নাট্য চতুষ্টয় বিষয় : নাটক লেখক : অভীক ওসমান প্রচ্ছদ : মোস্তাফিজ কারিগর সংস্করণ : ফেব্রুয়ারি ২০১৭ পৃষ্ঠা সংখ্যা : ১০৪ ভাষা : বাংলা আইএসবিএন : ৯৭৮-৯৮৪-৯২০০৭-১-০
শংখ উপাখ্যান, রাত ফেরার, অবশেষে জেনারেল, সমুদ্রে অন্ধকার- এই চারটি নাটক নিয়ে নাট্য চতুষ্টয়। এগুলো গত শতাব্দীর শেষভাগের রচনা। ঘটনাও তেমনি সময়ের বাস্তবতাকে সামনে রেখে। বাংলাদেশের জন্ম ও অভ্যুত্থান পরবর্তী জীবনকে ধারণ করে আছে এই নাটক। এখানে স্মৃতি-স্বপ্ন ও স্বপ্ন ভাঙার যন্ত্রণা রয়েছে। জনগণের প্রতি অঙ্গীকারাবদ্ধ, কাব্যচিন্তার মানুষ অভীক ওসমান বেশ ঘোরের মধ্যে এই নাটক রচনা করেছেন। নাটকের ভাব ও বাক্যপ্রকৃতি গভীর কাব্যময়। তাই পড়তে ভালো লাগে, মুখে মুখে কইতে ও শুনতে ইচ্ছা জাগে। এই নাট্যকারের পরিচয় সত্তা বেশ সুদৃঢ় বলেই নাটকগুলো গুরুত্ববহ। পূর্বেই আমাদের কারো কারো জানা আছে, তিনি চট্টগ্রাম ও দেশের নাট্য আন্দোলনের অগ্রণী পথিক। নাটকের ইতিহাস খুললেই জানা যায়, তার রচিত নাটকের ভূমিকা এখানকার রাজনীতি ও সংস্কৃতি অঙ্গনে দাগ টেনে আছে। এখনও সমসাময়িক চিহ্নগুলো ধারণ করে আছে বলেই এই নাটকগুলো প্রাসঙ্গিক। তাই একত্রে সমস্ত নাটক পেয়ে পাঠক ও নাট্যামোদীদের ভালো লাগবে। ... মনিরুল মনির
অভীক ওসমান : ১৯৫৬ সালে চট্টগ্রামের চন্দনাইশের বরমায় জন্মগ্রহণ করেন তিনি। তিনি ‘দেশ কৃষ্টি’ গ্রন্থবিরোধী আন্দোলন, একাত্তরে মুক্তিযুদ্ধে অংশ নেন। সত্তর দশকের তুখোড় ছাত্রনেতা শিক্ষকতা দিয়ে তার জীবন শুরু করলেও পরবর্তীতে চিটাগাং চেম্বার সচিবালয়ে সচিব ও প্রধান নির্বাহী হিসেবে তিন দশক দায়িত্ব পালন করেন। এ সময় নির্বাহী হিসেবে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নির্মাণ, সিআইটিএফ আয়োজনসহ আর অ্যান্ড ডি, পিআর অ্যান্ড পাবলিকেশন্সে নতুন মাত্রা যুক্ত করেন। চেম্বারে তিনি জার্মান প্রকল্পগুলো, ওয়ার্ল্ড ব্যাংক, নেদারল্যান্ডসের পাম ইত্যাদি প্রকল্পের প্রধান ছিলেন। তা ছাড়া জাপান, আমেরিকাসহ এশিয়ার দেশগুলোতে বিভিন্ন ফেলোশিপ নিয়ে ম্যানেজমেন্ট, ইনফরমেশন ডিসিমিনেশন, মানবসম্পদ ইত্যাদির ওপর বিভিন্ন কোর্স সম্পন্ন করেন। একই সময় ক্ষুদ্র ও মাঝারি নারী শিল্পোদ্যাক্তাদের বিকাশে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। বর্তমানে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অতিথি শিক্ষক। জিপিএইচ ইস্পাতের মিডিয়া অ্যাডভাইজার হিসেবে কর্মরত আছেন। গদ্য গবেষণা-মুক্তিযুদ্ধ-মনীষীদের জীবন ও কর্ম সম্পাদনা, নাটক, কবিতা নিয়ে তার প্রকাশিত বইয়ের সংখ্যা ১৮। বর্তমানে তিনি নিওনরমাল ইকোনমি, একবিংশের বৈশ্বিক ও সামগ্রিক অর্থনীতির ওপর লেখালেখি করছেন। তিনি চবি নাট্যকলা বিভাগ, চসিক সাহিত্য পুরস্কারসহ বিভিন্ন পদক ও সন্মাননায় ভূষিত হয়েছেন।
প্রবন্ধ: গদ্যকথা, পৃথিবীর করুণ ডাঙ্গায় প্রয়াত ৫ ও ইবসেন কাব্যগ্রন্থ: বিষাদের জার্নাল শুধু তোমার জন্যে ওই অরণ্যে হে সংসার হে লতা নাটক: রাতফেরার, অবশেষে জেনারেল শংখ উপাখ্যান অভীক ওসমানের ৩ নাটক সম্পাদনা: চির উন্নত শির মোতাহের হোসেন চৌধুরীর অপ্রকাশিত গান ও কবিতা মাওলানা মনিরুজ্জামান এছলামাবাদীর অপ্রকাশিত হতাশ জীবন ও অন্যান্য প্রসঙ্গ মুক্তিযুদ্ধ: শহীদ মেজর নাজমুল হক: ৭ নম্বর সেক্টর কমান্ডারের উপাখ্যান সম্মাননা নাগরিক সংবর্ধনা (১৯৯৯) চির উন্নত শির গ্রন্থ সম্পাদনার জন্য নজরুল পদক (২০০৭) গণনাটকের জন্য একুশে পদক (২০০৫) গণায়ন নাট্য সম্প্রদায়ের ৪০ বছর পূর্তিতে নাট্য ব্যক্তিত্ব হিসেবে সম্মাননা (২০১৫) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগ সম্মাননা (২০১৫) চট্টগ্রাম সিটি কর্পোরেশন সাহিত্য পুরস্কার (২০১৭)
‘বই কিনুন, বই উপহার দিন’ সেই পুরনো সেøাগান আজও খড়িমাটি ধ্যানে রেখেছে। ‘সম্পর্কের বন্ধনে বই’ এই প্রতিপাদ্যকে পালন করে যেতে চাই। খড়িমাটি বই প্রকাশের রুচিশীল প্রতিষ্ঠান। লেখার মান, উৎকৃষ্ট মুদ্রণ, যুৎসই বাঁধাই নিশ্চিত করে বই প্রকাশ করা হয়। সাহিত্যের বিস্তারে বহুদূর যেতে চায়। অথই চিন্তা নিয়ে যে সমাজ এগোয়, সেখানে অগ্রনী হয়ে থাকতে চায়। ২০১৪ সাল থেকে নিয়মিত প্রকাশনায় এই পর্যন্ত ৪০০ বইয়ের অধিক প্রকাশিত হয়েছে। গল্প, উপন্যাস, কবিতা, প্রবন্ধ-নিবন্ধ, গবেষণা, স্মৃতিকথা, নাটক, সিনেমা, চিঠিপত্র ও স্মারক-সম্মাননা গ্রন্থ বেরিয়েছে। দেশের ছাপাখানা ও প্রকাশনা শিল্পের অনন্য জায়গাটিকে সুদৃঢ় করতে আগ্রহী।