উত্তর আধুনিকতা এ সবুজ করুণ ডাঙায়
বিষয় : প্রবন্ধ-নিবন্ধ
লেখক : জিললুর রহমান
প্রচ্ছদ : মোস্তাফিজ কারিগর
সংস্করণ : জানুয়ারি ২০১৯
পৃষ্ঠা সংখ্যা : ১৫২
ভাষা : বাংলা
আইএসবিএন : ৯৭৮-৯৮৪-৮০৫২-০৪-৪
জিললুর রহমানের উত্তর আধুনিকতা প্রসঙ্গে গ্রন্থটি নতুন সংস্করণে প্রকাশিত হচ্ছে। এই সংস্করণে বেশ কয়েকটি প্রবন্ধ রয়েছে যা লেখকের সাম্প্রতিক রচনা এবং অবশ্যই তাঁর আত্মত্মদীপে দীপায়নে দীপিত সামগ্রিক উত্তর আধুনিকতা চর্চার সঙ্গে সংশ্লেষিত।
জিললুর রহমানের 'উত্তর আধুনিকতা এ সবুজ করুণ ডাঙায়' প্রথম প্রকাশিত হয়েছিল ২০০১ সনের ফেব্রুয়ারি মাসে। চারটি প্রবন্ধসহ বইটি ছিল সর্বমোট ৫৬ পাতার। এবার পরিসর বাড়ল, বিস্তৃততর হল বিশ্লেষণ, বিবেচিত হল ঐতিহ্য, প্রত্নকথা, নন্দনতত্ত্ব, অন্তর্বয়ন ইত্যাদি সম্পর্কিত নিত্যাকর্ষক বিষয়াদি। সবচেয়ে গুরুত্বপূর্ণ, অথবা বলা সঙ্গত সমভাবে গুরুত্বপূর্ণ হয়ে রইল একটি বিশ্লেষণাত্মক আলোচনা যার মুখ্য শুভায়ন হল চট্টগ্রামে তথা বাংলাদেশে উত্তর আধুনিকতার চর্চার একটি প্রখর প্রতিফলন।
বিশ্বের সর্বত্র এই বার্তাটি স্পষ্টভাবে পাঠানোর প্রয়োজন রয়েছে যে বাঙালিরা ইউরো-মার্কিনী মর্ডানিজম- পোস্টমর্ডানিজম থেকে মুক্ত হতে চেষ্টা করে চলেছে। সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ অত্যন্ত বিত্তবান ও শক্তিশালী। বাঙালিরা তাকে নির্জিত না করতে পারলেও একথাটা যেন বলতে পারে, তারা ওই ইউরো-মার্কিনী সাংস্কৃতিক সাম্রাজ্যবাদের কাছে প্রণত হয়নি।
জিললুর রহমান :
জন্ম: ১৬ নভেম্বর ১৯৬৬
কবি, প্রাবন্ধিক, অনুবাদক। উত্তর আধুনিক নন্দনতত্ত্ব চিন্তক। লেখালেখি আশির দশকের শেষার্ধ থেকে। পেশায় চিকিৎসাবিজ্ঞানী।
কাব্যগ্রন্থ
অন্যমন্ত্র (১৯৯৫), শাদা অন্ধকার (২০১০), আত্মজার প্রতি (২০১৭), শতখণ্ড (২০১৭)
প্রবন্ধ
উত্তর আধুনিকতা: এ সবুজ করুণ ডাঙায় (২০০৩), অমৃতকথা (২০১০)
অনুবাদ
আধুনিকোত্তরবাদের নন্দনতত্ত্ব কয়েকটি অনুবাদ (২০১০)
সম্পাদনা
যদিও উত্তরমেঘ, তরঙ্গ সম্পাদনা পরিষদ সদস্য: লিরিক