SHOP BY CATEGORY

যুদ্ধ এবং অতঃপর : বিশ্বজিৎ চৌধুরী বাবু (নাটক-২০২২)

(0 Reviews)
In stock
Estimate Shipping Time: 1 days

Sold By:
Inhouse product

Price:
৳200.000 /Pc
Discount Price:
৳150.000 /Pc

Quantity:

Total Price:
Share:

শিরোনাম : যুদ্ধ এবং অতঃপর

বিষয় : নাটক

লেখক : বিশ্বজিৎ চৌধুরী বাবু

প্রকাশক : খড়িমাটি 

প্রচ্ছদ : রেডিফ ডট কম

প্রথম সংস্করণ : ২০২২ 

পৃষ্ঠা সংখ্যা : ৮০

দেশ : বাংলাদেশ

ভাষা : বাংলা

ISBN : 978-984-96690-2-9

ইচ্ছে এবং সময়ের তাগিদে নাটক রচনার কাজে হাত ১৯৮৮ সাল থেকে।
শুরুটা পথ নাটক "এবং জারজ সন্তান" দিয়ে; এরপর অজস্র নাটক রচনা। রাজনৈতিক মতাদর্শ, জীবনের মূল্যবোধ, সামাজিক অবক্ষয়, দ্রোহ, নিপীড়ন, ক্ষোভ, এর সবকিছুকে নাটকে উপস্থাপন করার লক্ষ্যে নাটক রচনার প্রেরণা। অনেক পাণ্ডুলিপি ইতিমধ্যে হারিয়ে গেছে। এরমধ্যে তাগিদ অনুভব তিনটি ভিন্ন আঙ্গিকের নাটক নিয়ে নাটকের বই-প্রকাশের ইচ্ছা। কোনো প্রকাশকের সঙ্গে আমার পূর্বপরিচয় নেই। তাই ছোটভাই ও সাংবাদিক কল্যাণ চক্রবর্তীর কল্যাণে প্রকাশনা সংস্থা খড়িমাটি-এর মনিরুল মনিরের সাথে আলাপ। তাঁকে অনুরোধ করি প্রকাশনার দায়িত্বটা নিতে। উনি সানন্দে এই দুরূহ কঠিন কাজটা করার দায়িত্ব নেওয়ায় আমি অনেকটা ভারমুক্ত হলাম। আমার সহধর্মিণী শ্রীমতী সুছন্দা চৌধুরীর প্রতিনিয়ত তাগিদ ও অনুপ্রেরণায় (যিনি নিজেও একজন বাচিক শিল্পী এবং আবৃত্তি-সংগঠন 'বোধন'-এর সদস্য) নাটক-এর বই প্রকাশের ইচ্ছার প্রতিফলন।

