বাজিকর
বিষয় : নাটক
লেখক : পীযূষ সিকদার
প্রকাশক : খড়িমাটি
প্রচ্ছদ : চারু পিন্টু
প্রথম সংস্করণ : ২০২১
পৃষ্ঠা সংখ্যা : ৫২
দেশ : বাংলাদেশ
ভাষা : বাংলা
ISBN : 978-984-8241-66-0
নাট্যিকগুণ ও কাব্যিক অভিব্যক্তির যুগল সমাবেশে রচিত নাটক 'বাজিকর'। গ্রীক- ট্র্যাজেডির নিয়তি নির্ভরতা, কিংবা শেক্সপীয়রীয় ব্যক্তিপ্রসূত ধ্বংস প্রবণতা অথবা ভারতীয় নিয়তি-ধর্ম- দৈববাদ যা-ই বলি-না- কেন 'বাজিকর' নাটকটি পীযূষের শ্রেষ্ঠ কর্ম। হিসাবে টিকে থাকবে।
শিল্পস্রষ্টা, অধ্যাপকের সৃজন-উল্লাস নিয়ে রচিত 'বাজিকর' নাটকে মনসুর আলী স্বতোক্তিয় মাধ্যমে তার জীবনের প্রতিটি বাঁককে তুলে ধরেছেন পরম কাব্য-কুশলতায় ও দার্শনিকতায়।
একজন সৃষ্টিশীল মানুষের জীবনে নারীপ্রেম, দেশপ্রেম, মানবপ্রেম একটি অপরিহার্য বিষ-একথা নিঃসন্দেহে বলা যায়। ব্যক্তিগত স্খলন, নৈতিক অধঃপতন অথবা অবিবেচিক-যে অভিধাই বলি-না- কেন শিল্পী, প্রেমিক, শেষাবধি তার কর্মের মাহাত্ম্যে বেঁচে যায়। বাজিকর নাটকের অধ্যাপক মনসুর আলী তার সৃজনশিল্পে পাঠকের-দর্শকের চোখে হয়ে ওঠেন নির্দোষ একজন শিল্পস্রষ্টা।
¦¦¦¦
ড. গোলাম মোস্তফা
লেখক, সম্পাদক
চেয়্যারম্যান
পীযূষ সিকদার :
জন্ম ১০ জানুয়ারি ১৯৭১। ফরিদপুরের কানাইপুর গ্রামে ঐতিহ্যবাহী সিকদার বাড়িতে।
বাবা মুক্তিযুদ্ধে শহীদ পরশ চন্দ্র সিকদার। মা মৃত দুর্গা রাণী সিকদার।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নাটক ও নাট্যতত্ত্ব বিষয়ে স্নাতক (সম্মান) এবং একই বিশ্ববিদ্যালয় থেকে আর্ট অব পারফর্মেন্স (অভিনয়) বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন। বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়ায় নিয়মিত অভিনয় করছেন। অভিনয় নিয়ে কাজ করছেন, গবেষণা করছেন। নিয়মিত লিখছেন কবিতা নাটক, উপন্যাস। তার প্রথম কবিতার বই ‘কথার বসনে আজি নিয়ত স্বপ্নের বীজ’। দ্বিতীয় কবিতার বই ‘তবুও মনে রেখো (২০২১) বের হয়। প্রথম উপন্যাস ‘জীবনের গল্প’ ২০১৫ সালে মুক্তচিন্তা থেকে প্রকাশিত। নাটকের বই : ‘বাজিকর’ (২০২১)
পীযূষ সিকদারের পাঁচ ভাইবোন। ভাইবোনদের মধ্যে তিনি ছোট, তার বড় ভাই সাহসী সাংবাদিক প্রবীর সিকদার, তারই পদাঙ্ক অনুসরণ করে কাজ করছেন নিয়ত। লেখালেখি তার প্রিয় বিষয়। দম নেওয়ার জন্য এখন তার গ্রামের বাড়িতে থাকেন। কিশলয় বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক। নিয়মিত উত্তারাধিকার একাত্তরে কাজ করে চলেছেন। গ্রামে তার একটি নাটকের দল নাট্য সারথিতে ‘সোনা ডাঙ্গি গ্রাম’ তার লেখা নাটক নিয়ে কাজ করছেন।