অরণ্য হতে আলোয় বিষয় : প্রবন্ধ-নিবন্ধ লেখক : সায়িদুল আলম মান্নু প্রচ্ছদ : মনিরুল মনির সংস্করণ : সেপ্টেম্বর ২০১৫ পৃষ্ঠা সংখ্যা : ৬৪ ভাষা : বাংলা আইএসবিএন : ৯৭৮-৯৮৪-৯১৪৯৮-৯-৭ . জন্মের পর থেকে নিরন্তর সংগ্রাম, সংঘাত ও প্রতিকূলতার ভেতর দিয়ে গেছে জীবন। লেখক সায়িদুল আলম মান্নু অভিজ্ঞতায় ও আদর্শের চর্চায় নিয়োজিত একজন লড়াকু মানুষ। পেশায় তিনি পোশাক শিল্পের উচ্চ পদস্থ কর্মকর্তা হলেও জীবন বোধের স্পষ্ট জায়গা থেকে এটি তার প্রথম প্রয়াস। তিনি ১৯৮৪ সালে বাম রাজনীতির সাথে ঘনিষ্টভাবে জড়িয়ে পড়েন। সমাজের নানামুখি দ্বন্দ্ব সংঘাতের উৎস ও তার যুগপোযুগি প্রতিকার লেখক তার লেখনিতে দেখাবার চেষ্টা করেছেন। বিজ্ঞানমনস্ক প্রগতিবাদী চিন্তা চেতনায় আবিষ্ট লেখক তার মন ও মানসিকতায় লালনকৃত দর্শনে মানুষের মুক্তির কথা বলতে চেয়েছেন। যদিও তা কলেবরে অল্প, তথাপিও গুণ বিচারে তা নেহায়েত কম নয়। সংস্কার বিমুখ মুক্তবুদ্ধি চর্চার ঘোর অমানিশায় এটি একটি আলোকবর্তিকা হিসেবে কাজ করবে বলে আমার বিশ্বাস। .. আজিজুল হাকিম শিক্ষক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় . সায়িদুল আলম মানু : জন্ম: ১ মার্চ ১৯৬০ ধরাদোয়া গ্রাম ৬ নং চিংড়াখালী ইউনিয়ন মোরেলগঞ্জ, বাগেরহাট পিতা স্কুল শিক্ষক ছিলেন। নিয়মিত দৈনন্দিন চাহিদা ও পরিমিত পোষণের অভাবে অবিরাম সাংঘর্ষিক হয়ে যাঁতাকলে নিষ্পেষিত মানুষ তারই দ্বিতীয় সন্তান লেখক।
‘বই কিনুন, বই উপহার দিন’ সেই পুরনো সেøাগান আজও খড়িমাটি ধ্যানে রেখেছে। ‘সম্পর্কের বন্ধনে বই’ এই প্রতিপাদ্যকে পালন করে যেতে চাই। খড়িমাটি বই প্রকাশের রুচিশীল প্রতিষ্ঠান। লেখার মান, উৎকৃষ্ট মুদ্রণ, যুৎসই বাঁধাই নিশ্চিত করে বই প্রকাশ করা হয়। সাহিত্যের বিস্তারে বহুদূর যেতে চায়। অথই চিন্তা নিয়ে যে সমাজ এগোয়, সেখানে অগ্রনী হয়ে থাকতে চায়। ২০১৪ সাল থেকে নিয়মিত প্রকাশনায় এই পর্যন্ত ৪০০ বইয়ের অধিক প্রকাশিত হয়েছে। গল্প, উপন্যাস, কবিতা, প্রবন্ধ-নিবন্ধ, গবেষণা, স্মৃতিকথা, নাটক, সিনেমা, চিঠিপত্র ও স্মারক-সম্মাননা গ্রন্থ বেরিয়েছে। দেশের ছাপাখানা ও প্রকাশনা শিল্পের অনন্য জায়গাটিকে সুদৃঢ় করতে আগ্রহী।