এটাই মূলত আমার তিনটি নাটকের পাণ্ডুলিপি নিয়ে প্রথম প্রকাশিতব্য নাটকের প্রকাশনা। নিজের রচিত সব নাটকগুলি একত্রিত করতে পারলে হয়তো একটা পূর্ণাঙ্গ পরিপূর্ণতা পেত। কিন্তু সব পাণ্ডুলিপি জোগাড় করা যথেষ্ট সময়সাপেক্ষ। তাই আপাতত তিনটি নাটকের রচনা দিয়ে প্রকাশনার কাজ এগিয়ে নিয়ে যাওয়া এবং পরবর্তীকালে আরও কিছু নাটকের সংযোজন করে আরও কিছু নাটকের বই প্রকাশ করার ইচ্ছে আছে। আমার কৃতজ্ঞতা আমার নাট্যগুরু ত্রয় নাট্যগুরু 'শ্রী অজিত চক্রবর্তী, নাট্যগুরু শ্রী বাবুল চৌধুরী এবং নাট্যগুরু ও তির্যক নাট্যদলের প্রধান আহমেদ ইকবাল হায়দারের প্রতি যাঁদের সাহচর্য ও শিক্ষা আমার আজীবন নাটকের কাজে উৎসাহ ও সাহস জুগিয়েছে। আমি চিরকৃতজ্ঞ আমার প্রাণপ্রিয় সংগঠন "পদক্ষেপ নাট্য অঙ্গন, চট্টগ্রাম"-এর প্রতি ও সংগঠনের সকল সদস্যদের কাছে; বিশেষ করে বন্ধুবর সহযোগী প্রয়াত অজয় চক্রবর্তী, সংগঠনের বর্তমান সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত একনিষ্ঠ কর্মী বন্ধুবর শ্যামা প্রকাশ দত্ত লোলন, বন্ধুবর শ্রী শম্ভুদাশের প্রতি আমার বিশেষ কৃতজ্ঞতা থাকলো, এরাই এখনও আমার চলার পথের সহযাত্রী ও সহকর্মী।
নিজের ভাবনা, চিন্তা, আর অব্যক্ত কথা, দ্রোহগুলি পথনাটক আর মঞ্চনাটক রচনা ও প্রকাশনার মাধ্যমে নাটকের উত্তরণে যদি কিঞ্চিৎ অবদান রাখতে পারি তবেই নাটকের লোক-হিসাবে নিজেকে ধন্য মনে হবে।
.
বিশ্বজিৎ চৌধুরী বাবু
চট্টগ্রামেই আজন্ম লালিত, স্থায়ী নিবাস এবং জন্ম ঐতিহ্যবাহী পাথরঘাটার পাঁচবাড়িতে। এই বাড়ির সাংস্কৃতিক পরিমণ্ডলেই বেড়ে উঠা। তাঁর ঝিনুক কুঁড়ি খেলাঘর ও পাড়ার প্রতিটি সাংস্কৃতিক অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ ছিল। পরবর্তীতে রাজনৈতিক আবহে জড়িয়ে পড়েন। ৯০ এর গণ-আন্দোলনে নিবিড়ভাবে জড়িয়ে পড়েন। স্বৈরাচারী এরশাদ সরকারের মদদে লালদিঘীর পূর্বপ্রান্তে ঘটে যাওয়া নৃশংস ও নির্মম হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী। পরবর্তীকালে তারই অভিজ্ঞতা নাটকে পরিস্ফুটন হয়।
তিনি একাধারে মঞ্চকর্মী, নাট্যকার ও নাট্য নির্দেশক।
তিনি ১৯৮৬ সালে মামুনুর রশিদ রচিত এখানে নোঙ্গর নাটকের নির্দেশনা দিয়ে নির্দেশনার কাজ শুরু করেন, ১৯৮৭ সালে তিনি আবদুল্লাহ আল মামুন রচিত 'চারিদিকে যুদ্ধ' নাটকটি নির্দেশনা দেন, হঠাৎ করেই সংগঠনের প্রয়োজনে নাটক লিখার তাগিদ এবং ১৯৮৮ সালে প্রথম পথ নাটক রচনা, মুক্তিযুদ্ধের বীরাঙ্গনাদের উত্তরসূরীদের নিয়ে রচিত নাটক 'এবং জারজ সন্তান' যা চট্টগ্রামের তখনকার দিনে আড়োলন তুলেছিলো এবং চট্টগ্রামের বিভিন্ন স্থানে ১২০ বারের উপর উক্ত নাটকের প্রদর্শনী হয়েছিলো এবং পরিবেশন করেছিলো 'পদক্ষেপ নাট্য অঙ্গন' চট্টগ্রাম।
এরপর তিনি ছন্দ নাটক 'মহারাজার খতিয়ান ও সংগ্রাম' নাটক রচনা করেন, পরবর্তীতে তিনি ১৯৯৩ সালে নির্দেশনা দেন সেলিম আল দীন রচিত 'সংবাদ কার্টুন' নাটকটি, নাটকটি মুসলিম হল মিলনায়তনে প্রথম মঞ্চস্থ হয়, একই বছর তিনি নির্দেশনা দেন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'রাজা ও রাজদ্রোহী' এবং তিনি রচনা করেন পথ নাটক 'প্রহসন' ১৯৯৫ সালে তিনি নির্দেশনা দেন মনোজ মিত্র রচিত 'শ্রী চোখে আঙ্গুল দাদা' একই বছর তিনি আরো তিনটি নাটকের নির্দেশনা দেন প্রথম দুটি নাটক নিজেরই রচিত 'শুধু বিষ' ও 'ভালোবাসা অতঃপর' এবং রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি গল্পের নাট্যরূপ ও নির্দেশনায় নাটক 'শাস্তি' ১৯৯৬ সালে তিনি রচনা করেন পথনাটক 'ভুল', তিনি ১৯৯৭ সালে তিনটি নাটকের নির্দেশনা দেন প্রথমটি স্বরচিত নাটক 'ফতোয়া' দ্বিতীয়টি রবীন্দ্রনাথ ঠাকুরের 'মুকুট' তৃতীয়টি রবি ঠাকুরের 'শেষের রাত্রি', ১৯৯৮ সালে নির্দেশনা দেন মনোজ মিত্রের 'তেঁতুলগাছ', ১৯৯৯ সালে তিনি তিনটি নাটকের নির্দেশনা দেন প্রথমটি মনোজ মিত্রের 'আকাশ চুম্বন' দ্বিতীয়টি সমরেশ মজুমদার রচিত নাটক 'থার্ড আই' ও তৃতীয়টি মমতাজউদ্দিন আহমদ রচিত নাটক 'স্বাধীনতা আমার স্বাধীনতা'।
এরপর কিছুকাল বিরতি দিয়ে তিনি ২০০৫ সালে রচনা করেন নাটক 'মুক্তিযুদ্ধের কতকথা' ২০০৯ সালে নাটক 'মশা' এবং সর্বশেষে শ্রুতিনাটক 'পূর্ণিমা অতঃপর' নাটক ত্রয়ের নির্দেশনাও তাঁর।
বিশ্বজিৎ চৌধুরী বাবু পদক্ষেপ নাট্য অঙ্গন, চট্টগ্রাম এর দল প্রধান এবং নাট্য নির্দেশনার কাজে ব্যাপিত থেকে এখনও নাটকের তথা সমন্বিত নাটা আন্দোলন এর সাথে নিজেকে জড়িয়ে রেখেছেন আষ্টেপৃষ্ঠে, ইতিমধ্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর ছোটগল্প 'শাস্তি' ও 'খোকাবাবুর প্রত্যাবর্তন' এর নাট্যরূপ স্বনামধন্য নাট্য আলোচক, সংগ্রাহক, গবেষক ও নাট্যকার বাবুল বিশ্বাস সম্পাদিত 'নাট্যরূপে রবীন্দ্রনাথ' (৬ খণ্ড) সংকলনে সন্নিবেশিত। এসব কটি নাটকই 'পদক্ষেপ নাট্য অঙ্গন' চট্টগ্রাম, প্রযোজনাই মঞ্চস্থ হয়।

There have been no reviews for this product yet.