন। ১৯৮১ সালে চট্টগ্রামের অন্যতম নাট্যদল 'গণায়ন নাট্য সম্প্রদায়'-এর সঙ্গে যুক্ত হন। বর্তমানে 'কথাসুন্দর' নাট্যদলের প্রতিষ্ঠাতা। দেশে বিদেশে এ পর্যন্ত ৫০টি নাটক নির্দেশনা দেন।
পুরস্কার ও সম্মাননা-
আরণ্যক নাট্যদল, ঢাকা (২০১৩), থিয়েটার ওয়ার্কশপ, চট্টগ্রাম (২০১৮), International Theatre And Dance Festival (২০১৪), Spandan, Rourkela, Odisha, India, আচার্য্য দীনেশচন্দ্র সেন রিচার্স সোসাইটি প্রবর্তিত, "হীরালাল সেন স্বর্ণপদক' (২০২৩), বুড্ডিস্ট ই-মার্ট, (২০২০), বিটিভি (ত্রিপুরা), আগরতলা (২০২৩)।
লেখকের প্রকাশিত গ্রন্থ-
রক্ত বেজেছে উৎসব (যৌথ) (ছড়াগ্রন্থ),
রাজনৈতিক ছড়া (১৯৯০),
নাটকের নানা দিক (চিহ্ন, কলকাতা, পশ্চিমবঙ্গ)।
প্রকাশিতব্য গ্রন্থ-
চাকমা সম্প্রদায়ের নাট্যচর্চা (অভিসন্দর্ভ),
চট্টগ্রাম মঞ্চে রবীন্দ্রনাটক,
চট্টগ্রাম কলেজ নাট্যচর্চা (Research and Publication Cell University of Chittagong. Bangladesh), ইবসেনের নাটক ও অন্যান্য
সম্পাদনা-
১। আচাৰ্য হেমেন্দু বিকাশ চৌধুরী সংবর্ধনা গ্রন্থ
২। সংঘনায়ক ড. এস. ধর্মপাল সুবর্ণজয়ন্তী '৯৯
৩। আধুনিক বাংলা নাটকের ইতিবৃত্ত ও সমাজচিত্র সমীক্ষা
(১৮০০- ২০১৫), ড. মুহাম্মদ আবুল কাশেমসহ যৌথ সম্পাদিত