শিরোনাম : খো খো
বিষয় : খেলাধুলা
লেখক : শরিফুল ইসলাম
প্রকাশক : খড়িমাটি
প্রচ্ছদ : শরিফুল ইসলাম
প্রথম সংস্করণ : ২০২১
পৃষ্ঠা সংখ্যা : ২৩২
দেশ : বাংলাদেশ
ভাষা : বাংলা
ISBN : 978-984-8241-83-7
---------------------------------------
কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ হতে প্রাইমারি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স বিভাগের অনার্স ফাইনাল সেমিস্টারে অধ্যয়নরত আছেন।
শৈশবকাল থেকেই খো খো খেলার সাথে তার নিবিড় সম্পৃক্ততা লক্ষ করা যায়। বিভিন্ন জাতীয় প্রতিযোগিতায় বিভিন্ন দলের হয়ে যেমন- কোয়ান্টাম ফাউন্ডেশন, চট্টগ্রাম জেলা, বান্দরবান জেলার হয়ে খো খো খেলায় অংশগ্রহণ করেন এবং বীরত্বের স্বাক্ষর রাখেন।
২০১৬ সালে অনুষ্ঠিত এস এ গেমসে বাংলাদেশ জাতীয় খো খো দলের হয়ে ক্যাম্পেইনের সুযোগ পান। ২০১২ সালে অনুষ্ঠিত পঞ্চম জাতীয় পুরুষ খো খো টুর্নামেন্টে কোয়ান্টামের হয়ে রৌপ্য পদক, ২০১৩ সালে অনুষ্ঠিত ৮ম বাংলাদেশ গেমসে কোয়ান্টামে হয়ে রৌপ্য পদক, ২০১৪ সালে অনুষ্ঠিত স্বাধীনতা কাপে কোয়ান্টামের হয়ে স্বর্ণপদক, ২০১৭ সালে সিজেকেএস বেঙ্গল এজেন্সিস খো খো লীগ ২০১৬-১৭ তে স্বর্ণপদক, ২০১৯ সালে অনুষ্ঠিত স্বাধীনতা কাপে চট্টগ্রাম জেলার হয়ে ব্রোঞ্জ পদক এবং ২০২১ সালে অনুষ্ঠিত “বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস-২০২০” এ চট্টগ্রাম জেলার হয়ে রৌপ্য পদক লাভ করেন।
এছাড়া ও বিভিন্ন জাতীয় ও আন্তঃস্কুল খো খো প্রতিযোগিতায় সফলতার স্বাক্ষর রাখেন।